দিন মজুর ||আলামিন রিদয় ||১০%বেনিফিট লাজুক খ্যাক এর জন্য ও ৫%বেনিফিট এবিবি স্কুলের জন্য

in hive-129948 •  3 years ago 


আসসালামু আলাইকুম

২০শে এপ্রিল ২০২২ইং
৭তে বৈশাখ ১৪২৯

কেমন আছেন সবাই আশা করি ভালো ও সুস্থ আছেন।

হে আমার বাংলা ব্লগের পথিক
তুমি যে পথ পারি দিচ্ছো,
আমি সেই পথেরি পথিক।
তাই ইক্টু দাড়াও আমায়
তোমার সঙ্গে নেও
হতে পারে আমি তোমার কাজে আসবো
আর তুমি আমার কাজে।

আজ আপনাদের মাঝে সেয়ার করবো দিন মজুরি ব্যাক্তিদের জীবন নিয়ে।

দিন মজুর

labour-day-g6e98c0334_1280.png
Source

দিন মজুর বলতে আমরা যে দিন আনে দিন খায় তাকেই বুঝি।অথ্যাৎ যে ব্যাক্তি দৈনিক হাজিরায় কাজ করে তাকেই দিন মজুর বলে।

আজ আমাদের এই বিশ্ব এতো সাজানো গুছানোর পিছনে এই শ্রমিকদের অবদান অপরিহার্য। কারা এই দিন মজুর, সাধারণ আমাদের দেশের রাজমিস্ত্রী,রিক্সাচালক, কলি,ইত্যাদি। আজ সেই দিন মজুররা আছে বলেই আমরা এত বড় বড় দালান কোঠা তৈরি করতে পারছি।আজ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছি।এছাড়াও আমাদের প্রতিটি কাজ তাদের হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ হয় না।

labour-g09a2e6fa2_1920.jpg
Source

একজন দিন মজুর তার পরিশ্রম অনুযায়ী খুবই অল্প টাকা পারিশ্রমিক পায়। তবু তাদের কোনো অধিক চাহিদা থাকে না। অল্প টাকা টাকায় তারা তাদের পরিবার নিয়ে খুশি থাকে।ইক্টু ইক্টু করে তাদের সকল ইচ্ছা পূরন করে। তাদের স্বপ্ন বলতে তিন বেলা দুই মুঠো খাবার, বাসস্থান,আর সন্তান দের মানুষের মত মানুষ করা। পরিবারকে কোনো রকম ভালো রাখার মধ্যে এরা এদের শান্তি খুজে বেরায়।

worker-g1eb3bb9da_1280.png
Source

কিন্তু আজ সমাজে উচ্চস্থরের কিছু মানুষ আজ এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে। তাদের পারিশ্রমিক ঠিক মত দেয় না। আজ তাদের সম্মান করতে আমাদের বিবেকে বাধে।আজ আমরা উচ্চস্তরের লোকদের দেখলে সম্মানের কোনো কমতি রাখি না।কিন্তু জীবনের আসল হীরোদের আমরা কোনো মর্যাদা দেয় না।তাদের কষ্ট ব্যথায় বুঝার মত কেউ নেই আজ।তাদের এই মনের কষ্ট গুলো তাদের মাঝেই একদিন শেষ হয়ে যায় তাদের সাথে।তাই আমাদের উচিত সমাজের এই সকল মানুষকে ভালোবাসা, সম্মান করা।তাদের পাশে থাকা। তাদের খোজ খবর রাখা।আসুন নিজে এই ব্যাপারে সচেতন হই অন্যেকে সচেতন করি।

জানি না কতটুকু বুঝাতে পেরেছি। পাশে থেকে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে উৎসহীত করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শ্রমিকদের পরিশ্রমের কারনেই সমাজে আজ উচু উচু দালান কোঠা তৈরি হয়েছে। তাদের পরিশ্রম সর্বত্রই কৃষি থেকে শুরু করে অট্টালিকা পর্যন্ত তৈরি শ্রমিকদের পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন হয় তাই আমাদের উচিত তাদের এই পরিশ্রমের যথাযথ মূল্য পরিশোধ করা এবং তাদের সাথে সদ্ব্যবহার করা। একজন শ্রমজীবী মানুষ সারাদিন পরিশ্রম করার পর যে টাকা উপার্জন করে তাদের পরিবারের স্বচ্ছলতা খুঁজে বেড়ায়। পরিবারের সম্পূর্ণ চাহিদাগুলো মিটাতে না পারলেও পরিবারের হাসিটা তাদের কামনা। এরকম একটি সুন্দর উৎসাহ মূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য।