"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করার অনুভূতি | |10% Beneficiary To @shy-fox | |

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি, সেই সাথে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের আমেজে স্মৃতিময় দিনটি উৎসবমুখর রাঙিয়ে উদযাপন করব সেই উত্তেজনা কাজ করছে আমাদের।

প্রথমেই আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ হোক আমাদের আগামী দিনের পথ চলা। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি@rme দাদার প্রতি, যার হাত ধরে আমরা পেয়েছি" আমার বাংলা ব্লগ" একটি স্বতন্ত্র -স্বাধীন কমিউনিটি।@rme দাদার হাত ধরে" আমার বাংলা ব্লগ"প্রতিষ্ঠিত হয় ১১ জুন ২০২১।

আমার বাংলা ব্লগ পরিবারে আমার শুভযাত্রা:

@rex-sumon কাকার হাত ধরে আমার বাংলা ব্লগে যাত্রা শুরু করি, ৪ জুলাই ২০২১, আজকে আমার বাংলা ব্লগে আমার পথ চলা ১১মাস,৭দিন পূর্ণ হলো।@rex-sumon কাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে একটি সৌন্দর্যমণ্ডিত পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি" আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আমার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।

IMG_20220611_033556.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার অনুভূতি:

আমি প্রথমেই স্বীকার করছি অনুভূতি বিষয়টি সম্পন্ন গভীর থেকে গভীরতর মনস্তাত্ত্বিক বিষয়, অনুভূতি লেখালেখি করে বা মুখে সম্পূর্ণ প্রকাশ করা অসম্ভব। তবুও লেখালেখির মাধ্যমে আমার অনুভূতি কিছু পয়েন্ট আকারে আপনাদের মাঝে তুলে ধরলাম।

মায়ের ভাষা বাংলা

আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিষ্ঠিত করা হয়েছে মাতৃভাষা বাংলায় লেখালেখি করা, বিভিন্ন সৃজনশীল কনটেন্ট শেয়ার করা, নিজের মতামত শেয়ার করার জন্য। স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে আমরা মাতৃভাষায় নিজের আবেগ অনুভূতি শেয়ার করতে পারি এটাই আমার আমাদের কাছে অনেক বড় পাওয়া। পৃথিবীর সাতশত এর বেশি ভাষা আছে, সব চাইতে বাংলা ভাষা পৃথিবীর মধুরতম ভাষা, বাংলা আমাদের মায়ের ভাষা বাংলা আমাদের বল, বাংলা ভাষাতেই আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমাদের আবেগ অনুভূতি গুলো একে অন্যের সাথে আদান-প্রদান করতে পেরে নিজেকে গর্ব হয়। আমার বাংলা ব্লগ এ কাজ করে নিজেকে ধন্য মনে করি, আমার বাংলা ব্লগ এ কাজ করার প্রধান অনুভূতি কাজ করে আমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি, যা আত্মিক ও মানসিক প্রশান্তি লাভ হয়।

উদারতা

আমার বাংলা ব্লগ উদারতার পরিচয় বহন করে। আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয়@rme দাদা উদার মনের মানুষ। তিনি কোনো স্বার্থ ছাড়াই আমাদেরকে দিনের পর দিন পাশে থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তিনি চাইলে আমাদের কে সাপোর্ট না দিয়ে তিনি একাই সেগুলো সাপোর্ট নিতে পারতেন, কিন্তু তিনি তা না করে আমাদের মাঝে প্রতিনিয়ত দিনের পর দিন আমাদের পাশে থেকে সাপোর্ট দিয়ে চলেছেন। এখানে আমার অনুভূতি কাজ করে আমার দেখা সেই প্রথম ব্যক্তি স্বার্থ ছাড়া দিনের পর দিন অর্থ মানুষকে দুহাত ভরে বিলিয়ে দেয়। দাদা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আবেগ অনুভূতি ভালোবাসা স্বার্থ কে হার মানায়,আমাদের আবেগ অনুভূতি ও ভালোবাসা দিয়ে দাদাকে কাছে ধরে রাখতে পেরেছি এটা আমাদের বড় পাওয়া।

ধর্মনিরপেক্ষতা

আমার বাংলা ব্লগে কাজের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা সবাই মানুষ এটা আমাদের বড় পরিচয়। জাত-পাত ভুলে গিয়ে সকলের সাথে সোহার্দ্য পূর্ণ আচরণ করা। সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা, কাউকে ছোট না করা।

সৃজনশীল- প্রতিভা

আমার বাংলা ব্লগে কাজের মাধ্যমে সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটেছে আমার। সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ হয়। সৃজনশীল কাজের মাধ্যমে জ্ঞান অর্জন হয়। আমার বাংলা ব্লগে কাজ করার সুবাদে আমি নিত্যনতুন কনটেন্ট তৈরি করতে শিখেছি, আমার বাংলা ব্লগ কাজের মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটেছে বলে আমি মনে করি।

নিয়ম-শৃঙ্খলা

আমার বাংলা ব্লগে কাজের মধ্যে দিয়ে নিয়ম শৃংখলার দিক থেকে আবেগ ও অনুভূতি কাজ করে। আমার বাংলা ব্লগ নিয়ম সংখ্যার দিক থেকে কঠোর কিন্তু আবেগ অনুভুতিও ভালোবাসার দিক থেকে কোমল। আমার বিশেষ অনুভূতি কাজ করে আমার বাংলা ব্লগ কমিউনিটি সুশৃংখল নিয়ম শৃংখলার মধ্যে পরিগণিত। কেউ কাউকে হেয় প্রতিপন্ন, কারোর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, কারো সাথে খারাপ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলোর সুযোগই নেই কারণ আমার বাংলা ব্লগ শুধুমাত্র প্রকৃত মানুষ গুলো নিয়ে কাজ করে।

একতাই বল

আমি আবারো বলতে চাই আমার বাংলা ব্লগে কাজ করে আমি নিজেকে ধন্য মনে করছি, আমি বাঙালি আমি গর্বিত। আমার বাংলা ব্লগ আমাদের সকলের কথা চিন্তা করে একতাই বল হেরোইজম তৈরি করেছে। যা আমাদের একতাই বল হিসেবে কাজ করবে। আমার বাংলা ব্লগ আবেগ, আমার বাংলা ব্লগ ভালোবাসা ,আমার বাংলা ব্লগ মানসিক তৃপ্তি অনুভূতি।

মানুষ মানুষের জন্য

আমি প্রথমেই বলেছি অনুভূতি কখনো লেখালেখি করে বা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। আমার বাংলা ব্লগে অ্যাব চ্যারিটি নামে একটি অ্যাকাউন্ট আছে। এই একাউন্টের কাজ মানুষ মানুষের জন্য। এই একাউন্টের মাধ্যমে" আমার বাংলা ব্লগ "পরিবারের সদস্যদের খারাপ সময়ে পাশে গিয়ে দাঁড়ায়। মানুষ মানুষের জন্য এটাই হওয়া উচিত এবং আমার বাংলা ব্লগে এটাই হয়। আমার গর্ব হয় আমার বাংলা ব্লগে অ্যাব চ্যারিটি অ্যাকাউন্ট আছে।

পরিবার

আমার বাংলা ব্লগ একটি পরিবারের মতো আচরণ করে। আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরেছি এটা আমার ভাগ্য বলে মনে করি। এটা এমন একটি পরিবার প্রতিদিন সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সকলে সকলের খোঁজখবর আদান-প্রদান নিয়ে থাকি। এই খোঁজখবর আদান-প্রদানের মাধ্যমে আমরা এতটাই কাছাকাছি চলে এসেছি যে কেউ কথা বললে বুঝতে পারি কে কথা বলছে ,কোন ভাই কথা বলছে, কোন বোন কথা বলছে। আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে সুখ- দুঃখ ভাগাভাগি করে নিতে পারি একে অপরের সাথে।

বিনোদন

এত কিছুর পরেও আমি বা আমরা কেউ থেমে নেই, আমাদের বিনোদনের সুযোগ আছে পর্যাপ্ত, আড্ডা গান-বাজনা, কবিতা সবকিছু হয় আমাদের মাঝে। বিনোদনের মাধ্যমে আমাদের অবসাদ দূরীভূত হয়। এতে করে মন ও শরীর উভয় ভালো থাকে।

আর্নিং

আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ, তাই ভুলে গেলে তো আর চলবে না, দিনশেষে বা মাসের শেষে এখান থেকে একটা মোটা অংকের টাকা উপার্জিত হয়। এই উপার্জিত অর্থ দিয়ে আমরা কেউ পড়াশোনা করছি, কেউবা পরিবারের সাপোর্ট দিয়ে থাকে, কেউবা শখ পূরণ করছি " আমার বাংলা ব্লগ" এর মাধ্যমে।

দাদার প্রতি আবারও সম্মান প্রদর্শন করছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

IMG_20220328_085337.jpg

আমি@Alamin-Islam , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করার অনুভূতি গুলো ভাগে ভাগে উপস্থাপনা করেছেন। আপনার পোস্ট ভিজিট করে ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থেকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

আপনার সম্পর্কে জেনে এতটাই ভাল লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আপনি আমাদের সবচেয়ে প্রিয় মডারেটর সুমন ভাইয়ের ভাতিজা, সেই সুবাদে আপনার-আমার বাংলা ব্লগে আসেন। তবে আপনি এমনিতে আমার প্রিয় একজন মানুষ, কারণ আপনি খুব ভালো কাজ করেন। যদিও আপনার মত অতটা এগোতে পারেনি। তবে আপনি আপনার অনুভূতি গুলো দারুন লিখেছেন। আমার বাংলা ব্লগে যা যা কিছু আছে সব কিছু নিয়ে খুব ভালো ভাবে আপনি বিশ্লেষণ করেছেন। দাদার কৃতিত্বের প্রতিদান আমরা কেউই দিতে পারব না। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুভূতিগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন।

সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

সকলেই আমার বাংলা ব্লগ কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সকলেই সবার অনুভূতি শেয়ার করেছে খুবই চমৎকার ভাবে। আপনি ও আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো। এত চমৎকার একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

শুরুর দিক থেকেই ছিলাম আমরা ভাইয়া। আপনার ঠিক তিনদিন পরেই আমি আমার বাংলা ব্লগে যুক্ত হয়েছিলাম। আসলে নিঃস্বার্থভাবে এভাবে কাউকে সাপোর্ট দিতে আমি কখনো দেখি নি। দাদা নিঃসন্দেহে পৃথিবীর সেরা মানুষজনের মধ্যে একজন। বিনোদন ও আর্নিং সব যেন আছে আমার বাংলা ব্লগে। সবশেষে আমরা সবাই একটি পরিবার।

আপনি ঠিকই বলেছেন দাদা অনেক ভালো মনের মানুষ, প্রকৃত মানুষ দাদার মাঝে খুঁজে পাই। সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।