আসসালামু আলাইকুম
১৩ই এপ্রিল ২০২২ ইং
ভালোবাসা তুমি মোরে দিও একবার,
আমি তা তোমায় ফিরিয়ে দেবো হাজার শত বার।
আমার বাংলা ব্লগ এর প্রতিটি সদস্য কে জানাই আমার শত শত ভালোবাসা।
আমার সুপার হীরো
প্রতিটি মানুষ এর জীবনে একজন সুপার হীরো থাকে। কেউ বলতে পারবে না যে তার জীবনে সুপার হীরো নেই।কেউ সুপার ম্যান কে সুপার হীরো ভাবে কেউ কেউ স্পাইডার ম্যান, কারো কারো আবার বিভিন্ন মুভির হীরো।সবার মত আমারো একজন সুপার হীরো আছে।আমার সুপার হীরো হয়তো সুপার ম্যানের মত উড়তে পারে না,,আমার সুপার হীরো হয়তো স্পাইডার ম্যানের মত জাল বিছাতে পারে না।আমার সুপার হীরো মুভির হীরোদের মত এত প্রকাশিত নয়,এত পরিচিত নয়।কিন্তু আমার সুপার হীরো আমার পৃথিবী।আমার সুপার হীরো সারা দিন না খেয়ে থাকলেও আমাকে কোনো দিন ক্ষুধার্ত রাখেনি।আমার সুপার হীরো পুরান পুরান পোশাক ধুয়ে পরেছে যে কোনো উৎসবে কিন্তু আমাকে কখনো পুরান পোশাক পড়তে দেইনি।আমার সুপার হীরোর না খুব মিথ্যা বলার অভ্যাস। সে বলে সে নাকি কখন কাদেনি কিন্তু আমি তাকে লুকিয়ে লুকিয়ে কান্না করতে দেখেছি।আমার সুপার হীরো আমাকে আরো বলে তার নাকি কষ্ট হয় না অথচ আমি তাকে সারাদিন কাজ করতে দেখি,ব্যাথা পেলেও চুপ করে দীর্ঘ শ্বাস নিতে দেখি।আমার সুপার হীরো আমাকে এত ভালোবাসা যে সে নিজেকেও ওত ভালো বাসে না।কেউ আমাকে কাদালে বা কষ্ট দিলে আমার সুপার হীরো তাকে ডিসুম ডিসুম দেয়।,,আমার বিপদ আশার আগে আমার সুপার হীরোকে আগে হারাতে হয়। আমার সুপার হীরো সবার কাছে সুপার না হতে পারে কিন্তু সে আমার কাছে সুপার।
সত্যি খুব ভালোবাসি তোমাকে,, তুমি আমার জীবনের সব চাইতে মুল্যবান সম্পদ,,,, আই লাভ ইউ বাবা। আমার সুপার হীরো আমার প্রিয় বাবা।
যে সারা জীবন দিতে শিখেছে নিতে শিখেনি।যত আঘাত করি না কেন।একবার বাবা বলে ডাক দিলে সব কষ্ট ভুলে যায়। তাই সবাই সবার এই সুপার হীরোকে কষ্ট দিও না।যার আছে সে এখন থেকে যত্ন নিতে শিখো, কেননা যার চলে গেছে সে বুঝে, না থাকার এই শূন্যতা। আর যার কাছ থেকে আকাশের তারা হয়ে গেছে সে তার জন্য দোয়া করো,যাতে ওপারে সে ভালো থাকে।
@alaminridoy
আপনার এই সুপার হিরো আমার খুবই ভালো লেগেছে। আপনার পোস্ট টি অসাধারন হয়েছে। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য রাখার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাইনটা পড়ে বেশ মজা পেলাম, চমৎকারভাবে একটা সুপারহিরোর গল্প স্থাপন করেছেন আপনি, আপনার সুপারহিরোর সুপারপাওয়ার না থাকলেও প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তোবা এমন একটা সুপারহিরো রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপনি ঠিক বলেছে,,,আর অনি আমাদের প্রতিনিহত রক্ষা করে যাচ্ছে।ধন্যবাদ আপনার এই ভালো মন্তব্য রাখার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার অ্যাকটিভিটি দেখে সত্যিই আমি হতাশ। আপনি দ্রুত টিকিট কেটে আমাকে মেনশন করবেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit