খারাপ কে কখনো খারাপ দিয়ে ভাল করা যাই না।

in hive-129948 •  13 days ago  (edited)

বিসমিল্লাহির রহমানির রহিম

আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি খারাপ কে কখও খারাপ দিয়ে ভাল করা যাই না নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

খারাপকে খারাপ দিয়ে কখনো ভালো করা যায় না। এ প্রবাদটি আমাদের জীবনে বহুবার প্রমাণিত হয়েছে। মানুষ স্বভাবতই ভুল করতে পারে এবং তার ভুল আচরণ অনেক সময় আমাদের মন খারাপ করতে পারে। কিন্তু খারাপের বদলে খারাপ করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে বরং, খারাপকে ভালো দিয়ে ঠিক করা সম্ভব। একজন মানুষ যখন ভুল করে, তখন তার ওপর রাগ করা বা খারাপ আচরণ করা তাকে আরও প্রতিক্রিয়াশীল করে তুলতে পারে। পক্ষান্তরে, ভালো আচরণ তাকে নিজের ভুল বুঝতে সাহায্য করে।

good-1123013_1920.jpg

Image Source

আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আমরা খারাপ ব্যবহার বা অপমানজনক আচরণের সম্মুখীন হই। এটি হতে পারে কর্মস্থলে, বাসায়, বন্ধুদের মধ্যে বা এমনকি জনপরিসরে। যখন আমরা কারো কাছ থেকে খারাপ ব্যবহার পাই, তখন স্বাভাবিকভাবেই আমরা প্রতিক্রিয়াশীল হয়ে উঠি এবং খারাপের জবাব খারাপ দিয়ে দেওয়ার ইচ্ছা জাগে কিন্তু বাস্তবে এই প্রতিক্রিয়া সমস্যার সমাধান করে না বরং পরিস্থিতি আরও জটিল করে তোলে। আপনি কর্মস্থলে এক সহকর্মীর কাছ থেকে খারাপ আচরণ পেলেন। হয়তো তিনি আপনার কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অথবা অযথা আপনাকে অসম্মান করেছেন। এমন পরিস্থিতিতে আপনি যদি পাল্টা অপমান করেন বা খারাপ ব্যবহার করেন, তাহলে সম্পর্ক আরও খারাপ হতে পারে এবং পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। এ জন্য সব সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থীতির মোকাবেল করিতে হইবে। কোন ক্রমে মাথা গরম করলে চলবে না। ভাল ব্যবহার দিয়েই সব ঠিক করিতে হইবে।

একজন মানুষ যখন ভুল করে বা খারাপ আচরণ করে, তখন তার সাথে ভালো ব্যবহার করলে সে নিজের ভুল বুঝতে পারে এবং অনেক সময় তার আচরণ পরিবর্তন করে। একবার গান্ধীজির কাছে একজন মানুষ এসে তাকে অপমান করেছিল এবং খারাপ আচরণ করেছিল। গান্ধীজি সেই ব্যক্তির প্রতি বিনয়ের সাথে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তার ব্যবহার ঠিক করে দিয়েছিলেন। পরবর্তীতে সেই ব্যক্তি নিজের আচরণ নিয়ে অনুতপ্ত হয়েছিলেন এবং গান্ধীজির কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন।

মানুষের সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ভিত্তিতে। কোনো সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুই পক্ষ একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে এবং ভালো আচরণ করে। খারাপ ব্যবহার সম্পর্ককে ভেঙে দিতে পারে, কিন্তু ভালো আচরণ তা ঠিক করে দিতে পারে। ধরুন আপনি পরিবারের কোনো সদস্যের সাথে মনোমালিন্যতে জড়িয়ে পড়েছেন। হয়তো তারা আপনাকে ভুল বুঝেছেন বা খারাপভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। এমন পরিস্থিতিতে আপনি যদি তাদের প্রতি ভালো ব্যবহার করেন, তাদের কথা শোনেন এবং নিজের দৃষ্টিকোণ বুঝিয়ে বলেন, তাহলে সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে।

খারাপ আচরণে প্রতিক্রিয়া জানানো সহজ, কিন্তু ভালো আচরণ করা কঠিন। এর জন্য প্রয়োজন ধৈর্য এবং সহনশীলতা। আপনি যখন খারাপের বদলে ভালো ব্যবহার করেন, তখন আপনি নিজেকে আরও শক্তিশালী করে তোলেন এবং আপনার চরিত্রের দৃঢ়তা প্রকাশ পায়।
খারাপের প্রতি ভালো ব্যবহার শুধুমাত্র অন্যদের ভালো করতে সাহায্য করে না বরং এটি আমাদের নিজেদের মনকে শান্ত রাখে। আমরা প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের চারপাশের পরিবেশকে ইতিবাচক রাখতে পারি।

তাই, যখনই আপনি কোনো খারাপ ব্যবহার বা অপমানের সম্মুখীন হবেন, তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং সেই ব্যক্তিকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন। আপনি দেখবেন, আপনার ভালো ব্যবহারের ফলশ্রুতিতে সেই ব্যক্তির আচরণে পরিবর্তন আসবে এবং পরিস্থিতি অনেক সুন্দর হবে। জীবনে সব সময়ই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে। কিন্তু সেটির জবাব খারাপ দিয়ে দিলে কোনো লাভ নেই। বরং খারাপকে ভালো দিয়ে মোকাবিলা করাই সত্যিকারের শক্তি এবং বুদ্ধিমত্তার পরিচয়। আপনি যখন ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করবেন, তখন দেখবেন তারাও আপনার প্রতি ভালো আচরণ করতে শুরু করবে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনার পোস্টের টাইটেলে ভুল আছে। কখনো হবে। পোস্টের টাইটেল ঠিক করে নিবেন। এটা অবশ্য ঠিক বলেছেন খারাপ মানুষগুলো কখনোই ভালো হয় না। তবে সে যদি নিজেকে পরিবর্তন করতে চায় তাহলেই সেটা সম্ভব হয়।

জি ভাই ঠিক করে নিয়েছি। মানুষ কখনও খারাপ হয় না, তার অভ্যাসগুলি খারাপ হয়। তাই চাইলে সে নিজেকে পরিবর্তন করতে পারে। ধন্যবাদ সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য।