আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং উপস্থাপন করবো।
ছবির উৎস
আমি আশা করি আপনারা সবাই এটি পড়ে আপনার মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন। আর আমি ভুল ত্রুটি করে থাকলে নিচ্চয় জানিয়ে দিবেন।
একটি গ্রামের কাছেই ছিল একটি নির্জন দ্বীপ। লোকেরা বলত, সেই দ্বীপে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ সেখানে যেত না। সেই গ্রামের একটি ছেলে,তার নাম রবি সে ঠিক করলো। সে সেই দ্বীপের রহস্য উদঘাটন করবে। সে একটি নৌকা নিয়ে রওনা দিল সেই নির্জন দ্বীপের দিকে। দ্বীপে পৌঁছানোর পর সে দেখল চারদিকে শুরু গাছপালা আর পাখির ডাক। সে দেখল কোথাও কোন মানুষের চিহ্ন নেই। রবি দ্বীপের ভেতর চুকল। কিছুক্ষণ হাটার পর সে দেখতে পেলো একটি পুরনো ঘর। ঘরের ভেতর সে ঢুকে দেখলো সেখানে পুরোনো বই আর মানচিত্র। রবি বইগুলো পড়তে শুরু করলো এবং সে পড়ে জানতে পারলো অনেক বছর আগে এই দ্বীপে এক ধনী রাজা ছিল। তার অনেক ধন সম্পত্তি ছিল কিন্তু সে সব লুকিয়ে রেখেছিল দ্বীপের বিভিন্ন স্থানে। রবি সেই ধন সম্পত্তি খোঁজা শুরু করলো।মানচিত্র অনুসরণ করে সে কিছু ধন সম্পত্তি পেলো। সে ভাবলো এখানেই কি রহস্য শেষ? সে আরো গভীরে খোঁজ করতে লাগলো। একসময় সে একটি গোপন দরজার সন্ধান পেলো। দরজার ওপারে ছিল একটি বিশাল গুহা। সেখানে ছিল অনেক ধন সম্পত্তি আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই ধন সম্পত্তি তাদের জন্য যারা সত্যিকারের সাহসী এবং সৎ। রবি বুঝতে পারল, ধন সম্পত্তির চাইতেও বড় জিনিস হল সাহস এবং সততা। সে গ্রামে ফিরে গিয়ে সবাইকে তার অভিযানের কথা বললো। গ্রামবাসীরা মিলে সেই ধন সম্পত্তি ব্যবহার করে গ্রামের উন্নতি করল। নির্জন দ্বীপের রহস্য উদঘাটন করে রবি হলো গ্রামের একজন হিরো আর গ্রামবাসীর বুঝতে পারল, আসল ধন সম্পত্তি হলো সততা এবং সাহস।
আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোন দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ধন্যবাদ সবাইকে