আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি অতীতের সীমানায় দাঁড়িয়ে (জীবনের গল্প) নিয়ে আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!
জীবনের প্রতিটি মানুষই একসময় অতীতের সীমানায় দাঁড়িয়ে তার জীবনের গল্পকে পেছন ফিরে দেখে। সেই স্মৃতি, সেই সময়গুলো যখন আমরা হেসেছি, কেঁদেছি সফলতা ও ব্যর্থতার মাঝে ঘুরপাক খেয়েছি সবটাই যেন এক অদ্ভুত গল্প হয়ে দাঁড়ায়। সময়ের চাকা যতই ঘুরে যাক অতীতকে ভুলে থাকা সম্ভব নয় বরং অতীতের সেই গভীর বেদনা, কষ্ট এবং অসম্পূর্ণতা মাঝে মাঝে আমাদের আজকের জীবনে বড় একটা ছাপ ফেলে যায়। আমার জীবনের গল্পও এর থেকে ভিন্ন কিছু নয়। সেই শৈশবের মিষ্টি মুহূর্তগুলো, কৈশোরের স্বপ্নমাখা দিনগুলো এবং তার পরবর্তীতে আসা কষ্ট গুলো সবকিছুই মিলেমিশে এক অদ্ভুত আবেগের মোড়কে বাঁধা পড়ে আছে।
শৈশবের দিনগুলোতে যেন আমাদের কোনো চিন্তাই ছিল না। আমাদের ছোট ছোট আনন্দ, নিত্যনতুন খেলা, স্কুলের পড়া, মা-বাবার আদর সবকিছুই ছিল এক মায়াময় জীবন। সেই দিনগুলোতে কষ্ট শব্দটার মানেই ছিল না। আমরা যেন হাসতেই জানতাম পৃথিবীটা আমাদের জন্য ছিল অনেক সহজ কিন্তু সময়ের সাথে সাথে শৈশবের সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে যায়। শৈশব থেকে কৈশোরে পা রাখার সঙ্গে সঙ্গেই জীবনের সুর বদলে যেতে শুর করে।
কৈশোরের সময়টা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং কষ্টমাখা সময়। নতুন স্বপ্ন, নতুন চাওয়া, নতুন দুনিয়া দেখার ইচ্ছে আমাদের মনকে ভরিয়ে তোলে। বন্ধুদের সাথে নতুন অভিজ্ঞতা, জীবনের কঠিন পথে পা রাখা সবই যেন আমাদের জন্য এক নতুন ধাঁধা। তবে সেই স্বপ্নের ভেতরও লুকিয়ে থাকে হতাশা আর কষ্টের ছাপ। আমার ক্ষেত্রেও তাই ঘটেছিল। কৈশোরের দিনগুলোতে আমি জীবনের প্রথম সত্যিকারের কষ্টের সম্মুখীন হই। একে একে স্বপ্নগুলো যখন বাস্তবতায় বদলে যেতে শুরু করলো তখন আমি বুঝতে পারলাম জীবনের পথে এগিয়ে যেতে গেলে অনেক কিছুই ছেড়ে দিতে হয়। বন্ধুদের সাথে বিচ্ছেদ আর স্বপ্নের অপূর্ণতা এসবই আমার জীবনের অংশ হয়ে দাঁড়ায়।
জীবনের অনেক উত্থান-পতনের পর যখন আমরা অতীতের দিকে ফিরে তাকাই তখন আমরা দেখতে পাই কতোটা কষ্ট ও বেদনার ভেতর দিয়ে আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি। জীবনের সেই সব মূহুর্তগুলো যখন আমরা অপূর্ণ স্বপ্নের জন্য কেঁদেছি, প্রিয় মানুষদের হারিয়েছি, কিংবা জীবনের প্রতিটি পদক্ষেপে হতাশ হয়েছি সেসব স্মৃতিই আজ আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। আমার জীবনের এক বড় ঘটনা ছিল একজন খুব কাছের বন্ধুকে হারানোর কষ্ট। তার সাথে কাটানো প্রতিটি মূহুর্তই ছিল অমূল্য কিন্তু সে একদিন যখন এই পৃথিবী ছেড়ে চলে গেল তখন আমি বুঝতে পারলাম জীবনের কিছু মুহূর্ত আমরা কখনোই ফেরত পাবো না। সেই শূন্যতা আমাদের সারাজীবন ভর করেই থাকে।
অতীতের সেই সব বেদনার মুহূর্তগুলো আমাদের জীবনের গতি থামিয়ে দেয় কিন্তু আমরা যদি সেখানে আটকে যাই তাহলে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব। জীবনের প্রতিটি কষ্ট আমাদের আরও শক্তিশালী করে তোলে আর নতুন পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অতীতের সেই স্মৃতি, সেই কষ্ট আমাদের শিখিয়ে দেয় জীবনের কোনো এক সময়ে আমাদের নতুন করে শুরু করতে হবে। যদিও অতীতের বেদনা কখনো পুরোপুরি মুছে যায় না তবুও আমরা আমাদের হৃদয়ে সেই স্মৃতিগুলো ধরে রাখি। অতীতের সীমানায় দাঁড়িয়ে আমরা বর্তমানকে বুঝতে পারি এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পাই।
আমাদের জীবনের প্রতিটি ধাপই এক এক করে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যায়। অতীতের সেই সব ভুল, কষ্ট, এবং অপূর্ণতাগুলো আমাদের আজকের এই মানুষ করে তোলে। অতীতের সীমানায় দাঁড়িয়ে আমরা আজকে নিজের জীবনের মানে বুঝতে পারি এবং আগামীকালকে আরও উজ্জ্বল করে তুলতে পারি।
আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।