রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজের তৈরিকৃত ফুলসহ ফুলদানি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালোলাগার মাঝেই খুঁজে পাবো আমার কাজের সার্থকতা।

IMG_20220309_094722.jpg

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ফুলসহ ফুলদানি তৈরির প্রস্তুত প্রণালী:

উপকরন সমুহ:

১. রঙিন
২. সিজার
৩. আঠা

ধাপ-০১

IMG_20220309_092902.jpg

ফুল বানানোর জন্য প্রথমে একটি রঙিন কাগজ মাপমতো কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG_20220309_093007.jpg

এরপর কাগজটিকে ত্রিভুজের মতো মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220309_093021.jpg

এরপর কাগজটিকে একইভাবে দ্বিতীয় ভাঁজ দিয়ে নিয়েছি।

ধাপ- ০৪

IMG20220308214102.jpg

এরপর কাগজটিকে আবারো একইভাবে তৃতীয়বার ভাঁজ দিয়ে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20220309_093048.jpg

এরপর ভাঁজ করা কাগজের উপর ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

ধাপ- ০৬

IMG_20220309_093101.jpg

এরপর পেন্সিলের দাগ বরাবর কাগজটি কেটে নিয়েছি।

ধাপ- ০৭

IMG20220308214306.jpg

এরপর কাগজের ভাঁজ গুলো খুলে নিলেই তৈরি হয়ে গেল ফুল।

ধাপ- ০৮

IMG_20220309_093145.jpg

এরপর ফুলে যেকোনো একটি পাপড়ি কেটে নিয়েছি।

ধাপ-০৯

IMG_20220309_093157.jpg

এরপর কেটে নিয়ে পাপড়ির অংশে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ-১০

IMG20220308214435.jpg

এরপর আঠা লাগানো পাপড়ির সাথে পাশের পাপড়ি টি জুড়ে ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১১

IMG_20220309_093134.jpg

এরপর সাদা কাগজ দিয়ে এভাবে আরও একটি ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১২

IMG20220308214556.jpg

এরপর এই ছোট ফুলটি আঠা দিয়ে বড় ফুলের উপর বসিয়ে দিয়েছি।

ধাপ-১৩

IMG_20220309_093215.jpg

এরপর গোল করে একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-১৪

IMG_20220309_093230.jpg

এরপর কাগজটিকে এভাবে কেটে নিয়েছি।

ধাপ-১৫

IMG_20220309_093244.jpg

এরপর কাগজটি হাতে মুড়িয়ে ছোট্ট গোলাপ ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১৬

IMG20220308221311.jpg

এরপর এই গোলাপ ফুলটি আঠার সাহায্যে আগে থেকে বানিয়ে রাখা ফুলের মাঝখানে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১৭

IMG_20220309_093303.jpg

এভাবে তিনটি ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১৮

IMG_20220309_093314.jpg

এরপর রঙিন কাগজ দিয়ে অনেকগুলো ফুলের পাতা তৈরি করে নিয়েছি।

ধাপ- ১৯

IMG_20220309_093329.jpg

এরপর রঙিন কাগজ মুড়িয়ে ফুলের স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ-২০

IMG_20220309_093358.jpg

এরপর ফুলের স্টিক এবং পাতা আঠা দিয়ে ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।

ধাপ-২১

IMG_20220309_093419.jpg

এভাবে বাকি ফুলগুলো তৈরি করে নিয়েছি।

ধাপ-২২

IMG_20220309_093437.jpg

এরপর একটি খালি টিস্যু পেপারের রোল নিয়েছি।

ধাপ-২৩

IMG_20220309_093456.jpg

এরপর টিস্যু পেপারের এই রোলটি রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি।

ধাপ-২৪

IMG_20220309_093510.jpg

এরপর সোনালী রঙের একটি গ্লিটার পেপার কেটে নিয়েছি।

ধাপ-২৫

IMG20220308225537.jpg

এরপর এই গ্লিটার পেপার আঠা দিয়ে রঙিন কাগজে মোড়ানো টিস্যু পেপারের রোলের সাথে লাগিয়ে দিয়েছি।

ধাপ-২৬

IMG_20220309_093529.jpg

এরপর একটি শক্ত মোটা কাগজ টিস্যু পেপারের রোলের নিচের অংশে লাগানোর জন্য গোল করে কেটে নিয়েছি। এরপর একটি গ্লিটার পেপার গোল করে কেটে শক্ত কাগজের গায়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-২৭

IMG20220308225946.jpg

এরপর গোল করে কাটা এই অংশটি টিস্যু পেপারের রোলের নিচের অংশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আমি এভাবে একটি ফুলদানি তৈরি করে নিয়েছি।

ধাপ-২৮

IMG_20220308_231032.jpg

এরপর আগে থেকে বানিয়ে রাখা এই ফুলগুলো ফুলদানির মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। এভাবে আমি রঙিন কাগজের সাহায্যে ফুলসহ একটি ফুলদানি তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG20220308231532.jpg

IMG_20220308_231010.jpg

IMG20220308231528.jpg

IMG20220308231540.jpg

IMG_20220309_093638.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদান্তে,,,,,

IMG_20220205_123258.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার রঙিন কাগজের ফুল টি সত্যিই আমাকে মুগ্ধ করেছে ।এছাড়া আপনি অত্যন্ত সুন্দরভাবে আপনার লেখা উপস্থাপন করেছেন আমাদের মাঝে যাতে আমরা সহজেই বুঝতে পেরেছি রঙিন কাগজ দিয়ে ফুল বানানোর পদ্ধতি।

আপনার সুন্দরতম মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, আপনার গঠনমূলক মন্তব্য আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। আপনার ফুলদানি তৈরি করার এই প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলদানি তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার সুন্দরতম গঠনমূলক মন্তব্য আমার কাজের প্রতি দ্বিগুণ আগ্রহ ও উৎসাহ অনুপ্রেরণা বাড়িয়ে দেয়, আপনার মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ফুলসহ আপনার ফুলদানি অসাধারণ সুন্দর ছিল ♥️ নিখুঁত কাজ যাকে বলে।
বেশ ভালো উপস্থাপনা করেছেন।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

আপনার সুন্দরতম মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

ভাই আপনার কাজের তুলে না হয় না।আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দারুণ ভাবে একটি ফুলের ফুলদানি তৈরি করছেন।কালার কাগজ বেশ সুন্দর।ফুলদানি তৈরি সাখে সাথে উপস্থাপনা অনেক সুন্দর।অনেক শুভ কামনা রইল।

আপনার মন্তব্য আমাকে অনেক অনেক অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছে, আপনার মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, ধন্যবাদ আপনাকে ভাই, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরিটি অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আপনার পোষ্টটি প্রমাণিত ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে ফুল ও ফুলদানি কালার কমিউনিকেশন টা আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ফুল এবং ফুলদানি তৈরি করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজের ফুল এবং ফুলদানি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কাছে আমার কাগজের তৈরি ফুলদানি টি ভালো লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি হয়েছি, খুবই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ যোগানো জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনার কাজগুলো সব সময় নিখুঁত এবং সুন্দর হয়। আপনি খুবই যত্ন সহকারে কাজ করেন যা আপনার পোস্ট গুলো দেখলেই বোঝা যায়। ফুল এবং ফুলদানি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল গুলো খুবই সুন্দর হয়েছে। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

খুবই সুন্দর করে উৎসাহ উদ্দিপনা মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। আমার ভিশন পছন্দ হয়েছে। আমিও শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া

আমার কাগজের তৈরি করা ফুলদানি আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি সত্যি অনেক খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে ফুল ও ফুলদানি তৈরি অসম্ভব রকমের সুন্দর হয়েছে। আপনি সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন। যা আমাদের বুঝতে সুবিধা হয়েছে ।আপনার এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

রঙিন কাগজ খুব সুন্দর করে কেটে কেটে অনেক দারুন একটি আইডিয়া করেছেন ভাই আমার কাজ আপনার কাজটি অনেক ভালো লেগেছে খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক খুশি হয়েছি ভাই, ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

বাহ্! রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি
করে আপনি আমাকে চমকে দিয়েছেন অসাধারণ হয়েছে আপনার ফুলসহ ফুলদানি যা দেখে আমি অভিভূত এবং মুগ্ধ হয়ে গেছি সত্যিই আপনি প্রশংসার যোগ্য ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক খুশি হয়েছি সেই সাথে অনেক অনেক অনুপ্রেরণা ও উৎসাহ পেলাম, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

এক কথায় অসাধারণ ভাই। আপনি খুব সুন্দর করে একটি রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি করেছেন। আপনার ফুলদানি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফুলদানিতে ফুল গুলো দেওয়াতে দেখতে অনেক ভালো লাগতাছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি ফুলসহ ফুলদানি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে,

@tipu curate

দারুণ হয়েছে ফুল এবং ফুলদানীটি। খুব সুন্দর রং বেছে নিয়েছেন, সে জন্য ফুল এবং ফুলদানী টি আরো বেশি ফুটে উঠেছে। আপনার উপস্থাপনা বেশ দারুণ লাগে। ধন্যবাদ।

ভাই আপনার মন্তব্য পেয়ে আমি অনেক অনেক উৎসাহ অনুপ্রেরণা পেলাম, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি কাজ সম্পন্ন করেছেন। আপনার সম্পন্ন করা ক্রাফটের ফুল এবং ফুলদানি উভয় অনেক সুন্দর ছিল। ক্রাফটি সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

আমার কাগজের তৈরি ফুলদানি আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

আপনি রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানিটি চমৎকার ভাবে তৈরি করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি ধাপে ধাপে এটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার ফুলদানি তৈরি করা দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমি সত্যি অনেক অনেক খুশি ও উৎসাহ পেলাম, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

আপনি খুবই সুন্দর একটি ফুলের ফুলদানি তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালই লেগেছে সত্যিই আপনার দক্ষতা খুবই সুন্দর অতুলনীয়। ফুলের ধাপ গুলো আপনি সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্য আমাকে অনেক উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার ফুলদানি সহ ফুল তৈরি করেছেন। যা দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই রঙিন কাগজের কালার কম্বিনেশন এতটাই চমৎকার ছিল যে ফুলদানি সহ ফুলকে অত্যন্ত আকর্ষণীয় লাগছে। খুবই যত্ন করে ফুলদানি সহ ফুলগুলো তৈরি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

আর্টিফিশিয়াল ফুল হলেও এই সব ফুল দিয়ে রোম সাজানো যায়। আপনি খুবই সুন্দর ভাবে ফুল সহ ফুলদানী তৈরি করে ছেন রঙিন কাগজ ব্যবহার করে। মন থেকে বলছি, আজকের দেখা বেস্ট প্রজেক্ট ছিলো এটি। আমি নিজেও এটি বানাতে চাই।

জি ভাই আপনি ঠিকই বলেছেন আর্টিফিশিয়াল হলেও খুবই সুন্দর ভাবে ঘর সাজানোর কাজে এই ফুলদানি গুলো ব্যবহার করা হয়। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

মাস আল্লাহ মনমুগ্ধকর একটি কাজ আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। আসলে এখানে ফুলদানি এবং ফুল দুটোই বেশ চমৎকার হয়েছে। এবং আপনি আপনি কাজটি বেশ চমৎকার ভাবে করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার গঠনমূলক মন্তব্য ও উৎসাহ অনুপ্রেরণা পেয়ে আমি অনেক খুশি হয়েছি ভাই, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি অসম্ভব সুন্দর হয়েছে ভাই। এক কথায় অসাধারন কাজ। কিভাবে যে পারেন এতো সুন্দর করে জিনিশ গুলো বানাইতে মাথায়ই আসেনা। খুব সুন্দর করে ধাপে ধাপে বানিয়েছেন। উপস্থাপনা বেশ ভালো ছিলো। শুভেচ্ছা রইলো ভাই।

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে,

ভাইয়া রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন।😍😍 চমৎকার হয়েছে আপনার তৈরি করা এই ফুলসহ ফুলদানি।আমার কাছে সত্যি অসম্ভব অসম্ভব ভালো লেগেছে ভাইয়া।রঙিন কাগজ গুলো বেশ দারুণ ভাবে ফুটেছে কালারফুল।ভাইয়া আপনার কাজের জবাব নেই আমি মুগ্ধ।
ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি খুবই সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি খুবই সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সাথে তৈরি করলেন। মনে হচ্ছে অনেক সময় লেগেছে। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনার জন্য রইল শুভকামনা।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

ফুলদানি কি যেমন চমৎকার হয়েছে ঠিক ততটাই চমৎকার হয়েছে আপনার তৈরীকৃত ফুলগুলো। কাগজ গুলোর খুব সুন্দর ব্যবহার করে অসাধারণ কিছু ফুল তৈরি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফুল আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

কাগজের ফুল আমি গন্ধ কোথায় পাবো বল।

গন্ধ নাই তাতে কি,সৌন্দর্যে ছিল ভরপুর। ভাল কিছু

খুবই সুন্দর মন্তব্য করেছেন আপনি, ছন্দের মাধ্যমে সুন্দরতম মন্তব্য করে আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা যুগিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আবার আসার আমন্ত্রণ জানিয়ে আপনাকে স্বাগতম।

ভাই আপনার তৈরি করা রঙ্গিন কাগজ দিয়ে ফুল এবং ফুলদানি টি দেখে চোখ একদম জুড়িয়ে গেল। আপনি যে এত সুন্দর একটি জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা সত্যি অনেক প্রশংসনীয়। আপনি হলুদ রঙের রঙিন কাগজ ব্যবহার করে ফুলগুলো তৈরি করাই দেখতে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার কাছে আমার ফুলদানি তৈরি করা যে এত ভাল লাগবে তা আমি কখনো বিশ্বাসই করতে পারিনি, আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আপনি রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি অনেক ভালো হয়েছে আমার কাছে। সত্যি ফুল গুলো দেখতে বেশ ভালো লাগছে। আপনি অনেক কষ্ট করছেন তা বোঝাই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনার সুন্দরতম মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, আপনার সুন্দর তোমার মন্তব্য আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

ফুলদানি টা বেশ চমৎকার ছিল। আপনি খুব সুন্দর ভাবে সব ধাপ গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আপনার মন্তব্য আমাকে অনেক অনেক উৎসাহিত করেছে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি চমৎকার হয়েছে। বিশেষ করে ফুলের সৌন্দর্য তা দেখে মুগ্ধ হলাম ।এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন যা দেখে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার গঠনমূলক মন্তব্য ও উৎসাহ অনুপ্রেরণা পেয়ে আমি অনেক খুশি ও আনন্দিত। শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনার আজকের কাজটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে আপনি একটি ফুলদানি তৈরি করেছেন এবং তা ফুলসহ যখন প্রথম ইমেজটা দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো। কারন ফুলদানির ভিতরে ফুল ছিল এইজন্য দেখতে খুবই ভালো লেগেছে। আপনি এই ফুলদানি সহ ফুলের যে ডাই তৈরি করেছেন সেটা আমাদের মাঝে খুবই সহজ ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দরতম গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।