ক্যানভা দিয়ে তৈরি ছবি
আমার বাংলা ব্লগ এ নতুন উদ্যোগে @alif3813 ধাঁদা এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফানি ধাঁদা প্রতিদিন শেয়ার করা হবে বাস্তব বিষয় নিয়ে।
ধাঁদা হলো মস্তিষ্কের একটি চমৎকার ব্যায়াম, যা আমাদের চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করে এবং সমস্যা সমাধানের সাহায্য করে। এটি একটি মজার উপায়, যা পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাহায্য করে। ধাঁদার মাধ্যমে জ্ঞানের গভীরতা বৃদ্ধি পায় এবং সৃজনশীলতা বিকাশিত হয়।
আজকের ধাঁদা :
এমন কোন জিনিস যা ছোট হলে বড় হয়,আবার বড় হলে ছোট হয়।
প্রশ্নকারীর :
প্রশ্নকারীর অভিমতঃ
বিষয়টি খুবই জটিল তাই জানার জন্য খুবই আগ্রহী আমি।