ভালোবাসা ছিল মমতার মতো
অপূর্ণতার যন্ত্রনা বুকে
মিথ্যে আশার আলো মেখে
আমাকে তুমি ভাসালে দুঃখের শূন্যতায়।
স্মৃতির মাঝে সেই দিনের হাসি
আজ হারালো কষ্টের তীব্রতায়
স্বপ্নের ঘরে নেমে এলো রাত
তোমার ছলনায় ডুবে গেলো সমস্ত বিশ্বাস।
হৃদয়ের গভীরে লুকানো কান্না
তুমি দেখনি, শোননি তার সুর
স্বার্থের আবরণে ঢাকা ভালোবাসা
বুকের ভিতরে জ্বালিয়ে দিলে একা হতাশার আগুন।
তবুও আমি দাঁড়িয়ে আছি
তোমার ছায়ায় ভালোবাসার ক্ষত
এ জীবন যেন এক অসমাপ্ত কবিতা
তোমাকে নিয়ে লেখা বিষাদের কথা।