অবহেলিত সেই আমি

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি এমন এক কাহিনী যা পরে অবশ্যই অবশ্যই তোমরা অনেক মজা পাবে ইনশাআল্লাহ্‌। তো শুরু করা যাক বন্ধুরা..................

আমি অতি সামান্য। আমি ছোট। তবে আমারও একটি ছোট ভাই আছে। যদিও তাকে আজকাল খুব একটা দেখা যায় না। সেও মানুষের হাতে হাতে ছিল, কিন্তু মানুষ তাকে শেষ করে দিয়েছে। তাই আমারও কষ্ট হয়। কারন আমার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। জানো বন্ধুরা, আমার জন্মের পর সবাই আমাকে সযত্নে সাবধানে রাখত। এখন আর কেউ রাখে না। একদিনের কথা খুব মনে পরছে। এক আপা আমাকে তার কাছে এত যত্নে রেখেছিল যে, প্রায় ছয় মাস আমি বেশ সুখেই ছিলাম। হঠাৎ একদিন সেই আপা তারই প্রয়োজনে আমাকে এক মাছ বিক্রেতার হাতে তুলে দেয়। সেই থেকেই আমার জীবনের দুঃখ দুর্দশা শুরু হয়। আর কেউ আমাকে যত্ন সহকারে রাখে না। কারণ একটায়, আমার গায়ে নাকি মাছের গন্ধ লেগে আছে। বলতো, এতে আমার কি দোষ?

আমার জন্ম সাল অনুযায়ী বর্তমানে বয়স আট বছর। কিন্তু চেহারা সুরত দেখে মনে হবে আমার বয়স দুই যুগেরও বেশি। বেশি কষ্ট হয় বর্তমানে। কারণ সবাই আমাকে এত বেশি অবহেলা করে যেন আমার কোন দামই নাই। কিন্তু আমাকে ছাড়া চলে না।

অন্য একদিনের ঘটনা খুবই মনে পরছে। তোমাদেরকে বলছি, ঘটনাটা ঘটেছিল বাসে। তখন আমি যার কাছে ছিলাম, তিনি আমাকে তুলে দিতে চাইছেন বাস কন্ডাক্টরের হাতে। কিন্তু বাস কন্ডাক্টর কোন ভাবেই আমাকে তার সাথে নিবে না। তাই নিয়েই এতো নাটক-কাহিনী। যার কাছে ছিলাম সে বলছে আমাকে নিতেই হবে। কিন্তু বাসের ছেলেটি বলছে, 'আমি একে নিব না, কিছুতেই না'। এ নিয়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে মারামারি। আমি তাদের হাতের মাঝে পরে চ্যাপ্টা হয়ে দু ভাগ হয়ে যাওয়ার মতো অবস্থা।

তারপরের ঘটনা আরও করুন। আমার পিঠের ওপর বর্তমানে একটা ব্যান্ডেজ আছে। যেটা আমাকে বাকি জীবন বয়ে চলতে হবে। এখন আমার বাসস্থান এক অন্ধ ফকিরের কাছে। জানিনা আর কতদিন কাটাতে হবে তার সাথে। তাও ভালো যে তিনি আমাকে পরম যত্নের সাথে তার কাছে রেখেছেন। অন্য কেউ হলে তো আমার কোন খোঁজই নিত না।

বন্ধুরা তোমরা এতক্ষনে হয়ত বা আমার পরিচয় জেনে গিয়েছ। জানতেই পারো, কারণ ছোট বেলায় তোমরা আমাকে সব সময় তোমাদের সাথে রাখতে। আমার গায়ে আঁকা সুন্দর ছবি গুলোর ওপর পরম যত্নে হাত বুলাতে। আমার গায়ে আঁকা তোমাদেরই ভাষা শহীদের প্রতিক 'শহীদ মিনার' এবং তোমাদের জাতীয় পাখি 'দোয়েল' এর ছবি। কিন্তু মলিন আর ছিঁড়ে ফুটি ফাটা হয়ে গিয়েছি বলে এসবের কোন দাম নাই। তোমাদেরই প্রয়োজনে তোমরা আমরই বড় ভাই, যে আমার চেয়ে দশ গুন বড়, তাকে নিতে চাও তবুও আমাকে নিতে চাও না।

আর হয় তো বেশি দিন আমাকে তোমাদের মাঝে পাবে না। কারণ পরিবর্তনের ধারার সাথে সাথে অচিরেই আমি হারিয়ে যাব তোমাদের দেশ থেকে, তোমাদের সমাজ থেকে এবং তোমাদের মাঝে থেকে। তাই বলে আমার কোন দুঃখ নেই, আফসোসও নেই। যা হবার তা তো হবেই। কারন জীবন তো একটাই, আর কোন দিন হয়ত আমার উৎপত্তি হবে না, এককালে দেখা যাবে যে, তোমরা আমার চেহারাই ভুলে গেছ। বর্তমানে আমার অনেক নতুন প্রজন্মের উদ্ভব হয়েছে। তাদেরকে কেউ নষ্ট করতে পারবে না। নতুন ভাইরা আমার বহুযুগ বেঁচে থাকবে তোমাদের সমাঝে, তোমার হাতে হাতে এই কামনা করি।

আমি কে?? আমি ছিঁড়ে শেষ হয়ে যাওয়া দুই টাকার নোট।

taka.jpg

উপরের লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সামনের দিন গুলোতে যেন আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে আসতে পারি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!