DIY-এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট। (১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় @shy-fox এর জন্য)

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। কেমন আছেন সবাই? আশা করি উপর ওয়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের সামনে আজকে আমি একটা সুন্দর ওয়ালমেট নিয়ে এসেছি। এই সুন্দর ওয়ালমেট টি বানানো হয়েছে রঙিন কাগজ দিয়ে।এটি অনায়াসে ঘর সাজানোর জন্য অনেক কাজের। আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের এত প্রশংসা আর অনুপ্রেরনায় আমি এসব কাজে অনেক আগ্রহ পাচ্ছি যা আমার জন্য অনেক ভালো একটা দিক আমি মনে করি। সৃজনশীলতা দীর্ঘদিন প্রকাশ হওয়ার সুযোগ না থাকলে তা চাপা পড়ে যায়।অসময়ে গিয়ে সৃজনশীলতা প্রকাশ করা হয়ে উঠে না। আমার মনে হচ্ছে আমি আমার নির্দিষ্ট সময়ে আপনাদের পেয়েছি,পেয়েছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম।আমি আজকে যে ওয়ালমেট টি বানিয়েছি তা আমার নিজস্ব আইডিয়া থেকে বানিয়েছি,আমি এখনো বুঝতে পারছি না আসলেই সুন্দর হয়েছে কি না,আমি আপনাদের মতামত জানতে চাই। যাই হোক, আজকের রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট আমি ধাপে ধাপে আপনারদের সামনে উপস্থাপনা করছি।

ঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট

261380935_3124257597857519_9024015431763366135_n.jpg

উপকরণ

262183575_5012068288827349_6274445318445977853_n.jpg

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • বলপেন

ধাপ-১

প্রথমেই আমি কাগজ লম্বা করে কেটে নিয়ে পেচিয়ে মাথায় আঠা লাগিয়ে দিয়ে এমন পাইপের মতো বানিয়ে দিয়েছি ৮ পিচ।

261505973_941577189790140_2519978541471028607_n.jpg

ধাপ-২

এবার কাগজ দিয়ে বানানো ৮ পিচ পাইপ একসাথে জুরে দিয়ে এমন একটা স্কোয়ার ফ্রেম বানিয়ে নিয়েছি।এসব আমি আঠা দিয়ে লাগিয়েছি।

261018485_425331649326563_9182000784333533419_n (1).jpg

ধাপ-৩

এবার আমি কাগজ ত্রিভুজ আকৃতির করে কেটে নিয়ে এমন ভাজ ভাজ করে একটা স্ট্রাকচার দাড় করানোর জন্য চেষ্টা করেছি যা আমার এতটুকুই প্রয়োজন।

262837990_447392240258368_2151121073764562620_n.jpg

ধাপ-৪

এবার আরও দুটি কাগজ কেটে নিয়ে এমন পাখির ডানার মন করে বানিয়ে নিয়েছি।

263534941_1582803308729852_2370444504554020649_n.jpg

ধাপ-৫

আলাদা রঙের দুটি কাগজ কেটে নিয়ে ভাজ করে এমন আকৃতি দিয়েছি আমার পরিকল্পনা অনুযায়ী।

দেখতে থাকুন কি করি......

263101212_1243479452814472_6115445428463524420_n.jpg

ধাপ-৬

ফাইনালি

সবশেষে ফ্রেমের উপর কাগজ দিয়ে বানিয়ে নেয়া সবগুলো ধাপ এভাবে সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি এবং তার উপরে বলপেন/পুথি বসিয়ে দিয়েছি।

262274582_1078935722940066_1493013077776518602_n.jpg263083896_1289747198204639_4192607336215815825_n.jpg

261380935_3124257597857519_9024015431763366135_n.jpg

রঙিন কাগজ দিয়ে বানানো আমার ওয়ালমেট টি আপনাদের আশা করি ভালো লাগবে।আর ভালো লাগলে মন্তব্য করে জানিয়ে দিবেন। আমার কাজে ভুলত্রুটি হয়ে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

ধন্যবাদ আপনাদের সবাইকে

@alomgirkabir

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

IMG-20211119-WA0001.jpg

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ আপনার হাতের কাজ আর অসাধারন আপনার শিল্পকর্ম।
খুব সুন্দর ভাবেই আজকের এই ওয়ালমেট টি বানিয়েছেন। খুব সুন্দর ভাবে আপনি তা উপস্থাপন করেছেন।

আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ সাগর ভাই। ভালোবাসা অবিরাম ভাই।

ইনি সালাহ সাতু করিয়া ইয়াং সংগত লুয়ার বিয়াসা ইয়াং আন্দা বুয়াত,ইনি বিসা দি জাদিকান হিয়াসান দি ডিন্ডিং।

প্রিয় ভাইয়া,
আপনার লেখাটি সঠিকভাবে বাংলায় ট্রান্সলেট হয়নি। লেখাটি শুধুমাত্র বাংলায় দেখা যাচ্ছে ‌‌ । কিন্তু এর মনের ভাব ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশ হয়েছে।

অনুগ্রহপূর্বক, এটিকে কারেকশন করে নিবেন।
ভালোবাসা অবিরাম।

খুব যত্ন সহকারে আপনি ওয়ালমেটটি তৈরি করেছেন।যা আসলেই প্রশংসার যোগ্য। খুব নিখুত করে বানাইছেন।দেখে খুব ভাল লাগ্ল।শুভ কামনা আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

রঙিন পেপার দিয়ে আপনি অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন, যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্য হয়ে গেলাম এভাবে উৎসাহমূলক সুন্দর মন্তব্য দেখে।

অনেক সুন্দর একটি কাজ করেছেন ভাই। এখানে কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে যে কারণে প্রথম পলক দেখেই অনেক ভালো লাগছে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,সুন্দর মন্তব্য করেছে যা আমার জন্য উৎসাহের কারন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বেশ ভালো লাগছে বিশেষ করে ফুল এবং পাতার ভাঁজগুলো। এবং কাটিং গুলো ভীষণ সুন্দর লাগছে। আপনি ওয়ালমেট বানানোর প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মন্তব্যে আমি অনেক উৎসাহিত হইলাম। শুভকামনা রইলো আপনার জন্য।

ভাই রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা ওয়ালম্যাটটি অনেক সুন্দর হয়েছে।ওয়ালম্যাট বানানোর পদ্ধতি ধাপ আকারে খুব সুন্দরভাবে দেখিয়েছেন।এত সুন্দর একটি ওয়ালম্যাট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করেছেন আপনি।ভালো লেগেছে।

খুবই সুন্দর হয়েছে ভাইয়া আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি।ফ্রেমের উপর ফুলের পাশাপাশি পাতাগুলো ওয়ালমেটের সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে।ওয়ালমেট তৈরি অনেক পরিশ্রমের কাজ যা আপনি সহজেই খুব সুন্দরভাবে তৈরি করেছেন।এধরণের ওয়ালমেট দেওয়ালের সাথেও খুব সুন্দর মানায়।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

এভাবে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

দারুণ হয়েছে ওয়ালমেটটি।এটি দেওয়ালে আটকে দিলে দারুণ দেখতে লাগবে।প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে করেছেন নিপুনতার সঙ্গে।ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট আমার অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই যোগ্যতার সাথে এটি তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করেছেন। বিশেষ করে পাতাগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। আশা করছি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কালার গুলো খুবই সুন্দর নির্বাচন করেছেন আপনি, দেখতে ভীষণ ভালো লাগছে। খুবই ক্রিয়েটিভ ডিজাইন ছিল আপনার ওয়ালমেট টিতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার পক্ষ থেকে।