নতুনের আগমন

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

"আমার বাংলা ব্লগ" হাটি হাটি পা পা করে আমার পথযাত্রা শুরু-
আজ আমি আমাকে নিয়ে দু-একটি কথা বলব যা থেকে আপনারা আমার পরিচয় পেয়ে যাবেন

IMG_20210817_164028.jpg

আমি "সাকিব আল মাহমুদ", আমার বাড়ি রাজশাহী বিভাগের বগুড়া জেলায়। আমার জন্মদিন ২০০৩ সালের ৩০ অক্টোবর। আমার জন্মস্থান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে নানা বাড়িতে। আমার ছোটবেলা নিজ গ্রামের বাড়ি কমলপুরে কেটে যায়। আমি "বগুড়া জিলা স্কুল" থেকে ২০১৮ সালে 'এস এস সি' পাশ করি এবং "বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ" থেকে ২০২০ সালে 'এইচ এস সি' পাশ করি। বর্তমানে ভর্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি।

মধ্যবিত্ত আমাদের পরিবারে আছে ৪জন সদস্য। আমি পরিবারের বড় ছেলে। আমার ছোট ভাই এর বয়স ১৫ বছর। সে কুরআনের একজন হাফেজ। বর্তমানে ঢাকায় একটা মাদ্রাসায় সে অধ্যয়নরত। আমার পিতা একজন সৎ ও আদর্শবান শিক্ষক। তিনি শিবগঞ্জের একটি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন। মাতা একজন দায়িত্ববান গৃহিণী।

প্রত্যেক মানুষের আলাদা আলাদা কিছু স্বপ্ন থাকে, আমারও কিছু স্বপ্ন আছে। আমি চাই নিজেকে সৎ ও আদর্শ একজন মানুষ হিসেবে গড়ে তুলতে। সমাজের একজন প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি। পরিবারের জন্য যেন কিছু করতে পারি। বিপদে-আপদে সবাইকে সাহায্য- সহযোগীতা করতে পারি।

আমি ঘুরতে ভালোবাসি। সবসময় ঘোরাফেরা করতে ভালোলাগে। নতুন নতুন জায়গায় যাওয়া সেই সম্পর্কে জানা এসব কিছু আমার অনেক ভালো লাগে। আমি এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হোলো স্বপ্নপূরী, ভিন্নজগত, রংপুর চিড়িয়াখানা, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, নাটোরের রাজবাড়ী, সিলেটের শাহ্‌ জালাল এর মাজার, চা বাগান, জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাত, শ্রী-মঙ্গল সিলেট, টেকনাফ, কক্সবাজার সমুদ্র সৈকত, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি। আমি খেলাধুলা করতে অনেক ভালবাসি। আমার পছন্দের খেলা ক্রিকেট, ফুটবল, টেবিল-টেনিস, হা-ডু-ডু, ব্যাডমিন্টন ইত্যাদি।

আমার বেশিরভাগ অবসর সময় কাটে মুভি দেখে। আমি সময় পাইলেই মুভি দেখি। আমার মুভি দেখার অনেক নেশা। নতুন কিছু নিয়ে লেখালেখি করি, বন্ধু দের সাথে আড্ডা, গান গাওয়া, নতুন নতুন কোথাও খাইতে যাওয়া, ইত্যাদি। এভাবেই অবসর সময় কেটে যায়।

নতুন এই প্লাটফর্মে এসে আমার অনেক ভালো লাগছে। এ রকম একটা প্লাটফর্মে লেখালেখি করার সুযোগ পেয়ে আমি ধন্য। এখানে আমি আমার মত করে নিজেকে উপস্থাপন করতে পারব। মনের অনুভূতি গুলো প্রকাশ করতে পারব। চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। ভবিষ্যতে এটা অনেক এগিয়ে যাবে।

আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।
আমার লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাগজটা হাতে নিয়ে একটা সেলফি তুলে তারপর দিন।

অনেক অনেক ধন্যবাদ

Loading...