আমার লেখা কবিতা// সবুজ প্রকৃতি

in hive-129948 •  yesterday 

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


গ্রাম বাংলার কৃষকের ফসলের মাঠের দিকে তাকালেই সবুজ প্রকৃতির দৃশ্যগুলো চোখে পড়ে। এখন ধানের চারা বপনের সময় মআর এই ধারে চারাগুলো ফসলের জমিতে লাগানো হয়েছে। যার কারণে ফসলের মাঠ যেন চির সবুজে রূপ নিয়েছে। ফসলের মাঠ সবুজ, গাছের পাতা সবুজ। চারিদিকে যেন সবুজ আর সবুজ। এই সবুজ প্রকৃতির মাঝে আসলে মন হারিয়ে যায়। খুবই ভালো লাগে, তাইতো গ্রাম বাংলার এই সবুজ দৃশ্য দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। সেই অনুভূতি নিয়েই লেখা আজকের এই কবিতাটি। তাই আজকে আপনাদের মাঝে আমার লেখা সবুজ প্রকৃতি এই কবিতাটি শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছেম আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


taro-7714366_1280.jpg

Source

“সবুজ প্রকৃতি”
মোঃ আলিফ আহমেদ


শস্য শ্যামল ফসল ভরা,
মোদের এই সোনার বাংলা।
সোনার দেশে সোনার ফসল,
ফুটেছে তাই সবুজের ঘেরা।

সবুজে ঘেরা সোনার দৃশ্য,
লাগে আমার ভালো।
তাইতো সবুজ দৃশ্যের দিকে আমি,
তাকিয়ে থাকি বারে বারে আরো।

সবুজের এই প্রকৃতির মাঝে,
হারিয়ে যেতে খুবই ইচ্ছা করে।
সবুজ প্রকৃতি দেখলে আমার,
মনের ভিতর তাইতো শান্তি লাগে।

সবুজে ঘেরা দৃশ্য দেখলে,
লাগে আমার অনেক ভালো।
তাই তো আমি তাকিয়ে থাকি,
সবুজ এই দৃশ্যের দিকে নিভিড় ভাবে।

সবুজ দৃশ্য দেখলে আমার,
আনন্দ লাগে মনের ভিতর।
তাইতো সবুজ দৃশ্যের মাঝে,
হারিয়ে যেতে ইচ্ছা করে।

সবুজ এই প্রকৃতির মাঝে,
হারিয়ে যাব আমি আপন মনে।
খুঁজে কেউ পাবে না আমায়,
মিশে যাবো আমি সবুজ প্রকৃতির মাঝে।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

GridArt_20250301_011503774.jpg

প্রকৃতি আছে বলেই আজকে আমরা বেঁচে আছি। আমাদের সবুজ প্রকৃতির ভীষণ প্রয়োজন। আপনি আজকে সবুজ প্রকৃতি কবিতা শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

এই কবিতাটি সত্যিই হৃদয়স্পর্শী এবং প্রকৃতির প্রতি আপনার গভীর ভালোবাসা ফুটে উঠেছে। সবুজের মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছা, শান্তি এবং আনন্দের অনুভূতি অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছেন। প্রকৃতি, বিশেষ করে সবুজের দৃশ্য, আমাদের মনকে শান্ত ও প্রশান্ত করে, এবং আপনি এই অনুভূতিটিকে কবিতার মাধ্যমে অসাধারণভাবে বর্ণনা করেছেন। একদম সত্যি, সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে গেলে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। অত্যন্ত সুন্দর লিখেছেন, ধন্যবাদ।

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।সবুজ প্রকৃতি কবিতাটি পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। আসলে সবুজ প্রকৃতি মানুষকে এমনিতে মুগ্ধ করে। গ্রাম অঞ্চলে সবুজ প্রকৃতি খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। তবে আপনার কবিতার ভাষা খুব চমৎকার। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।