ছবির উৎস
আমার নাম আলী। আমি ছো বেলায় খুব সাহসী ছিলাম, কিন্ত আমার একটি বড় সমস্যা ছিল,আমি অন্ধকারে ভয় পেতাম। সন্ধ্যা হলেই আমি বাড়ির বাইরে বের হতে সাহস পেতাম না। একদিন গ্রামে একটি উৎসব আয়োজন করা হলো। আমার বন্ধুরা সবাই উৎসবে যাওয়ার জন্য আমাকে ডাকল, কিন্তু আমি অন্ধকারের ভয়ে যেতে পারলাম না। আমার বাবা যিনি একজন সৎ এবং সাহসী মানুষ ছিলেন, আমাকে কাছে ডেকে বললেন, ভয়কে জয় করতে না পারলে তুমি কখনোই জীবনে বড় কিছু করতে পারবে না। সাহসের সঙ্গে অন্ধকারকে মোকাবিলা করো।মনে রেখো অন্ধকারে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের ভয়ের সৃষ্টি আমরা নিজেরাই করি। বাবার কথায় শুনে আমি সিদ্ধান্ত নিলাম যে ভয়কে জয় করবো। আমি মোমবাতি নিয়ে একাই উৎসবের দিকে রওনা দিলাম। পথে প্রচুর গাছপালা ও আওয়াজ শুনে আমি কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু বাবার কথাগুলো মনে করে আমি সাহস ধরে রাখলাম। যতই এগোতে লাগলাম, ততই দেখলাম যে অন্ধকার শুধু মনের ভয় ছিল। আসলে কোনো ভৌতিক জিনিস নেই। উৎসবের কাছে পৌঁছে আমি দেখতে পেলাম যে আমার বন্ধুরা সআাই হাসি মুখে চমার জন্য অপেক্ষা করছে। তারা আমাকে দেখে খুব খুশি হলো। সেই দিন থেকে আমি বুঝলাম, ভয়কে জয়জ করতে হলে শুধু সাহস এবং আত্মবিশ্বাসের প্রয়োজন। এরপর থেকে আর কখনোই আমি অন্ধকারকে ভয় পায় নি।
(সমাপ্ত)