বাবা মানেই বেঁচে থাকার অনুপ্রেরণা

in hive-129948 •  7 days ago 

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

man-471192_1280.jpg

source

জীবনটাকে পরিপূর্ণ ও সুন্দরভাবে সাজানোর জন্য বাবাদের ভূমিকা অপরিসীম। একজন বাবা তার জীবনের সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ দিয়ে তার সন্তানের মুখে হাসি ফোঁটাতে চায়। আসলে বাবারা একজন সুপার হিরো। বাবারা সবসময় তার সন্তানদের কাছে সুপারহিরো হয়ে থাকে। কারণ একজন সুপার হিরো সকল কিছু করতে পারে। ঠিক বাবারাই সন্তানের জন্য জীবনের সকল কিছু ত্যাগ স্বীকার করতে পারে। অন্য কারো জন্য এত কিছু ত্যাগ স্বীকার করে না। যেমনটা একজন বাবা তার সন্তানের জন্য করে।বাবারা সন্তানের প্রতি যে দায়িত্বশীল পৃথিবীতে আর কেউ নেই।প্রত্যেকটা বাবাই যেন প্রত্যেকটা সন্তানের কাছে একজন সুপারহিরো হয়ে থাকে।


বাবা নামক মানুষটাকে যেন সৃষ্ট মানুষ হয়ে থাকে। আসলে একজন পুরুষ খারাপ হতে পারে, এই পৃথিবীতে হাজারো ছেলে, হাজারো পুরুষ খারাপ রয়েছে। কিন্তু এই পৃথিবীতে একজন খারাপ বাবা নেই। অনেক সন্তান তার বাবার প্রতি উদাসীন হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটা বাবাই যেন সন্তানদের কাছে শ্রেষ্ঠ পুরুষ হয়ে থাকে। আসলে জীবনে চলার পথে অনেক খারাপ মানুষ আমরা দেখতে পাই। কিন্তু একজন সন্তানের কাছে একজন খারাপ বাবা নেই। কারণ একজন বাবা কখনোই সে খারাপ হয় না। প্রত্যেকটা মানুষই যদি খারাপ হয়, তবুও প্রত্যেকটা বাবা শ্রেষ্ঠ বাবা। প্রত্যেকটা বাবাই সুপার হিরো হয়ে থাকে তার সন্তানদের জন্য। জীবনের সকল কিছু ত্যাগ স্বীকার করতে পারে। জীবনে সকল কষ্টকে হাসিমুখে নিতে পারে। যতই কষ্ট আসুক না কেন সন্তানদের জন্য, সন্তানের মুখে হাসি ফোঁটানোর জন্য, সেই কষ্টকে হাসিমুখে বরণ করে নেয় বাবারা।


সংসার জীবনে চলতে গেলে সুখ দুঃখ আসবেই। কষ্ট অভাব আসবেই, কিন্তু এই অভাবের মধ্যেও বাবারা সব সময় চাই তার সন্তানের ইচ্ছা সন্তানের অভাব পূরণ করা যায় কিভাবে সেটাই যেন ভাবে থাকে।আসলে একজন বাবার তার নিজের কোন ইচ্ছা থাকে না, কোন স্বপ্ন থাকে না, স্বপ্ন থাকে তার সন্তানকে নিয়ে। তার পরিবারে সকলের মুখে খাবার কিভাবে জোগাড় করবে সেই কাজেই বাবা যেন ব্যস্ত থাকে।তারপরেও সন্তানদের ইচ্ছা সন্তানদের অভাব পূরণ করার জন্য বাবার সকল কিছু করে। একজন পরিবারের দায়িত্বশীল মানুষ হলো এই বাবা। সে নিজের প্রতি উদাসীন। নিজের স্বপ্ন নিজের ইচ্ছাকে সে কবর দিয়ে সন্তান এবং পরিবারের জন্য সকল কষ্ট সহ্য করতে পারে। কখনো কখনো নিজের কথা ভুলে যায়, কিন্তু পরিবারকে সে সঠিকভাবে চালানোর জন্য কঠোর পরিশ্রম করে অর্থ যোগাড় করতে ভুলে যায় না।


সন্তানরা যদি অসুস্থ হয়ে যায়, বাবারা ঠিক থাকতে পারে না। কিভাবে এই সন্তানকে সুস্থ করবে এটাই যেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে,আমাকে অসুস্থ দাও, তাও আমার সন্তানকে সুস্থতা দান করেন। এমন একজন সুপারহিরো এই বাবাকে, আমরা অবহেলা করি। আসলে বাবা শুধু নামেই বাবা নয়। বাবা যেন পরিবারের একজন কর্তা পরিবারকে সঠিকভাবে চালানোর জন্য সে যেন সবসময় দায়িত্বশীল। সে কখনোই নিজের কথা ভাবে না। সন্তানদের ইচ্ছা সন্তানদের ভালো-মন্দ চাওয়াটাই যেন বাবার কাজ। নিঃস্বার্থভাবে সন্তান এবং পরিবারের জন্য দায়িত্ব পালন করে যায়। এই বাবা নামক সুপারহিরো। আসলে বাবাদের কষ্টর কথা যদি আমরা কল্পনা করি, তাহলে এই মানুষটার প্রতি দায়িত্ব এবং শ্রদ্ধা অনেক বেড়ে যাবে। কারণ বাবারা যেন অন্যরকম একজন সুপার পাওয়ার আমাদের জীবনে হয়ে থাকে।


এই বাবা নামক সুপার হিরো যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তখন আমরা ঠিকই উপলব্ধি করতে পারি বেঁচে থাকার অনুপ্রেরণায় ছিল বাবা। সে না থাকাতে জীবনেরটা যে কতটা কষ্টকর হয়ে ওঠে সেটা আমরা ঠিকই তখন বুঝতে পারি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত জীবনে বেঁচে থাকার উপলব্ধি হিসেবে বাবাদের সম্মান করা। তাদের ইচ্ছাকে পূরণ করার জন্য কঠোর চেষ্টা করা এবং তাদের ভালোবাসা। তাদের একটু শ্রদ্ধা এবং ভালবাসলেই তারা যেন আরো বেশি খুশি হয় এবং সন্তানদের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না। তাই প্রত্যেকটা বাবাকে জানাই মনের গভীর থেকে ভালোবাসা এবং প্রত্যেকটা সুপার পাওয়ার যেন আমাদের জীবনে সব সময় হাসি বয়ে নিয়ে আসতে পারে। এই দোয়া করি।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

বাবাকে নিয়ে দারুন একটি লেখা শেয়ার করেছেন। বাবা আসলেই প্রত্যেক সন্তানের সুপার হিরো। পৃথিবীতে হাজারো খারাপ ছেলে থাকলেও একটাও খারাপ বাবা নেই। সত্যি অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। বাবা কখনো সন্তানের জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

বাবাকে নিয়ে খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করেছেন আপনি। প্রত্যেক পিতা মাতার সন্তানের জন্য বট বৃক্ষের ছায়ার মত। তাই পিতা মাতার গুরুত্ব অনেক বেশি। আপনার সুন্দর একটি লেখনীয় আমাকে মুগ্ধ করলো।

বাবা নির্ভরতার শেষ আশ্রয়স্থল। ভালোবাসার শেষ ঠিকানা। আসলে সত্যি কথা বলতে বাবা মায়ের মতো এই পৃথিবীতে আর কেউ হয় না। বাবা হচ্ছে আমাদের জন্য বটবৃক্ষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য খাবার জোগাড় করে। আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগে। বাবা মানেই বেঁচে থাকার অনুপ্রেরণা সত্যি বাস্তব ভাই। ধন্যবাদ আপনাকে ভাই।

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন ভাই। বাবা ব্যক্তিটি হল নেপথ্যে থাকা একজন নায়ক। তার সহযোগিতা ছাড়া জীবনে এক পাও চলা সম্ভব নয়। কিন্তু সেই মানুষটি কোনদিন স্বীকৃতির জন্য সামনে এগিয়ে আসেন না। বাবা এমন একটি সম্পর্ক যা ছাড়া জীবন অতিবাহিত করা অসম্ভব। দুর্দান্তভাবে বিষয়টি ব্যাখ্যা করলেন পোস্টে।

বাবার সাথে অন্য কারো তুলনা হয় না। বাবারা যতদিন বেঁচে আছে ততদিন যেন সন্তানের মাথার ওপরে ছায়া হয়ে থাকে। তাই বাবাদের অবদান অপরিসীম।