১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামুয়ালাইকুম" আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর "বাতাসে লাশের গন্ধ" কবিতাটি আবৃতি আকারে শোনানোর চেষ্টা করব।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাংলা ব্লগের সকলের এতটা উৎসাহ ও অনুপ্রেরনার কারনে আমিও কবিতা আবৃত্তির মাঝে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে কবিতা আবৃত্তি যারা সব সময় করে, কবিতা আবৃত্তির মাহাত্ম্যটা শুধু তারাই বুঝতে পারে। এখানে আমি আমার সাধ্যমত আবৃত্তি করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের এই কবিতা আবৃত্তিটি আপনাদের ভালো লাগবে।
আমি প্রায় সময় কবিতা আবৃত্তি শুনে থাকি ইউটিউব থেকে, কেন যেন হঠাৎ এই কবিতাটিও আমার এতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। তাই আমি আপনাদের মাঝে আমার ভালোলাগা থেকে কবিতা আবৃত্তি করে শোনানোর চেষ্টা করলাম। তাহলে চলুন আমার মুখে আবৃতি আকারে কবিতাটি শুনে নেবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
কবিতার লিরিক
🌹 বাতাসে লাশের গন্ধ🌹'
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে-
এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?
বাতাসে লাশের গন্ধ ভাসে,
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার।
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী,
স্বাধীনতা, -একি তবে নষ্ট জন্ম?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল?
জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরোনো শকুন।
বাতাশে লাশের গন্ধ-
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ-
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়।
এ চোখে ঘুম আসে না। সারারাত আমার ঘুম আসে না-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ,
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমোতে পারিনা-
রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন-
স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
উৎস
শুভেচ্ছান্তে,@alauddinpabel
আমি আলাউদ্দিন পাবেল।
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 থেকে।
তারিখঃ ১৬-০৮-২০২২ ইং
আসলেই দাদারা ও বৌদি খুব সুন্দর কবিতা লিখে।যাই হোক আপনি বেশ ভালো কবিতা আবৃত্তি করেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আবৃত্তি শোনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনি দারুন একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। খুব চমৎকার হয়েছে সম্পূর্ণ কবিতাটি কবিতার ভাষা খুবই মাধুর্যপূর্ণ। আপনি অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মূল্যবান সময় ব্যয় করে আমার আবৃত্তি টি শুনে গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বৌদি এবং ছোট দাদার লেখার তুলনা নেই। আমি নিজেই কয়েকবার করে পড়ি লেখাগুলো। আজকে চমৎকার আবৃত্তি করেছেন ভাই। আসলে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর লেখা আমার কাছে আগুন বরাবর লাগে। একটা অন্যরকম জোস কাজ করে যখন তার লেখাগুলো পড়া হয়। চমৎকার আবৃত্তি করেছেন সত্যি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মহামূল্যবান সময় ব্যয় করে আমার আবৃত্তি শুনে খুবই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি আমিও একদিন আবৃত্তি করে আমার বাংলা ব্লগে শেয়ার করেছিলাম। অসম্ভব ভালো লাগার একটি কবিতা। যখন আমি কবিতাটি পড়ি কিংবা আকৃত করি আমার পা হতে মাথা পর্যন্ত এক অন্যরকম অনুভূতি কাজ করে। আজ আপনার আবৃত্তি টি শুনেও আমার মধ্যে ওই ধরনের অনুভূতি কাজ করেছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন ভাই আসলেই এক অন্যরকম অনুভূতি কাজ করে যেটা কাউকে ভাষায় বোঝানো সম্ভব না। অসংখ্য ধন্যবাদ আমার আবৃতি শুনে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো কবিতা আবৃতি করেছেন ভাই। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আবৃত্তিটা শুনে খুবই গঠনমূলক মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় উপযোগী একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আমার বেশ ভালো লাগলো। যেহেতু গতকাল শোক দিবস পালন করলাম তাই স্মরণ করেছিলাম স্বাধীনতার স্মৃতিগুলো। তবে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর কবিতার মধ্যে ও স্বাধীনতার সেই বিশেষ কিছু দিক লক্ষ্য করা যায় যা মানুষকে প্রবাহিত করে স্বাধীনতার রক্ষার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার কথা বলেছেন ভাই আসলে ঠিক রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কবিতা গুলোর মধ্যে স্বাধীনতার সেই বিশেষ কিছু পাওয়া যায় যা সত্যি তাদেরকে মনে করিয়ে দেয় সেই অতীতের দিনগুলোর কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটা কবিতা আবৃত্তি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এর আগেও আমি আপনার আবৃত্তি করা অনেকগুলো কবিতা শুনেছিলাম আজকেরটিও পুরোটাই শুনলাম খুবই ভালো লাগলো আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আবৃত্তি শুনেছেন এবং আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনার মূল্যবান সময় ব্যয় করে আবৃত্তিটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit