A সরকারের অনুমোদন না থাকায় ২০১৩ সালের পর পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজে খেলেনি ভারত।
পাকিস্তানে খেলতে যাওয়া তো দূরের কথা। এ সময় দুই দল মুখোমুখি হয়েছে শুধু আইসিসি ও এসিসির টুর্নামেন্টে, নিরপেক্ষ ভেন্যুতে। তাই ব্যাট হাতে সারা দুনিয়া জয় করলেও পাকিস্তানের মাটিতে খেলা হয়নি বিরাট কোহলির। সে সম্ভাবনাও কম। সামনেই চ্যাম্পিয়নস ট্রফি, যে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান।
এবারও পাকিস্তানে যাওয়া নিয়ে গড়িমসি শুরু করেছে ভারত। এসব দেখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি অন্য রকম এক ‘লোভ’ই দেখিয়েছেন কোহলিকে! ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ২৪ স্পোর্টসকে আফ্রিদি বলেছেন, ‘বিরাট কোহলি যদি পাকিস্তানে আসে, ভারতের ভালোবাসা ও আতিথেয়তা ভুলে যাবে সে। পাকিস্তানে তার জনপ্রিয়তা অনেক, এখানে লোকে তাকে অনেক পছন্দ করে। আমার পছন্দের ক্রিকেটারও কোহলি।’
A আফ্রিদির পছন্দের খেলোয়াড় কোহলিএএফপি
, আইসিসি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। এরই মধ্যে তিনটি ভেন্যু চূড়ান্ত করে খসড়া সূচিও তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু হিসেবে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিকে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তার বিষয় মাথায় রেখে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, এমনকি রোহিত-কোহলিরা সেমিফাইনালে উঠলে, সেটিও হবে সেখানেই।
Congratulations, your post has been upvoted by @tanvirahammad with a 0.1% upvote.it is very quality full post. Keep up it.Virat Kohli is a great player in the world.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit