আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি ভালো ও সুস্থ আছেন। অনেক সুখময়,আনন্দময় সময় কাটাচ্ছেন, আপনাদের জীবনের প্রতিটি মূহুর্ত এমন আনন্দ উল্লাসে কাটুক এই দোয়া করি।
ছোট বেলা থেকে একটা কথা শুনে এসেছি,সমাজের গুরুজনের মুখে,বইয়ের পাতায়,-
সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
জীবনে আজ যৌবনের এই বয়সে এসে এই উক্তির মানে বাস্তবিক ভাবে বুঝতে পারলাম। ছোট বেলার আনন্দ গুলো আজ কেমন জানি হারিয়ে গেছে।আজ মাথার উপর পরিবারের দায়িত্ব এসে দাড়িয়েছে।ছোটবেলাটা কখন যেনো ইতি টেনেছে, তা টের পেলাম না। আজ আর আগের মত ঈদ আসলে মনে খুশি আসে না,মাথা আসে এক যাক চিন্তা। আজ আনন্দ উল্লাসে জন্য নিজের মন মত কোনো প্লান করা সম্ভব হয় না,অন্যের বানানো প্লানিং এ নিজের আনন্দ কে খুজে নিতে হয়। ছোট বেলার মত এখন আর আওমাও করে কান্নাকাটি ও করতে পারি।সবার আড়ালে, খুব গোপনে চোখের পানি আজ বয়ে যায়,, কেউ জানতেও পারে না। আজ ভালো না থাকলেও হাসি মুখে বলতে হয়, ভালো আছি। আসলে ভালো থাকাটাও আজ অন্যের জন্য হয়ে গেছে। এরকম করতে করতে কয়েক বছর পর আরো বয়স বাড়বে তখন আরো দায়িত্ব এসে ভর করবে আমাকে। আগে ভাবতাম মানুষ কেনো কুজো হয়,আসলে বস্তুর চাপের থেকে দায়িত্ব এর চাপ যে অনেক ভারি।যা মানুষকে বুড়ো বয়সে কুজো করে দেয়। এভাবে হয়তো একদিন আমাদের সকলের জীবনের ইতি টানা হয়ে যাবে।তবে এর মাঝে থাকা দীর্ঘশ্বাস টার কথা কেউ কোনো দিন জানবে না।
সবশেষে, আমি সকলের কাছে ক্ষমা প্রাথী,,আমি ঈদের ব্যস্ততা ও গ্রামের আসার কারনে এবং আমার নতুন বাড়ির কাজ ধরার এবং বিশেষ করে আমাদের গ্রামে নেটওয়ার্ক সমস্যার কারনে দীর্ঘদিন পর্যন্ত আমি পোস্ট লেখার এবং কারো পোস্ট পড়ার ও কমেন্ট করার সুযোগ, সময়, কোনোটি পাই নি।এরজন্য আমাকে সকলে কাছে ক্ষমার দৃস্টিতে দেখবেন।আশা করি গ্রাম থেকে শহরে ফিরে আবারো সঠিক ভাবে নিয়মিত হতে পারবো।
সবশেষে, আমি সকলের কাছে ক্ষমা প্রাথী,,আমি ঈদের ব্যস্ততা ও গ্রামের আসার কারনে এবং আমার নতুন বাড়ির কাজ ধরার এবং বিশেষ করে আমাদের গ্রামে নেটওয়ার্ক সমস্যার কারনে দীর্ঘদিন পর্যন্ত আমি পোস্ট লেখার এবং কারো পোস্ট পড়ার ও কমেন্ট করার সুযোগ, সময়, কোনোটি পাই নি।এরজন্য আমাকে সকলে কাছে ক্ষমার দৃস্টিতে দেখবেন।আশা করি গ্রাম থেকে শহরে ফিরে আবারো সঠিক ভাবে নিয়মিত হতে পারবো।
সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য
আসলে বাস্তবতা অনেক কঠিন প্রত্যেকটা মানুষের জীবনে অন্তর্নিহিত গল্প লুকিয়ে থাকে। এমন কিছু গল্প থাকে যে গুলো কারো সাথে শেয়ার করা যায় না নিজেকেই সেগুলো সামাল দিতে হয়। আর জীবনের এক সময় অনেক বড় চাপ চলে আসে যেটা নিজেকেই সেই চাপ থেকে মুক্ত পাওয়ার চেষ্টা করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হিম ভাইয়া।ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তবমুখী একটি পোস্ট শেয়ার করেছেন আপনি, আসলে অনেক সময় নিজেকে ব্যথিত করেও অন্যকে সুখী করতে হয়। আর এটাই হচ্ছে চরম বাস্তবতা। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপনি আমার পোস্টি পড়েছেন জেনে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভাল লেগেছে আপনার এত সুন্দর পোস্ট করে। বাস্তব জীবনের কিছু বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন খুব সাবলীল ভাষার মধ্য দিয়ে। তাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি শুধু চেস্টা করছি মাত্র বাকিটা আপনাদের ভালোবাসা ও সাপোর্ট
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit