কয়েকদিন আগে আমার গ্রামে গিয়েছিলাম বেড়াতে। আমার মেয়েকে শহরের বাইরে সুন্দর পরিবেশ দেখানোর জন্য আমার গ্রামের বাড়ি হল সবচেয়ে ভাল চয়েস। বাচ্চারা খোলা জায়গা পেলে ইচ্ছামত দৌড়াতে পারে, গাছপালা পশুপাখির সাথে মিশতে পারে। আমার মেয়ের সবচেয়ে পছন্দের পশু হলো হাম্বা( গরু)। সে ছোট থেকে একমাত্র গরুকেই আদর করতে পেরেছে ঠিকঠাকভাবে তাই গরুর প্রতি তার আলাদা টান আছে। ইন্ডিয়া বর্ডারের কাছেই আমাদের গ্রাম। ওইখানে বড় একটা মাঠের সাথেই নো ম্যান্স ল্যান্ড। সেখানে গরু সারাদিন ঘাস খায়। মেয়েকে নিয়ে যখন বললাম "আসো আমরা গরুকে আদর করবো", সে খুশিতে দিলো এক লাফ। কয়েকটা গরুর সামনে গিয়ে সুবিধা করতে না পেরে এই গরুটার সামনে এসে আদর করার চেষ্টা করলাম। আস্তে আস্তে গরুকে এমন বশ করলাম যে সে আমার উপর শুয়েই গেলো। তারপর আমার মেয়েকে হাত দিয়ে আদর করার সুযোগ করে দিলাম। অনেকক্ষণ আদর করার পর গরু বিরক্ত, আমিও বিরক্ত। কিন্তু আমার মেয়েতো পারেনা সারাদিন এখানে বসে থাকবে, অনেকভাবে বুঝিয়েও লাভ হলোনা। শেষমেশ কান্নারত অবস্থায় ওকে নিয়ে বাসায় চলে আসলাম।
গরুর প্রতি আমার মেয়ের ভালবাসা
last year by alfi1212 (40)
Repeated Content: https://steemit.com/hive-129948/@alfi1212/2s3ori
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit