বাংলাদেশের সুবর্ণজয়ন্তীও মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ৫০ বছর ও মুজিব বর্ষ উপলক্ষে আমাদের ক্যাম্পাস ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আনন্দ মিছিল , শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার কিছু আলোকচিত্র আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।

IMG_20220104_004301.jpg

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ৫০ বছর অংকনের সাথে ক্ষুদ্র মানুষের একটি ক্ষুদ্র ছবি তোলা।

IMG_20220104_004322.jpg

IMG_20220104_004355.jpg

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টি বিভিন্ন আলোকসজ্জার রঙে সাজিয়ে তোলা হয়েছে।

IMG20211229211110.jpg

হাজার হাজার মানুষ চিরকুট ব্যান্ড, আভাস ব্যান্ড ও কুদ্দুস বয়াতি স্যার এর গান খুবই মনোযোগ সহকারে শুনছে ও বিনোদনের সহিত আমিও আছি। অনেক আনন্দ মজা ও মনমুগ্ধকর সময় কাটালাম।

IMG20211229210908.jpg

ক্যাম্পাসের বিল্ডিং গুলো খুবই সুন্দর ভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দেখে খুবই ভালো লাগলো।

IMG20211229210836.jpg

IMG20211229210827.jpg

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দলে দলে মানুষ যোগদান করছে।

IMG_20220104_004618.jpg

এখানে আপনারা ১৯০৫ সালের ঘটনা চিত্র দেখতে পাচ্ছেন। আসলে ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন এরিয়াতে বৃত্তাকারভাবে ১৯০৫ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইতিহাস ভিত্তিক ব্যানার এর মাধ্যমে সুন্দরভাবে সামারি তৈরি করেছিল। এ বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, প্রতিটি ব্যানার আমি মনমুগ্ধকর পরিবেশে দেখতে থাকি ও সৌভাগ্য মত কিছু আলোকচিত্র আমার ক্যামেরায় ধারণ করেছিলাম তা আপনাদের মাঝে উপহার হিসেবে নিয়েএলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।

IMG_20220104_004638.jpg

IMG_20220104_004657.jpg

IMG_20220104_004724.jpg

IMG_20220104_004804.jpg

IMG_20220104_004831.jpg

IMG_20220104_004907.jpg

প্রত্যেকটি সালের আলোকচিত্র অনেক গুরুত্বপূর্ণ বিষয় ও ঘটনার প্রতীক মাত্র। যা একটি আলোকচিত্রে অনেক কিছু বলতে ও বুঝাতে চায় আমাদের।

IMG_20220104_004942.jpg

IMG_20220104_005010.jpg

IMG_20220104_005033.jpg

IMG_20220104_005048.jpg

IMG_20220104_005109.jpg

IMG_20220104_005147.jpg

প্রত্যেকটি আলোকচিত্র এক একটি বিষয়কে ফুটিয়ে তুলেছে ও এক একটি আলোকচিত্র ইতিহাসকে ব্যাখ্যা প্রদান করে।

IMG_20220104_005205.jpg

IMG_20220104_005233.jpg

IMG_20220104_005256.jpg

IMG_20220104_005310.jpg

IMG_20220104_005319.jpg

IMG_20220104_005354.jpg

IMG_20220104_005412.jpg

প্রতিটি আলোকচিত্রের মধ্যে বিশালতার ইতিহাস লুকিয়ে আছে, তাই আমি আপনাদেরকে শুধুমাত্র ব্যানার থেকে আমার নিজের তোলা আলোকচিত্রগুলো শেয়ার করালাম, শেয়ার করা আমার মুখ্য উদ্দেশ্য ছিল।এই আলোকচিত্রগুলো নিজের ভাষায় লেখার কিছু নেই, ইতিহাসভিত্তিক আলোকচিত্রগুলো শেয়ার করতে পেরে আমার অনেক অনেক ভালো লেগেছে।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin
LocationDUET campus

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদান্তে,,

IMG_20211222_234951.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
ভাইয়া মুক্তিযুদ্ধের পূর্ব চেতনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আজকে। মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই আপনাকে

মুক্তিযুদ্ধের বাস্তব ইতিহাস যেন এই আলোকচিত্রগুলো নিদর্শন করছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে। রাতের আলোকসজ্জা দেখতেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ কিছু মুক্তিযুদ্ধের আলোকচিত্র আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য

জি ভাই আপনি ঠিকই বলেছেন অনেক সুন্দর ভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল ঢাকা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ ভাই আপনাকে।

আমি সহ পলিটেকনিকের প্রতিটা ছেলের স্বপ্ন এই ডুয়েট। আহ রাতেও কী সুন্দর লাগছে ক‍্যাম্পাসটা। এবং অনুষ্ঠান টাতে যোগ দিয়ে খুব ভালো সময় অতিবাহিত করেছেন। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের উপর তোলা ছবিগুলো দারুণ ছিল। এবং সম্পূর্ণ পোস্ট টা দারুণ হয়েছে।।

চেষ্টা করে লেগে থাকুন অবশ্যই একদিন স্বপ্ন পূরণ হবে, ধন্যবাদ ভাই আপনাকে।

অনেক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সত্যি এটা বড়ই আমাদের গর্বের। ভাই আপনার পোষ্টের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন ফটোগ্রাফি গুলো অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য ভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই