বৃষ্টি ভেজা অনুভূতির গল্প প্রেম, বিচ্ছেদ এবং নতুন সম্ভাবনা

in hive-129948 •  16 days ago 

বিসমিল্লাহির রহমানির রহিম

 আস্সালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি বৃষ্টি ভেজা অনুভূতির গল্প প্রেম, বিচ্ছেদ এবং নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

মানুষের জীবনের অনেক গল্পই বৃষ্টির ফোঁটার মতো, কখনো সুখের ছোঁয়া দেয় আবার কখনো ব্যথার স্মৃতি ফিরিয়ে আনে। বৃষ্টি ভেজা সন্ধ্যার নরম আবহাওয়ায় আমরা যেন এক অদ্ভুত ভালোবাসা ও বিচ্ছেদের অনুভূতি অনুভব করি যা জীবনের নানা কষ্ট, বেদনা এবং আশার মেলবন্ধনে আবদ্ধ। এই বৃষ্টির দিনগুলিতে ঘটে যাওয়া অনেক সুখ এবং দুঃক্ষের স্মৃতি এখনও মনকে নাড়া দেয়। আজকে তেমন কিছু ঘটনার বর্ণনা দেব আজকের পোষ্টের মাধ্যমে।

heavy-rain-4864257_1920.jpg

Image Source

বৃষ্টির স্মৃতি মানেই অনেকের জন্য প্রথম প্রেমের কথা মনে পড়ে। আমিও ঠিক সেই অনুভূতিতে ভেসেছিলাম। এক বৃষ্টির দুপুরে কলেজের ক্লাস শেষে যখন আমি বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি এক মেয়ে রাস্তার পাশে ছাতা ছাড়াই দাঁড়িয়ে আছে। মেয়েটির চোখে ছিল বৃষ্টির মতোই এক ধরনের স্বচ্ছতা কিন্তু সেই চোখে লুকিয়ে ছিলো একধরনের গভীরতা। আমি কিছু না ভেবেই ছাতা এগিয়ে দিলাম আর সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের প্রথম পরিচয়। সেই বৃষ্টিভেজা দিনের গল্প আমার আজও মনে আছে। আমি আর মায়া একসাথে ছাতার নিচে দাঁড়িয়ে বৃষ্টির ঝিরঝির শব্দ শুনছিলাম। সেদিন থেকে আমাদের সম্পর্কের শুরু হয় তবে কোনোদিন ভাবিনি যে সেই সম্পর্কই একদিন আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। প্রথম প্রেম মানেই জীবনের এক নতুন অধ্যায় কিন্তু সেই অধ্যায়ের মধ্যে লুকিয়ে থাকে অনেক কষ্ট আর ব্যাথা বেদনারও গল্প।

umbrella-114465_1920.jpg

Image Source

প্রেমের গল্প যেমন সুন্দর হয় তেমনি সেই গল্পের শেষে থাকে অনেক কষ্ট আর ব্যাথা বেদনা। মায়ার সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ছোট ঘটনার কারনে একটা দূরত্বও তৈরি হয়েছিল। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমাদের দু’জনের মধ্যে অনেক পার্থক্য আছে। মায়ার ভালোবাসা ছিল নরম ও কোমল কিন্তু আমি সেই ভালোবাসাকে দূর্ঘ সময় ধরে রাখতে পারিনি। একদিন বৃষ্টিভেজা সন্ধ্যায় সামান্য ঘটনার কারনে মায়া আমার হাত ছেড়ে চলে গিয়েছিল আর আমি সেই মুহূর্তে বুঝেছিলাম যে আমার জীবনে বৃষ্টির মতোই এক বড় ঝড় আসতেছে।

board-1820678_1920.jpg

Image Source

বৃষ্টির সাথে আমার জীবনের কষ্টের অনেক মিল আছে, বৃষ্টির ফোঁটা যেমন মাটিতে পড়ে ধীরে ধীরে হারিয়ে যায় তেমনি আমাদের জীবনের সুখগুলোও ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে তবে বৃষ্টির কষ্টের মধ্যেও একটা সুন্দর দিক আছে। বৃষ্টি যেমন শুষ্ক মাটিকে সজীব করে তোলে তেমনি জীবনের কষ্টও আমাদের মানুষ হিসেবে আরও শক্তিশালী করে তোলে। মায়া চলে যাওয়ার পর আমার জীবনে একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতায় আমি ভেসে যেতে থাকি কিন্তু সেই শূন্যতার মধ্যেই আমি নতুন কিছু শিখতে শুরু করি। আমি বুঝতে পারি যে জীবনের কষ্টগুলো আমাদের জীবনকে শুধুমাত্র মলিন করে দেয় না বরং আমাদের আরও শক্তিশালী করে তোলে।

landscape-7373484_1920.jpg

Image Source

বৃষ্টি শেষে যেমন রংধনু দেখা যায় তেমনি জীবনের কষ্টের পরও আসে নতুন সম্ভাবনা। মায়া চলে যাওয়ার পর আমি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করি। আমি বুঝতে পারি যে জীবনের প্রতিটি কষ্টই আমাদের জন্য একটা নতুন শিক্ষা নিয়ে আসে। আমরা যতই কষ্টে থাকি না কেন জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সামনে থাকে নতুন সম্ভাবনা। বৃষ্টি মানেই কষ্ট নয় বরং বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কষ্টের পরে আসে নতুন দিন। বৃষ্টি যেমন মাটিকে সজীব করে তোলে তেমনি জীবনের কষ্টও আমাদের জীবনের নতুন অধ্যায়ের পথ দেখায়।

বৃষ্টিভেজা অনুভূতি আমাদের জীবনের সুখ, কষ্ট এবং নতুন সম্ভাবনার সাথে জড়িত। প্রতিটি বৃষ্টির ফোঁটায় লুকিয়ে থাকে জীবনের গল্প। আমরা সেই গল্পগুলোর মধ্যে কখনো সুখ পাই, আবার কখনো কষ্ট কিন্তু বৃষ্টির মতোই আমাদের জীবনেও প্রতিটি মুহূর্তে আসে নতুন সম্ভাবনা। আমরা কষ্টের মধ্যে দিয়ে গেলেও সেই কষ্টই আমাদের নতুন জীবনের জন্য প্রস্তুত করে। মায়ার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেলেও আমি আজও সেই বৃষ্টিভেজা দিনের কথা মনে করি। তবে এখন সেই স্মৃতি আর কষ্ট দেয় না বরং আমাকে শক্তি দেয় কারণ আমি জানি জীবনের প্রতিটি কষ্টের পরেই আসে নতুন সম্ভাবনা নতুন আলোর সকাল।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.