আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি জীবন এক ধরনের প্রতিযোগিতা নিয়ে আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!
জীবন এক ধরনের প্রতিযোগিতা। আমাদের প্রতিনিয়ত দৌড়াতে হয় বাস্তবতা আমাদের নতুন নতুন অভিজ্ঞতা দেয় এবং সবকিছু নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। এই প্রক্রিয়ায় আমরা নিজেদেরকে প্রতিনিয়ত পরিবর্তন করতে বাধ্য হই কখনো স্বার্থের কারণে আবার কখনো সম্পর্কের তাগিদে। এই পরিবর্তন কেবল বাইরের জগৎ নয়, আমাদের ভিতরেও ঘটে যা আমাদের ব্যক্তিত্ব, মনোভাব, এবং জীবনের দৃষ্টিভঙ্গিকে গড়ে তোলে।
জীবনের শুরু থেকেই আমরা এক ধরনের দৌড়ের মধ্যে পড়ে যাই। জন্ম থেকে শুরু করে শিক্ষা, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন প্রতিটি পর্যায়ে আমাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। প্রথম থেকেই আমরা অন্যদের চেয়ে ভালো হওয়ার চেষ্টায় থাকি বাবা-মায়ের প্রত্যাশা পূরণ করতে চাই স্কুলের পরীক্ষায় ভালো করতে চাই এবং কর্মজীবনে সফল হওয়ার প্রতিযোগিতায় নামি। এই প্রতিযোগিতার কারণে আমরা কখনো কখনো নিজেদের স্বার্থকে গুরুত্ব দিই। বাস্তবতা হলো জীবনের এই প্রতিযোগিতা থামানোর কোনো সুযোগ নেই। আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি কারণ আমরা থেকে গেলেও জীবন কখনও থেমে থাকবে না। আমাদের চাহিদা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা এগিয়ে চলার প্রেরণা জোগায়।
এই প্রতিযোগিতা শুধু নিজের স্বার্থের জন্য নয়। জীবনে আমরা যখন নতুন মানুষদের সাথে সম্পর্ক তৈরি করি তখন তাদের সঙ্গেও প্রতিযোগিতার এক ধরনের অনুভূতি জন্ম নেয়। আমরা সম্পর্কের মধ্যে নিজেদেরকে বারবার নতুনভাবে উপস্থাপন করতে চাই। একটি পরিবারে বেঁচে থাকা কিংবা একজন বন্ধুর সাথে সম্পর্ক বজায় রাখা এগুলোর মধ্যে থেকেও আমাদের পরিবর্তিত হতে হয়। কখনো কখনো সেই পরিবর্তন হয় ভালোর জন্য, আর কখনো কখনো সেটি হয় শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। আমরা নিজেদের ইচ্ছাকে পেছনে রেখে অন্যের ইচ্ছা মেনে নিতে বাধ্য হই কিন্তু এই পরিবর্তনগুলোই আমাদের ভেতর একটি কষ্টের সৃষ্টি করে কারণ কখনো কখনো আমরা আমাদের নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলি।
জীবনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলতে চলতে আমরা শিখি কষ্টের মানে। যখন আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হই তখন সেই কষ্ট আমাদের গভীরে ঢুকে যায়। আমাদের মনে প্রশ্ন ওঠে "আমি কি কখনো সফল হতে পারব?" এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা আরও হতাশ হয়ে পড়ি কিন্তু বাস্তবতা হলো এই কষ্টের মূহুর্তগুলো আমাদের জীবনের একটি অংশ। যতই আমরা দৌড়াই ততই এই কষ্টের সাথে আমাদের পরিচয় হয়। আমরা শিখতে শুরু করি যে জীবনের প্রতিটি পর্যায়েই কিছু না কিছু হারাতে হয় কিছু না কিছু ছেড়ে দিতে হয়। যখন আমরা আমাদের স্বার্থের জন্য নিজেদের পরিবর্তন করি তখনও সেই কষ্ট আমাদের ভেতর থেকে তাড়া করে। আমরা নিজেদেরকে বারবার প্রশ্ন করি "আমি কি ঠিক করছি?"
জীবনে সম্পর্কের ক্ষেত্রে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অনেক সময় আমাদের নিজেদের ইচ্ছাকে পেছনে রাখতে হয়। আমরা আমাদের স্বপ্নগুলোকে স্থগিত রাখি আমাদের চিন্তাভাবনাকে বদলাই শুধুমাত্র একটি সম্পর্ককে রক্ষা করার জন্য কিন্তু এই প্রক্রিয়ায় আমরা অনেক সময় আমাদের আসল সত্তাকে হারিয়ে ফেলি। একটি সম্পর্কের টানাপোড়েনে অনেক কষ্ট জমা হয়। আমরা যখন কাউকে ভালোবাসি তখন সেই ভালোবাসার প্রভাব আমাদের জীবনের প্রতিটি অংশে পড়ে। আমরা নিজেদের পরিবর্তন করি কিন্তু সেই পরিবর্তন সবসময়ই সুখকর হয় না। প্রতিটি পরিবর্তন প্রতিটি হারানো মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিযোগিতায় আমরা শুধু দৌড়াতে পারি কিন্তু কখনো পুরোপুরি সফল হতে পারি না।
জীবন মানেই প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কখনো সুখের কখনো কষ্টের। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে বদলাই স্বার্থ এবং সম্পর্কের জন্য। এই পরিবর্তনগুলো কখনো কখনো আমাদের গভীর বেদনায় ডুবিয়ে দেয়। কিন্তু জীবনের এই বাস্তবতা মেনে নিতেই হয়। আমরা যখন অতীতের দিকে ফিরে তাকাই, তখন বুঝতে পারি জীবনের প্রতিটি কষ্টই আমাদের আরও শক্তিশালী করে তুলেছে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন, জীবন হচ্ছে প্রতিযোগিতা। আমাদের জীবনে প্রতি মুহূর্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে অতিবাহিত হয়। জীবনে বাধা বিপত্তি আসে এই বাধা বিপত্তি কে অতিক্রম করে ধৈর্য সহকারে পরিশ্রমের সহকারে সাফল্যের দিকে এগিয়ে যেতে হয়। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলব ভাই সকাল ৮ থেকে রাত্র ১০ টা পর্যন্ত ছুটতেই আছি। এই অভিজ্ঞতা থেকেই পোস্টটি লিখেছি। আমার পোষ্টটি মনযোগ দিয়ে পড়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সত্যিই জীবন হল একটা বড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা জয়ী হবে তারাই জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং বাকিরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোষ্টটি মনযোগ দিয়ে পড়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। জীবন কখনও থেমে থাকবে না সে তো চলতেই থাকবে তাই আমাদেরও চলমান থাকতে হবে না হলে জীবনে পিছিয়ে পড়তে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit