আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আশা করি আপনারা সবাই এটি পড়ে আপনার মূল্য বান বক্তব্যে তুলে ধরবেন।
আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আশা করি আপনারা সবাই এটি পড়ে আপনার মূল্য বান বক্তব্যে তুলে ধরবেন।
আমার নাম রুহান।আমি ছোট্ট একটি গ্রামে বাস করি।আমার স্বপ্ন ছিল আমি একদিন বড় হবো, শহরে যাবো, নিজের পায়ে দাঁড়াবো। আমার বাবা একজন কৃষক, দিনরাত মাঠে কাজ করে। মা সংসারের কাজ করে। আমি প্রতিদিন স্কুলে যায়, পড়াশোনা করি। গ্রামের স্কুলে শিক্ষকরা আমাকে খুবই ভালোবাসে।সবাই বলে, রুহান তুই একদিন অনেক বড় হবি।এসএসসি পাস করে আমি কলেজে ভর্তি হলাম। সেখানেও আমি ভালো ফলাফল করলাম। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। পরিবার থেকেও আমাকে সমথর্ন দিল। মা বললেন, বাবা আমাদের আশা তোকে ঘিরে। তুই যেন আমাদের মুখ উজ্জ্বল করিস। আমি অনেক পরিশ্রম করে মেডিকেল কলেজে ভর্তি হলাম। শহরের নতুন পরিবেশে প্রথমে একটু অস্বস্তি লাগলে-ও ধীরে ধীরে সবকিছু মানিয়ে নিতে লাগলাম। পড়াশোনা, বন্ধু বান্ধব, হোস্টেলের জীবন সবকিছুই ভালোই চলছিল। একদিন আমার মা অসুস্থ হয়ে পড়েন। আমার খুব চিন্তা হচ্ছিল। কিন্তু আমি জানতাম, নিজের পায়ে দারাতে, মাকে ভালো চিকিৎসা দিতে হবে। আমি আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগলাম। অবশেষে, আমি মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তার হলাম।নিজের গ্রামে ফিরে আমি একটা ছোট্ট ক্লিনিক খুললাম। গ্রামের মানুষদের সেবা করতে লাগলাম। মাকে ভালো চিকিৎসা দিলাম, বাবা-মাকেও খুশিতে রাখলাম। আমার স্বপ্ন পূরণ হলো। আমার গ্রামের মানুষ আমাকে দেখে গর্বিত। আমার বাবা বলেন, আমার ছেলেটা সত্যিই স্বপ্নের দেশে পৌঁছে গেছে। ওর মতো ছেলে আমাদের সবার গর্ব। (সমাপ্ত)