### ভাই বিশ্বাস করেন "ফ্রিল্যান্সিং মানেই ধান্ধাবাজি"

in hive-129948 •  4 years ago 

আপনি যদি আশা করেন কোন রকম একটা ল্যাপটপ কিনে , ২-৪ টা ভিডিও দেখে , মার্কেটপ্লেসে একাউন্ট খুলেই কাজ শুরু করে দিবো - তাহলে কিছুদিন এদিক সেদিক লাফালাফি করে ঠিক ই আপনার মনে হবে এই টা একটা ধান্ধাবাজি ব্যবসা ।
.
আরেকদল তো আরও দুই পা এগিয়ে, "গ্যারান্টি সহকারে প্রথম মাস থেকেই আর্নিং" এই লোভে দৌড়ে গিয়ে ভর্তি হবে ভিবিন্ন স্যারের কোর্সে - এর পর ৬ মাস পর এসে ভিবিন্ন গ্রুপে কান্নাকাটি করবে এইটা দেয় নাই, সেই টা দেয় নাই , প্লিজ ভাই বিচার করে দেন, আমি আমার মায়ের গয়না বিক্রি করে কোর্স ফি দিয়েছিলাম - ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেন ভাই, যদি ১-২ মাসেই সফল হওয়া যেতো তাহলে আপনি এতো কস্ট করে ২০-২৫ বছর লেখাপড়া কেন করলেন ? মাথায় কি সামান্য বুদ্ধিও হয় নাই ?? দুনিয়া কি এতোই সস্তা?? টাকা কামানো কি এতোই সহজ? জ্বি সহজ- কিন্তু সেই টা একটা নির্দিষ্ট পজিশনে যাওয়ার পর, কিন্তু ঐ পজিশনে যাওয়ার জন্য তো আপনার ঐ পরিমান শ্রম, ধহ্য , আর আগ্রহ নিয়ে কাজ করে যেতে হবে । এই টা কি ১-২ মাসেই সম্ভব ? আপনার বিবেকে কি বলে ??
.
৩০ বছর পড়ালিখা করার পরও কেউ গ্যারান্টি দিতে পারে না আপনি কত টাকা ইনকাম করবেন, কিন্তু কিছু পাবলিক গ্যারান্টি দিয়ে দেয় আর সেই সব দেখে আপনারা দৌড়ে কোর্সে ভর্তি হয়ে যান, ব্যার্থ হয়ে দিন শেষ "ফ্রীল্যান্সিং পেশাকেই ধান্ধাবাজি ব্যবসা বলে গালি দেন । কিন্তু বুঝেন ই না যে "ফ্রীল্যান্সিং জাস্ট একটা পেশার নাম" এইটা কোন কাজ না ।
.
ফ্রীল্যান্সিং করতে হলে আপনাকে ধহ্য, পরিশ্রম এবং আগ্রহ সহকারে মিনিমাম ১ বছর দিন রাত লেগে থেকে যেকোন একটা কাজে দক্ষতা অর্জন করতে হবে । ঐ কাজগুলো কীভাবে হয় , কেন হয় , এই কাজগুলো যারা আপনাকে দিয়ে করাবে তাদের কি লাভ হবে তা আপনাকে বুঝতে হবে । কারন কারোর লাভ ছাড়া এমনি এমনি আপনাকে টাকা দিবে না । আপনি কাউকে এমনি এমনি কোন টাকা দিয়েছেন বা দেন ?? এই টা ভাববেন না যে, মার্কেটপ্লেসে একাউন্ট খুলবেন আর কোন রকম কাজ ডেলিভারি দিয়ে দিবো তাহলে টাকা পেয়ে যাবো । এই টা সুধু দুঃস্বপ্নই থেকে যাবে।

58.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনি নিজের ছবি দিয়ে একটি পরিচয়মূলক পোস্ট করুন।

100% plagiarism

Source : https://www.facebook.com/groups/webinartanu/permalink/3470630263040474/?app=fbl

আপনার পরিচয় নিশ্চিতকরণের জন্য আপনাকে সর্বপ্রথম একটি পরিচয় মূলক পোস্ট এই কমিউনিটিতে প্রকাশ করতে হবে। আপনি এই পোস্টটি সম্পূর্ণ copy/paste করেছেন। এই লেখাগুলোর প্রধান Author যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই সে বিষয়গুলো বর্ণনা করুন এবং আমার কমেন্টে তার প্রমাণ দিন। বিস্তারিত জানতে এবং যেকোনো ধরনের প্রশ্ন করতে আমাদের Discord সার্ভারের জয়েন করুন ।

https://discord.gg/VtARrTn6ht