মুচমুচে মজাদার খাজা রেসিপি

in hive-129948 •  2 months ago 

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি শেয়ার করলাম। আমাদের এলাকায় এই রেসিপিকে খাজা রেসিপি বলা হয়। হাটবাজারে ও মিষ্টির দোকানে এই রেসিপি দেখতে পাওয়া যায়। আসলে রসে ভরা সুস্বাদু এই খাজা রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। যার কারণে এই রেসিপিটা আমি ইউটিউবে ভালো করে দেখে শিখে নিয়ে আজকে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি মজাদার এই রেসিপি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।
রেসিপি

IMG_20241001_214503.jpg

আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি তা নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

GridArt_20241001_225844093.jpg

উপাদানপরিমাণ
১) চিনি১ কাপ ।
২)আটা১ কাপ।
৩)বেসনপরিমানমতো
৪) লবণপরিমানমতো।

সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে আমি মজাদার রেসিপি তৈরি করতে লাগলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-১

IMG_20241001_214005.jpg

IMG_20241001_213923.jpg

  • সুস্বাদু এই মজাদার রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি চিনি গুলো পানিতে গুলিয়ে নিলাম এবং হালকা গরম পানিতে বেসন ও আটা মাখাতে লাগলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-২

IMG_20241001_213907.jpg

IMG_20241001_214038.jpg

  • খাজা রেসিপি তৈরি করার জন্য আমি, আটার গোলা তৈরি করে নিলাম। এই আটার গুলা আমি পিঠার মত পিষিয়ে নিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-৩

IMG_20241001_214118.jpg

IMG_20241001_214134.jpg

  • ভালোভাবে পিসিয়ে আমি আটার রোল তৈরি করে, টুকরো টুকরো করে কেটে নিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-৪

IMG_20241001_214209.jpg

IMG_20241001_214221.jpg

  • তারপরে লম্বা ভাবে খাজার সাইজ করে কেটে নিলাম এবং সুন্দরভাবে ভাজ দিয়ে নিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-৫

IMG_20241001_214301.jpg

IMG_20241001_214245.jpg

  • তারপরে কড়াইয়ের মধ্যে তেল আমি গরম করতে লাগলাম, তেল গরম হয়ে গেলে খাজার রেসিপি গুলো ভেজে নিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

শেষের ধাপ

IMG_20241001_214233.jpg

IMG_20241001_214328.jpg

  • মুচমুচে খাজা রেসিপি ভালো করে ভাজা হয়ে গেলে, মিষ্টি রসের মধ্যে ভিজিয়ে নিলাম, এভাবেই আমি এই সুস্বাদু খাজা রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

রেসিপি পরিবেশন

IMG_20241001_214534.jpg

মুচমুচে এই খাজা রেসিপি খেতে আমার কাছে অনেক বেশি সুস্বাদু হয়েছিলো,আসলে আমাদের এলাকায় একে খাজা রেসিপি বলা হয়। অন্য অন্য এলাকায় হয়তো অন্য নামে পরিচিত। তবে এই রেসিপি খেতে আমার কাছে দারুন লাগে। তাই আজকে আপনাদের মাঝে তৈরি করে শেয়ার করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপ
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🥰✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে সন্ধ্যাবেলায় আমার আম্মু খাজার কথা বলছিল।খাজা খেতে আমার আম্মু এবং আমি অনেক পছন্দ করি।কিন্তু সিরাজগঞ্জ শহরে তেমন খুঁজে পাইনি।অনেক আগে একবার খেয়েছিলাম আমরা।রসে ভরা মুচমুচে খাজা খাওয়ার মজায় অন্যরকম। জানতাম না কিভাবে খাজা তৈরি করতে হয়।আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে খুব সহজেই শিখে নিলাম।আমার আম্মুকে বলব এভাবে যেন তৈরি করে আমাকে খাওয়ায়।যাইহোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে মজাদার এই খাজার রেসিপি শেয়ার করার জন্য।

image.png

খাজা রেসিপি দুর্দান্ত হয়েছে ভাই। এই ধরনের খাবারগুলো সব সময় বাজার থেকে কিনে খাওয়া হয়। বাসায় কখনো ট্রাই করা হয়নি। অসাধারণ একটি রেসিপি তৈরির প্রক্রিয়া ধাপে ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অনেক ইউনিকে রেসিপি তৈরি করেছেন। এই ধরনের রেসিপি আমার বাংলা ব্লগে আমি আজকেই প্রথম দেখলাম। রেসিপিটা দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আর এই রেসিপির পরিবেশনটা সুন্দরভাবে শেয়ার করেছেন। দেখেই শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

কি চখাম রেসিপি শেয়ার দিছেন ভাই এমন বৃষ্টির দিনে! এখন জিহ্বে যে জল আসলো, তার কি হবে? মানে সত্যিই খুব দারুণ হয়েছে। তারাতাড়ি পাঠায় দেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া আপনি ইউটিউব দেখে খুবই মজাদার একটি রেসিপি শিখেছেন। আমিও মাঝে মাঝে বিভিন্ন ধরনের রেসিপি দেখে বাসায় তৈরি করার চেষ্টা করি। খাজা খেতে আমিও খুব পছন্দ করি। কিন্তু বাসায় কখনও তৈরি করা হয়নি। আপনার খাজা রেসিপি দেখেই বুঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

আপনি ইউটিউব দেখে শিখে অনেক সুন্দর মুচমুচে মজাদার খাজা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। এবং মিষ্টি জাতীয় খাবার দেখে খুবই খেতে ইচ্ছে করছে। আসলে এই জাতীয় খাবার বাইরের চাইতে ঘরে তৈরি করে খাওয়াটাই উত্তম। যাইহোক আপনার বন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে মুচমুচে খাজাটি অনেক সুস্বাদু হয়েছিল। সবশেষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মুচমুচে খাজা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেইতো জিভে জল চলে আসলো। মজার মজার খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো বিকেল বেলায় বেশি মজা করে খাওয়া যায়। আপনার তৈরি করা আজকের রেসিপি টা আমার খাওয়া হয়েছে অনেকবার। এটা কিন্তু আমার মজা লাগে খেতে। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলি। মাঝেমধ্যে এরকম মজাদার রেসিপি তৈরি করে আমাদেরকে দাওয়াত দিলেই তো পারেন।

এই খাবারটা আমার আগে কখনোই খাওয়া হয়নি। আজকের প্রথম বারের মতো এটি দেখলাম। তবে আমার কাছে মুচমুচে খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। খাজা রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে খেতে ইচ্ছে করছে। যেহেতু আজকে শিখে নিয়েছি তাই একদিন তৈরি করবো ভাবছি।

আসলে আজ আপনার পোস্টটি দেখে আমার প্রিয় খাবারটির কথা মনে পড়ে গেল। অর্থাৎ আমি মেলায় গেলে আপনার এই ধরনের খাবার খুঁজতে থাকি এবং প্রায় মেলাতে এই ধরনের খাবার অর্থাৎ মুচমুচে পাওয়া যায়। আসলে এই খাজা তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

আপনার খাজা রেসিপি দেখে জিভে জল চলে এসেছে। দেখে মনে হচ্ছে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমি নিজেও ইউটিউব দেখে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে মজাদার খাজা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।