"এসো নিজে করি"ঘর সাজানোর জন্য রঙিন কাগজের সাহায্যে ওয়াল হ্যাংগিং তৈরি | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আমি@alamin-islam ইসলাম, আছি আপনাদের সাথে।
আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর ঘর সাজানোর ওয়ালমেট তৈরি করে শেয়ার করলাম। আশা করি আমার ওয়ালমেট টি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

received_404924684462882.jpeg

received_4703737943011281.jpeg

তাহলে চলুন আর দেরি না করে রঙিন কাগজের সাহায্যে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করি:

উপকরণ:

১. রঙিন কাগজ
২. আঠা
৩. সিজার
৪. পেন্সিল
৫. স্কেল
৬. রঙিন কলম

ধাপ -০১

IMG20211028170041.jpg

প্রথমে মাপমতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ০২

IMG20211028170134.jpg

এরপর কাগজটিকে মাঝখান থেকে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ০৩

IMG20211028170253.jpg

ত্রিভুজের মতো ভাঁজ করা কাগজটিকে আবার ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ০৪

IMG20211028170342.jpg

একইভাবে কাগজটিকে আবারো ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ০৫

IMG20211028170458.jpg

এভাবে কাগজটিকে ত্রিভুজের মত করে চার ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ০৬

IMG20211028170525.jpg

এরপর কাগজটির এক ভাঁজ খুলে নিয়েছি।

ধাপ - ০৭

IMG20211028170634.jpg

এরপর কাগজটিতে ফুলের পাপড়ি আঁকিয়ে নিয়েছি।

ধাপ - ০৮

IMG20211028170859.jpg

এরপর কেচি দিয়ে ফুলের পাপড়ি টি কেটে নিয়েছি।

ধাপ - ০৯

IMG20211028170932.jpg

এরপর পাপড়ি টি খুলে ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ১০

IMG_20211028_224532.jpg

এভাবে চব্বিশটি ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ১১

IMG_20211028_224706.jpg

এরপর ফুলের প্রতিটি পাপড়ি হালকা ফোল্ড করে নিয়েছি।

ধাপ -১২

IMG_20211028_224646.jpg

এভাবে চব্বিশটি ফুলই ফোল্ড করে নিয়েছি।

ধাপ -১৩

IMG_20211028_224928.jpg

এরপর আলাদাভাবে চারটি ফুল নিয়ে নিয়েছি।

ধাপ - ১৪

IMG_20211028_225000.jpg

এরপর ফুল গুলোতে আঠা লাগিয়ে একটির উপর আরেকটি বসিয়ে দিয়েছি।

ধাপ - ১৫

IMG_20211028_225017.jpg

এভাবে একটি বড় ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ -১৬

IMG_20211028_225047.jpg

এরপর একই রকমভাবে ৬ টি বড় ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ১৭

IMG_20211028_225117.jpg

এরপর ফুলের ভেতরের কুড়ি বাড়ানোর জন্য একটি হলুদ রঙের কাগজ মাপমতো কেটে নিয়েছি।

ধাপ -১৮

IMG_20211028_225131.jpg

এরপর কাগজটিকে মাঝ বরাবর লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ -১৯

IMG20211028190746.jpg

এরপর কাগজটিকে ছবিতে দেখানো উপায়ে কেটে নিয়েছি।

ধাপ -২০

IMG_20211028_225143.jpg

এরপর কাগজটিকে খুলে নিয়েছি।

ধাপ - ২১

IMG20211028190958.jpg

এরপর কাগজটি উল্টোপিঠ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ -২২

IMG20211028191204.jpg

এরপর কাগজটি গোল করে মুড়িয়ে ফুলের কুঁড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ -২৩

IMG20211028191242.jpg

একইভাবে ৬ টি ফুলের কুঁড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ - ২৪

IMG20211028193819.jpg

এরপর কাল কাগজ একইভাবে কেটে কুঁড়ির গায়ে আঠা দিয়ে মুড়িয়ে দিয়েছি।

ধাপ -২৫

IMG_20211028_225236.jpg

এরপর আগে থেকে বানিয়ে রাখা ফুলের ওপর কুঁড়িগুলো আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। এভাবে ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ -২৬

IMG_20211028_200541.jpg

এরপর ফ্রেমের স্টিক বানানোর জন্য হলুদ রঙের কাগজ মাপ মত কেটে নিয়েছি।

ধাপ - ২৭

IMG_20211028_225401.jpg

এরপর কাগজটিকে পেঁচিয়ে স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ - ২৮

IMG_20211028_225310.jpg

এভাবে বারোটি স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ -২৯

IMG_20211028_225415.jpg

এরপর স্টিক গুলো দিয়ে ফ্রেম তৈরি করে নিয়েছি।

ধাপ - ৩০

IMG_20211028_221938.jpg

এরপর ফ্রেমের গায়ে আঠা দিয়ে ফুলগুলো লাগিয়ে দিয়েছি এবং একটি সাদা কাগজে" আমার বাংলা ব্লগ " পরিবারের নাম লিখে আঠা দিয়ে ফ্রেমের সাথে লাগিয়ে দিয়েছি। এভাবে আমি খুব সহজেই রঙিন কাগজের সাহায্যে একটি ওয়াল হ্যাংগিং ফ্রেম বানিয়ে নিয়েছি।

ফলাফল

PicsArt_10-28-10.34.13.jpg

IMG_20211028_222425.jpg

IMG20211028221508.jpg


আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20211029_004919.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া অনেক সুন্দর একটি ওয়ালমেট আপনি বানিয়েছেন। আমার অনেক ভালো লেগেছে এটি। প্রতিটী ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে

আপনি খুব দ্রুততার সাথে ওয়ালমেটটি তৈরি করেছেন। আপনার কাজ দেখে তো মনে হয় অনেক দক্ষ। আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

ধন্যবাদ আপনাকে ভাই

"ঘর সাজানোর জন্য রঙিন কাগজের সাহায্যে ওয়াল হ্যাংগিং খুবই চমৎকার ভাবে তৈরি করেছেন |♥♥

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

আমার কাছে পুরো ওয়ালমেট এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে টিয়া রঙের রঙিন কাগজ দিয়ে যে ফুলগুলো তৈরি করেছে সেগুলো। পুরো ফুল যখন তৈরি করেছেন তখন আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আর সম্পূর্ণ ওয়ালমেট অনেক বেশি সুন্দর লাগছে আর যেহেতু আমার বাংলা ব্লগ কমিউনিটি কে ঘিরে তাহলে তো আরো বেশি সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

বাপরে অনেক লম্বা প্রসেস ছিলো যা আপনি দীর্ঘ সময় ধরে করেছেন।অনেক সুন্দর লাগতেছে ওয়ালম্যাট টি।তবে আপনর পরিশ্রম আর সৃজনশীলতার তারিফ না করলেই নয়।🥰

অনেক ধন্যবাদ ভাই আপনাকে

ভাই আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে। জাস্ট অসাধারণ একটি ড্রাই প্রজেক্ট। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার ওয়ালমেট টি। প্রতিটি ধাপ আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজেই তৈরি করতে পারবে । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে কালার পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট টি আমার খুব ভালো লেগেছে।

ধন্যবাদ আপনাকে

আপনার রঙিন পেপার দিয়ে তৈরি ওয়ালমেট গুলো অনেক সুন্দর হয়েছে। আর এতগুলো স্টেপ আমাদের মাঝে শেয়ার করে আমাদের জন্য বুঝার সুবিধা হয়েছে। তাই আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

আপনার উপস্থাপনার ধাপগুলো দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। খুব সুন্দর করে বর্ণণা দিয়েছেন।আমার বাংলা ব্লগের ওয়ালমেটটি সত্যিই অসাধারন হয়েছে ভাই।

ধন্যবাদ আপনাকে ভাই

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং এটি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখে এটি আমরা সহজেই শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা।

ধন্যবাদ আপনাকে ভাই