"আমার বাংলা ব্লগে" আজকে আবারও আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং নিয়ে আসছি। আশা করি আপনারা আপনাদের মূল বান বক্তব্যের মাধ্যমে আমার এই লেখাটির সৌন্দর্য বৃদ্ধি করবেন। আর আমার যদি কোন লেখায় ভুল হয়ে থাকে, তাহলে আমার ভুলটি ধরিয়ে দিবেন, যাতে ভুলগুলো শুধরিয়ে নিতে পারি।
আমি আমার জীবনকে ভালোবাসি
ক্যানভা দিয়ে তৈরি ছবি
অনিমা নামের এক তরুণী ছিল, যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় কিন্তু করার। তার পরিবার ছিল একদম সাধারণ। বাআা মা তাঁকে অনেক যত্নে বড় করেছেন, কিন্তু তাদের অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। অনিমা জানতো, তার এই স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। একদিন, অনিমা তার কলেজের হোস্টেলে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল। সবাই নানা বিষয়ে আলাপ করছিলো। এক বন্ধু বললো, তুমি কি কখনও ভাবনি যে, জীবনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জকে সম্মুখীন হতে হতে তোমার মন কিছু টা দমে যাবে? অনিমা হেসে বললো "না" আমি মনে করি না। আমি বরং মনে করি, এই চ্যালেঞ্জগুলো আমাদের জীবনের একটি অঙ্গ। আমি আমার জীবনকে ভালোবাসি কারণ, প্রতিটি মুহূর্তে আমাকে শক্তিশালী করেছে এবং আমাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করেছে। অনিমার কথায় সবাই একটু থেমে গেলো। তারা বুঝতে পারলো, জীবনকে ভালোবাসা মানে শুধু সুখের সময়কেই ভালোবাসা নয়, বরং দুংখ- কষ্টের সময়গুলোও আগলে রাখা। বছর কেটে গেলো। অনিমা তার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সে এখন একজন সফল উদ্যোক্তা। কিন্তু কখনোই সে তার শিকর ভুলে যায়নি। জীবনের প্রতিটি অভিজ্ঞতাকেই সে মূল্য দিয়েছে, সুখ দুঃখের মিলিত সুরে তার জীবন গান গেয়েছে। আজও অনিমা সেই সময়টিকে মনে করে,যখন সে নিজের জীবনকে পুরোপুরি ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছিল। তার গল্প শুনে সবাই বুঝতে পারলো, আসলেই জীবনের প্রতিটি মুহূর্তে মূল্য রয়েছে এবং জীবনকে ভালোবাসা মানে তার প্রতিটি দিকেই গ্রহণ করা।