আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
হ্যালো বন্ধুরা, শুভ রাত্রির শুভেচ্ছা সকলকে। প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের সাথে আমার উৎশৃংখল বন্ধুদের সাথে উৎশৃংখল ভাবে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
হঠাৎ করেই দুপুরবেলা পাভেল নামে আমার এক বন্ধু আমার ফোনে ফোন দিয়ে বলে বন্ধু আজকে বাহিরে ঘুরাঘুরি করতে হবে রেডি থাকিস। রেডি থাকার কথা বলল এক ঘণ্টা আগে। তাই বলে ফোনটা কেটে দিলো, কি আর করার গোসল করে খাওয়া দাওয়া করে লাল রঙের পাঞ্জাবি পড়ে জামাই সাজবো তখনই আবার ফোন, ফোন দিয়েই বলে তোদের নিয়ে আর চলা যায় না, আমি ডুয়েট এর সামনে আছি তাড়াতাড়ি আয়। সাথে সাথেই আমি আমার রাজু বন্ধুকে ফোন দিয়ে বলি বন্ধু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো ডুয়েট গেটের সামনে আসো। বন্ধু উত্তরে আমাকে বলল , বন্ধু তুই তোর বাসার সামনে অপেক্ষা কর আমি চলে আসছি।
কি আর করার নিশ্চুপ লক্ষ্মী ছেলের মত বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বন্ধু রাজুর আসার খবর নেই, কিন্তু কেন যে খবর নেই তা মনে মনে ভাবছিলাম হয়তো যাঁতাকলে পড়েছে। জাতাকল বলতে আপনারা কি বুঝতে পারছেন?? জাতাকল হলো একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে বা মাধ্যমে কোন দ্রব্য বা বস্তুকে পিসা হয়। আমার বন্ধুর বাসায় আমার বন্ধু ও বন্ধুর স্ত্রী (বান্ধবী) থাকেন।
দাঁড়িয়ে থাকার সময় আমার বন্ধু পাভেল আবারো আমাকে ফোন দিয়ে বলে কইরে কই তুই, আমি উত্তরে বলি আমি তো ডুয়েট গেটের সামনে, তুই কই? আমার বন্ধু বলে আমিও তো ডুয়েট গেটের সামনে, আমি তখন বললাম আচ্ছা দুই মিনিট দাঁড়া আসছি। কিন্তু আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি। তো বন্ধুর আসার আর খোঁজ হলো না, ফোন দিলে ফোন ধরে না, তো আমি একাই ডুয়েট গেটের সামনে কিছু একটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম, কিছুক্ষণ পর দূর থেকে তাকিয়ে দেখি আমার পাভেল বন্ধুর সাথে আরো দুইজন বন্ধু আমার দিকে তাকিয়ে হাসছে, আমি পৌঁছানো মাত্রই আমাকে বলে উঠল চিটারি আর কতদিন করবি, ডুয়েট গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি।
আমি তাদের রাজু বন্ধুর ঘটনাটি খুলে বললাম, খুলে বলা মাত্রই শাহীন বলে উঠলো মেয়েদের তোর সাজুগুজু করতে সামান্য লেট হয় কিন্তু রাজু বন্ধুর তো অনেক দেরি হয় তাই আমি আগে থেকেই তাকে ফোন দিয়ে বের হতে বলেছি। কিন্তু আমার রাজু বন্ধু রেডি হয়ে এখনো আমাদের কাছে পৌঁছাতে পারল না। কি কথা বলা মাত্রই আমার বন্ধু পাভেল রাজু কে একটা ফোন দেয়, রাজু ফোন ধরে বলে 2 মিনিট দাঁড়িয়ে থাক
চলে আসছি। কিন্তু সত্যি বলতে দুই মিনিট আমার ধারণা ছিল না যে কতক্ষণ হতে পারে, 10 মিনিট পার হয়ে গেল কিন্তু রাজু বন্ধু 2 মিনিট হলো না। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম 2 মিনিট কি হয়েছে? উত্তরের শাহিন বলল দুমিনিট হয়নাই 10 মিনিট পার হলো। এ কথা বলা মাত্রই দূর থেকে রাজুকে দেখা যাচ্ছে। আমার বন্ধু রাজু নাদুসনুদুস শান্ত স্বভাবের ছেলে। স্বভাব চরিত্র চালচলন অমায়িক কিন্তু যাতাকল থেকে বেরোতে পারে না।
অবশেষে রাজু আমাদের কাছে পৌঁছাল, পৌঁছানো মাত্রই পাভেল বন্ধু ডুয়েট গেটের সামনে থেকে বাস দাঁড় করালো, কিন্তু কোথায় যাবো কি করবো কোথায় ঘুরবো, কোন কিছুই আমার জানা নেই, বাস দাঁড়
করিয়ে সবাই বাসে উঠে পড়ল এক এক করে, আমিও লক্ষ্মী ছেলের মত বাসে উঠে পড়লাম। বাসে উঠে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি?? উত্তরে দেখি সবাই বলল শীতের কেনাকাটা করতে। আমার খুবই বিরক্ত বোধ হলো, শালারা কয় কি, আমাকে বলল ঘুরতে বের হব, কিন্তু এখন বাসে ওঠে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছে ঈদের কেনাকাটা করতে, কিন্তু আমার তো কিনাকাটা নেই, কি করবো আর বন্ধুদের সাথে তাল মিলিয়ে বাসের মধ্যে বসে আড্ডা দিতে লাগলাম।
রাজু বন্ধুকে বললাম বন্ধু তোর এত দেরি হল কেন? আমার নাদুস নুদুস রাজু বন্ধু আমাকে বলল ফিরতে তো দেরি হবে তাই বাসায় ভালোভাবে বুঝিয়ে আসলাম। বন্ধুরা আপনারা কী কিছু বুঝতে পারলেন?? এরই নাম জাতাকল। তো আমার রাজু বন্ধুর কথায় আমি উত্তরে বললাম বন্ধু মাপ সাপ কি চেয়ে নিয়ে আসছো আগে থেকেই, একথা বলতেই সবাই বাসের মধ্যে রাজুকে নিয়ে একপ্রকার ছিল্লি করতে লাগলাম। অনেক অনেক মজা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া।
এরপর বাসের সুপারভাইজার টাকা নিতে আসলো, আমার বন্ধু পাভেল বলল কত টাকা দিব? বাসের সুপারভাইজার বলল 15 টাকা করে 90 টাকা দেন। আমি তখন বললাম 6 জন 5 টাকা করে 30 টাকা, পাভেল 30 টাকা দিয়ে দে। বাসের সুপারভাইজার ভাই বলে উঠলো ভাই ভাড়া 15 টাকা করে, আমি বললাম ডুয়েট থেকে তো আমাদের ভাড়া বলে দিয়েছে কত টাকা , বলল ভাই ভারা দশ দশ টাকা করে দেন। আমি তখন বললাম ভাড়া তো 10 টাকা করে কিন্তু আপনি 15 টাকা চেয়েছেন, দশ টাকা করে ভাড়া আর আমাদের হাফ ভাড়া তাহলে হয় পাঁচটা করে আপনার ভাড়া হয় 30 টাকা। আমার বন্ধু পাভেল 30 টাকা থেকে আর দশ টাকা দিয়ে 40 টাকা করে সুপারভাইজার ভাইয়ের হাতে ধরিয়ে দিল।
কিছুক্ষণ পরেই গাজীপুর চৌরাস্তা পৌছালাম। পৌঁছানো মাত্রই গাজীপুর চৌরাস্তার আলোকচিত্র মোবাইলে ক্যাপচার করে নিলাম, ক্যাপচার করার প্রধান কারণ ছিল নতুন করে ফ্লাইওভার হচ্ছে চৌরাস্তা দিয়ে। তারপর বন্ধুদের সাথে করে শীতের কেনাকাটা শুরু। কেনাকাটা প্রায় শেষের দিকে সে সময় আসরের আযান হলো। বন্ধুরা সবাই মিলে আসরের নামাজ শেষ করলাম মসজিদে।
নামায শেষ করার পর বন্ধু পাভেল বলল স্যামসাং শোরুমে যেতে হবে, আমি জিজ্ঞেস করলাম কেন? উত্তরে বলল কালাম মোবাইল দেখবে যদি পছন্দ হয় তাহলে কিনবে। কি আর করার লক্ষ্মী ছেলের মত করে বন্ধুদের সাথে শোরুমে দিকে ধাবিত হলাম। শোরুমে যেয়ে মোবাইল বাছাই করতে এতটা সময় হল যে আমার বিয়ে সম্পন্ন করতে অতটা সময় হয় নাই।
শেষ পর্যন্ত মোবাইল ফোন কিনা সম্পূর্ণ হলো।
তারপর আমরা সবাই মিলে ডুয়েট গেট উদ্দেশ্যে রওনা দিলাম। ডুয়েট গেটে পৌঁছায় আমরা অনেক খাওয়া-দাওয়া আড্ডা দিলাম, কিন্তু মাঝখান থেকে আমার বন্ধু রাজু উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল একটি ফোন কলে, ফোন কল টি ছিল আমার বন্ধুর আদরের বউ আমার বান্ধবী। ফোন কলের সাথে সাথে আমার বন্ধু জাতাকল কে কেন্দ্র করে নিজেকে হাজির করল।
Device | realme 8 |
---|---|
Camera | 64 mp |
Photo by | Al-Amin |
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
ধন্যবাদান্তে,,
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
https://twitter.com/Alamini15050207/status/1473749338325073921?t=dTQldnaBPRCeJbi3n7gw7g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ক্যাপশনটা পড়ে বেশ মজা লাগলো ভাইয়া। তবে আমারও মনে হয় যে বন্ধুত্ব মানেই উশৃংখলতা। বন্ধুত্বের মাঝে সবকিছুই চলে। আপনার বন্ধুদের সাথে ঘোরাঘুরি এবং সুন্দর কিছু মুহুর্ত কাটানোর অভিজ্ঞতা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। সুন্দর করে আপনি সবকিছু উপস্থাপন করেছেন।
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে ধন্যবাদ, আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের করে, আমাকে উৎসাহিত করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা পড়ে খুব হাসি পেলো 🤣🤣
আসলে বন্ধুদের নিয়ে ঘুরাঘুরি করলে অনেক ভালো লাগে। আপনার সময়টা অনেক ভালো কেটেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit