আসলে এই পৃথিবীতে অনেক মানুষই শান্তি এবং সুখের মধ্যে দিয়ে জীবন পার করছে। আবার অনেকেই রয়েছে কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করছে। তবে প্রকৃত সুখ এবং শান্তি পাওয়া যায় যদি সৎ ভাবে জীবন যাপন করে। যায় সৎ ভাবে জীবন যাপন করে,তারা অনেক বেশি অর্থ সম্পদ অর্জন করতে পারে না।কিন্তু যে শান্তিটা অর্জন করে, এই শান্তিটা হাজার হাজার কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। তাই সৎ এবং সুন্দর জীবনের জন্য নিজেকে তৈরি করতে হবে সততার সাথে। সৎ ভাবে জীবন গড়তে হবে, সুন্দর মনের মানুষ হতে হবে। যদি আমরা সৎভাবে জীবন গড়ি তাহলে আমরা শান্তিময় এবং সুখের একটি জীবন পাবো। যা হাজারো অর্থ সম্পদ দিয়ে অর্জন করা যায় না।
অসৎ ভাবে আমরা যদি জীবন পরিচালনা করি, তাহলে আমরা অনেক অর্থ সম্পদের মালিক হতে পারবো। আসলে অসৎভাবে জীবন যাপন করলে সেই জীবনটা হবে অনেক প্রভাবশালী। আসলে যারা অসৎ ভাবে জীবন যাপন করে,ও অসৎ ভাবে কোন কাজ করে,তারা রাতারাতি অর্থ সম্পদের মালিক হয়। কিন্তু আমরা সম্মান অর্জন করতে পারব না। আর সেই ব্যক্তির অর্থ সম্পদ থাকবে কিন্তু সম্মান থাকবে না। সে কখনোই প্রকৃত সুখী মানুষ বা শান্তিতে বসবাস করতে পারবে না। যারা অর্থ সম্পদের পিছে হাহাকার করে, অর্থ সম্পদের জন্য অন্যায় পথ বেঁচে নেই, তাদের অর্থ সম্পদ খুব দ্রুতই বৃদ্ধি পায়। কিন্তু এই অর্থ-সম্পদ তারা ধরে রাখতে পারে না, কিংবা এই অর্থ সম্পদ দিয়ে সে সুখে থাকতে পারেনা। তার জীবনে যেন আরো আকাঙ্ক্ষা আরো চাহিদা বেড়েই যায়। সে শুধু সারাটা জীবন এই অর্থ সম্পদের পিছনেই দৌড়াতে থাকে।
আসলে মানুষের চাহিদার শেষ নেই, যার অর্থ সম্পদ যত রয়েছে, সে আরো যেন এই অর্থ সম্পদের পিছনে ছুটতে থেকে।আসলে চাহিদা আমরা কখনোই পূরণ করতে পারবো না।কিন্তু এই চাহিদা যদি আমরা সীমিত আকারে বা পরিমাণ মতো করি তাহলে আমরা শান্তি অর্জন করতে পারব। কারণ চাহিদা আমরা কখনোই পূরণ করতে পারবো না। আমি যদি মাসে ১ লাখ টাকা ইনকাম করি তাহলে আমার চাহিদা বেড়ে যাবে, তখন আমি মাসে কিভাবে দেড় লক্ষ টাকা কামাই করব, কিভাবে আর দুই লক্ষ করব এই চাহিদা যেন আমাদের মনে সব সময় থাকে। হাজার হাজার কোটি টাকা যদি আমরা কামাই করি তবুও আমাদের চাহিদার শেষ থাকবে না। আমরা এই অর্থ সম্পদের পিছনে ঘুড়ে বেড়াবো কিন্তু প্রকৃত শান্তি এবং প্রকৃত সুখ খুঁজে পাবো না।
অর্থ সম্পদের চাহিদা আমাদের কখনোই মিটবে না, আমরা যদি প্রকৃত সৎ ভাবে জীবন যাপন করি।তাহলে আমরা হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারব না।তবে আমরা যে অর্থ উপার্জন করব, এই অর্থ দিয়ে আমরা শান্তিতে এবং সুখে জীবন পরিচালনা করতে পারব। আসলে জীবনটাকে উপলব্ধি করতে হলে সৎ এবং সঠিক পথে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমরা শান্তিময় একটি পথ পাবো এবং আমরা শান্তির একটা জীবন পাবো। তাই সততা মানুষকে মহৎ করে তোলে, যে ব্যক্তি সততার সাথে জীবন পরিচালনা করে তার জীবনে শুধু শান্তি এবং সুখ আসে। তার হয়তো অর্থ সম্পদের অভাব থাকবে কিন্তু তার ঘরে শান্তি ও সুখের অভাব থাকবে না।
অর্থ সম্পদের অতিরিক্ত চাহিদা আমাদের কখনোই সৎ ভাবে জীবন পরিচালনার পথে হাঁটাবে না। আমরা যদি সৎভাবে জীবন পরিচালনা করতে চাই, তাহলে আমাদের অর্থ সম্পদের লোভ-লালসা থেকে দূরে থাকতে হবে। সৎভাবে এবং সুন্দরভাবে জীবন সাজাতে হলে আমাদের সততার সাথে জীবন পরিচালনা করতে হবে। সৎ ব্যক্তি কখনোই অর্থ সম্পদের প্রতি লোভ দেখায় না। সে সীমিতভাবে জীবন পরিচালনার জন্য কঠোর পরিশ্রম করে যায়। সৎভাবে জীবন পরিচালনা করলে জীবনের শান্তি ও সুখ আসবেই। তাই আমরা যদি শান্তি ও সুখের সাথে জীবন পরিচালোনা করতে চাই, তাহলে আমাদের সৎ ভাবে জীবন পরিচালনা করতে হবে। তাই আমি মনে করি সৎভাবে জীবন পরিচালনা করলে আমাদের জীবনের শান্তি আসবেই।🖤✨।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। সৎপথে থাকলেই মানুষের জীবন সুখ এবং শান্তির হয়ে ওঠে। হয়তো সাময়িকভাবে মানুষের জীবনে কিছু সমস্যা তৈরি হতেও পারে। কিন্তু সততা ভবিষ্যতের পথকে মসৃণ করে দেয়। আর অসৎ ব্যক্তি সাময়িক লাভ ওঠালেও পরবর্তী সময়ে অনেক অসুবিধার মধ্যে পড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সৎ পথে চলতে গেলে সমাজে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু দিন শেষে সৎ ব্যক্তিরাই শান্তিতে ঘুমাতে পারে।কেবলমাত্র সৎপথের মাধ্যমে এই সুন্দর একটি জীবন উপভোগ করা যায়।।অসৎ পথে অনেক টাকা এবং সম্পদের মালিক হওয়া যায়,কিন্তু শান্তি থাকে না।শান্তি কেবলমাত্র সৎ কাজের মধ্যেই। আজকে আপনি অনেক সুন্দর একটি টপিক নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন।প্রত্যেকটা কথা যথার্থ বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আপনি মন্দ বলেননি খুব সুন্দর লিখলেন। সৎপথে থেকে যদি দিনে এনে দিনে খায় তারপরও শান্তি পাওয়া যায়। কারণ দিন শেষ আমরা বলতে পারি বুকে হাত দিয়ে আমি সৎ পথে ছিলাম। এভাবে মানসিকভাবে শান্তি পাওয়া যাই অনেক। কারণ অন্যায় করে কখনো কেউ সুখী হতে পারে না। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সৎ উপায়ে জীবন যাপন করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/AhmedAlif135308/status/1876650520838029690?t=z1U3ID9HujlpKenKuQ0vVg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। অর্থ সম্পদ কখনো মানুষকে শান্তি এনে দিতে পারে না। অর্থ সম্পদ থাকা প্রয়োজন রয়েছে তবে এর প্রতি আসক্ততা হয়ে পড়লে মানুষ শান্তির বিপরীতে চলে যায়। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন,খুবই ভালো লাগলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই জীবনকে শান্তি এবং সুখের করে গড়ে তুলতে হলে সৎভাবে জীবন যাপন করা খুবই গুরুত্বপূর্ণ। সৎভাবেই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি বলেছেন ভাই সৎ পথে থাকলে জীবন অনেক সুন্দর হয়। সবসময় আমাদের সবার চেষ্টা করা উচিত সৎপথে সবকিছু করা। লোভ লালসা সব দূরে রেখে সত্যের পথে থাকা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সৎ পথে থাকলে জীবনটা শান্তিময় হয় । অসৎ পথে থাকলে টাকা-পয়সা অর্জন করা যায় কিন্তু মান সম্মান পাওয়া যায় না। আর সৎ পথে থাকলে টাকা না থাকলেও মানুষের মান ইজ্জত থাকে। সৎ পথে থেকে যদি মানুষ গরিব থাকে সেটিতে অনেক সম্মান এবং ভালোবাসা থাকে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit