আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টের মাধ্যমে আমি লেভেল ০২ থেকে আমার অর্জন নিয়ে আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!
গত ০৪/১০/২০২৪ ইং তারিখে আমাদের লেভেল ০২ এর ক্লাস করানো হয়। দাদা অত্যান্ত সুন্দরভাবে আমাদের স্টিমিট এর সিকিউরিটি এবং বিভিন্ন “কি” এর ব্যাবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রায় ৫০ মিনিট ধরে তিনি আমাদের উক্ত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। আমি উক্ত ক্লাস থেকে স্টিমিট এর সিকিউরিটি এবং বিভিন্ন “কি” এর ব্যাবহার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। এ জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে বিষয়টি বোঝানোর জন্য। নিন্মে আমি লেভেল ০২ এর প্রশ্নের উত্তর লিখবো। যদি কোন ভুল হয়ে থাকে দয়াকরে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রশ্ন : ০১। Posting key এর কাজ কি?
Posting key আমরা শুধুমাত্র স্যোশাল একটিভিটির জন্য ব্যবহার করিতে পারিব এর বাইরে কোন কাজ আমরা এই key দিয়ে করিত পারিব না। তাই এই key এর গুরুত্ব তেমন বেশি নয়। এই key দিয়ে আমরা যে কাজ গুলি করিতে পারিব সেটা নিম্ন দেওয়া হল।
Posting key দিয়ে আমরা পোস্ট ও কমেন্ট করিতে পারিব।
Posting key দিয়ে আমরা পোস্ট ও কমেন্ট এডিট করিতে পারিব।
Posting key দিয়ে আমরা আপভোট ও ডাউনভোট দিতে পারিব।
Posting key দিয়ে আমরা কোন পোস্ট রিস্টিম করিতে পারিব।
Posting key দিয়ে আমরা কাউকে ফলো ও আনফলো করিতে পারিব।
Posting key দিয়ে আমরা অনাকাঙ্খিত একাউন্ট মিউট করিতে পারিব।
প্রশ্ন : ০২। Active key এর কাজ কি?
Active key দ্বারা আমরা যাবতীয় আর্থনৈতিক কাজ কর্ম এবং লেনদেন সম্পর্কিত কাজ করিতে পারিব। যেমন ধরুন এই key দিয়ে আমরা স্টিম ট্রান্সফার করিতে পারিব, পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন করিতে পারিব, উইটনেস ভোট দিতে পারিব, নতুন ইউজার এবং নতুন একাউন্ট তৈরি করিতে পারিব। এই key দিয়ে যেহেতু আমরা আমাদের সম্পদ বা অর্থ লেনদেন করিতে পারিব তাই এই key অত্যান্ত যত্ন সহকারে সংরক্ষন করিতে হইবে।
প্রশ্ন: ০৩। Owner key এর কাজ কি?
Owner key দ্বারা আপনার একাউন্টের মালিকানাকে বুঝিয়ে থাকে। আপনি স্টিমিটের যে একাউন্টের মালিক সেটা আপনার Owner key এর মাধ্যমে প্রমানিত হবে। ধরুন আপনি এস,এস,সি পাশ করেছেন এরপর আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে আর আপনি এই সার্টিফিকেট দিয়ে প্রমান করতে পারবেন যে আপনি এস,এস,সি পাশ করেছেন। Owner key কে এই সার্টিফিকেট এর সাথে তুলনা করা যাই। কোন কারনবশত যদি আপনার পোস্টিং কি এবং একটিভ কি হারিয়ে যাই তাহলে আপনি এই কি দিয়ে সেটাকে রিসেট করিতে পারিবেন এমনকি আপনি এই কি দিয়ে Owner key ও রিসেট করিতে পারিবেন। এই কির মাধ্যমে আপনি একাউন্ট রিকোভারি করিতে এবং ভোটিং অধিকার প্রত্যাখ্যান করিতে পারিবেন।
প্রশ্ন: ০৪। Memo key এর কাজ কি?
Memo key দ্বারা আমরা এনক্রিপ্ট র্বাতা পাঠাতে এবং পড়তে পারি। যদি কেউ আপনাকে কোন এনক্রিপ্ট বার্তা পাঠায় তাহলে এই কি দ্বারা সেই র্বাতা পড়া যাবে এবং কোন এনক্রিপ্ট র্বাতা পাঠাতে গেলেও এই কি এর প্রয়োজন হবে।
প্রশ্ন : ০৫। Master password এর কাজ কি?
স্টিমিটে একাউন্ট করার সাথে সাথেই আমরা একটি মাস্টার পাচওয়ার্ড পেয়ে থাকি এর পার্চওয়ার্ড এর গুরুত্ব স্টিমিটে সব চেয়ে বেশি তাই এটাকে অত্যান্ত গুরুত্বসহকারে সংরক্ষন করিত হইবে। অন্যান্য কি গুলি রিসেট করার জন্য এবং একাউন্ট রিকোভারি করার জন্য ও এই মাস্টার পাচওয়ার্ড ব্যবহার করা হয়।
প্রশ্ন : ০৬। Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্লান কি?
মাস্টার পাচওয়ার্ড দিয়ে স্টিমিটের যাবতীয় কাজ সহজে করা যাই তাই এই কি এর গুরুত্ব অনেক বেশি তাই এই ''কি'' হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনার একাউন্ট হ্যাক হতে পারে তাই এটাকে পিডিএফ ফাইল হিসাবে পাচওয়ার্ড দিয়ে লক করে রাখা যেতে পারে। যদি কেউ এটি চুরিও করে তাবে এটি ওপেন করতে হলে নতুন করে আরও একটি পাচওয়ার্ড চাইবে। একটি ডাইরিতে এটাকে সুন্দর করে লিখে রাখা যেতে পারে অথবা একটি প্রিন্ট কপি রাখা যেতে পারে। গুগোল ড্রাইভে ও এটা সংরক্ষন করা যেতে পারে তবে এক্ষেত্রে কিছুটা রিস্ক থাকে।
প্রশ্ন : ০৭। Power Up কেন জরুরী?
পাওয়ার মানেই শক্তি আর স্টিমিটে পাওয়ার আপ মানে নিজের শক্তিকে আরও বেশি বৃদ্ধি করা। স্টিমিটে পাওয়ার আপ করাটা খুবই জরুরী একটি বিষয়। পাওয়ার আপ করিলে ভাল পোষ্টে আপ ভোট দেওয়ার মাধ্যমে তাকে সার্পোট দেওয়া যাই। কিউরেশন করিলে বেশি বেশি রিওয়ার্ড পাওয়া যাবে। ডেলিগেশন করিলেও বেশি বেশি লাভবান হওয়া যাই। তাছাড়া স্টিমকে সুরক্ষিত করার জন্য পাওয়া আপ অকেন বেশি প্রয়োজন। কারন আপনার পাওয়ার আপ করা এস,পি ডাউন করিতে ২৮ দিন সময় লাগবে এর সময়ের মধ্যে আপনি বঝুতে পারবেন আপনার একাউন্টে অন্য কেউ হাত দিয়েছে কিনা।
প্রশ্ন : ০৮। Power Up করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
প্রথমে আমাকে আমার ইস্টিমিট অ্যাকাউন্ট একটিভ কি দিয়ে প্রবেশ করিতে হইবে। এরপর আমার স্টিম লেখার উপর ক্লিক করে Power Up অপশন সিলেক্ট করিতে হইবে। এখানে গিয়ে আমি কত স্টিম পাওয়ার আপ করিব সেইর পরিমানটি লিখেতে হইবে এবং একটিভ কি দিয়ে কাজটি সম্পাদন করিতে হইবে। সাথে সাথে আমার স্টিমটি এস,পি তে পরিনত হইবে। পাওয়ার ডাউন এর ক্ষেত্রে এস,টি কে স্টিমে রুপান্তর করা যাই। এ ক্ষেত্রে আনি যদি ১০০ এস,পি পাওয়ার ডাউন দেন তাহলে প্রতি ৭ দিনে ২৫ এস,পি করে মোট ২৮ দিনে ১০০ এস,পি আপনি স্টিমে কনভার্ট করিতে পারিবেন। তবে এটা কমিউনিটিতে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এটি করিতে গেলে অবশ্যয় কমিউনিটির এ্যাডমিনগনকে অবহিত করিতে হইবে।
প্রশ্ন : ০৯। সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর লিকুইড ব্যালেন্সে রুপান্তরিত।
প্রশ্ন : ১০। মেমো ফিল্ড এর কাজ কি?
মেমোফিল্ড এর মাধ্যমে আমরা কাউকে গিফট বা কিছু স্টিম দিতে চাইলে এটার মাধ্যমে দিতে পারিব। স্টিম ট্রন্সফার করার জন্য মেমো ফিন্ডে মেমো লিখে যে পরিমান স্টিম পাঠাতে চাই সেটা পাঠাতে পারব।
প্রশ্ন: ১১। ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর সেই এস.পি নিজের একাউন্টে ফেরত আসে কিন্তু উক্ত ৫ দিনের মধ্যে সেউ কেউ ব্যাবহার করিতে পারিবে না।
প্রশ্ন : ১২। ধরুন আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
এখানে অবশ্যা আমি ৩০০ এস,পি উল্লেখ করিব। কারন পূর্বের ডেলিভিশনকৃত ২০০ এস,পি থেকে আরও অতিরিক্ত ১০০ এসপি ডেলিভিশন করতে চাইলে ডেলিভিশনের স্থানে ৩০০ এস.পি লিখতে হবে। এ ক্ষেত্রে আগের ডেলিগেটকৃত এস.পি বাদ হয়ে নতুন উল্লেখিত এস.পি ডেলিগেট হবে।
আমি যথা সাধ্য চেষ্টা করেছি সুন্দর করে লেভেল ০২ এই লিখিত পরিক্ষা দেওয়ার জন্য। কোন ভুল হলে সেটা আমাকে জানালে আমি সেটা ঠিক করে নিব। ধন্যবাদ সবাইকে।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 0/9) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনার জন্য শুভ কামনা করি। আজকে আপনি লেভেল ২ এর পরীক্ষা দিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আশা করবো আপনি প্রত্যেকটা লেভেলের ক্লাস ভালোভাবে করবেন মাথায় রাখবেন এবং মৌখিক ও লিখিত পরীক্ষা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আরো আশা করি খুব শীঘ্রই আপনি ভেরিফাইড হবেন এবং আমাদের সাথে ভালোভাবে কাজ করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় সুমন ভাই কেমন আছেন? আশাকরি ভালই আছেন। ভাই আমি সব নিয়ম মেনে কাজ করছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে সুন্দর উপদেশ দেওয়ার জন্য। ভাই আমি যতই ভাল পরিক্ষা দেই না কেন আমি একজন গেস্ট ব্লগার আমি কখনও ভেরিফিয়েড মেম্বার হতে পারব না। এর জন্য আমার একজন রেফার প্রয়োজন। আর আমার বাংলা ব্লগের একজন ভেরিফিয়েড মেম্বার আমাকে রেফার না করলে আমি কখনও ভেরিফিয়েড মেম্বর হতে পারব না। ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাইয়া আপনি দেখছি লেভেল দুই এর লিখিত পরীক্ষা দিয়েছেন। আসলে একজন স্টিমিট ব্লগারের জন্য লেভেল দুই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল দুই এর বিষয় গুলো বেশ ভালো ভাবে বুঝতে পারছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রিয়াদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য আসলে লেভেল ০২ এর ক্লাসটি অনেক গুরুপ্তপূর্ণ কারন এখানে আমাদের অর্জিত অর্থের সিকিউরিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর নেট দুনিয়ার সিকিউরিটি ঠিক না রাখতে পারলে সব অর্থ হ্যাক হতে পারে। তাই এই ক্লাসটি আমাদের জন্য অনেক গুরুপ্তপূর্ণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit