DIY-এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী।(১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় @shy-fox এর জন্য)

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। কেমন আছেন সবাই? আশা করি উপর ওয়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের সামনে আজকে আমি একটা সুন্দর ওয়ালমেট নিয়ে এসেছি। এই সুন্দর ওয়ালমেট টি বানানো হয়েছে রঙিন কাগজ দিয়ে।এটি অনায়াসে ঘর সাজানোর জন্য অনেক কাজের। মানুষের মাঝে যখন সৃজনশীলতা মানুষ যখন বুঝতে পারে ঠিক তখনি তার মাথায় একটা জিনিসই কাউজ করে সেটি হলো কিভাবে আমি আমার সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি। ঠিক এভাবে আমারও একটা সময় ফিল কাজ করছিলো খুব করে যে কিভাবে আমি আমার সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি। ভেবেছিলাম হয়তো বা আমার সৃজনশীলতা এখান থেকেই শেষ এটি বুঝি আর প্রকাশ করে হয়ে উঠবে না আমার। আর সেভাবে গুরুত্বও কখনো দেইনি,কেনই বা দিবো? ঠিক এমন সময় আমার এক রিলেটিভ এর কাছে জানতে পারি আমার বাংলা ব্লগ কমিউনিটির কথা ও কার্যক্রম সম্পর্কে।এখানে বাংলা ভাষাভাষী সকল মানুষ ধর্ম বর্ন নির্বিশেষে কাজ করে। খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে ব্যাক্তি তার যেকোনো ধরনের সৃজনশীলতা তুলে ধরতে পারে সবার সামনে। আছে কাজ করার স্পৃহা এমন কার্যক্রম ও এখানে পরিচালিত হয় যার ফলাফলস্বরুপ ব্যক্তির কাজের স্পৃহা বাড়াতে সক্ষম সেটি হলো সাপ্তাহিক হ্যাং আউট এবং রিওয়ার্ড সাপোর্ট। আমার খুবই ভালো লাগে সব মিলিয়ে।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী

260972990_456341445837777_7809308550807161743_n.jpg

উপকরণ

263108600_425652545701587_3981925289002032818_n.jpg

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাচি

ধাপ-১

প্রথমেই আমি কাগজ কেটে নিয়ে এমন বৃত্তের আকৃতি দিলাম,সাথে কাগজকে আগে কুচি করে ভাজ করে নিয়েছিলাম।

262291086_287764380032186_2132051714481573510_n.jpg

ধাপ-২

এরপর আলাদা ভাবে অন্য কালারের একটি কাগজ কুচি করে ভাজ করে নিয়ে এভাবে কেটে নিলাম।

261534203_282594127144957_6949176931154692457_n (1).jpg

ধাপ-৩

এবার লাল রঙের কাগজ একই ভাবে কুচি ভাজ করে কেটে নিলাম

ধাপ-৪

এবার রঙিন কাগজগুলো কেটে এভাবে তারার মতো করে বানিয়ে নিবো,আমি প্রথম থেকেই সব খন্ড খন্ড করে বানিয়ে নিয়েছি।

261073632_226287769643825_6878628496903860983_n.jpg

ধাপ-৫

এবার আমি বানিয়ে নেয়া সবগুলো উপকরণ একসাথে আঠা দিয়ে জুরে দিলাম।

263442898_638567680614156_3705855777770089730_n.jpg

হয়ে গেলো সুন্দর ওয়ালমেট

260972990_456341445837777_7809308550807161743_n.jpg

রঙিন কাগজ দিয়ে আমার বানানো ওয়ালমেট টি আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আমার পরীক্ষার কারণে আমি কোয়ালিটিফুল পোস্ট হয়তোবা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না।ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।পরীক্ষা শেষে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবার ও নিয়মিত পোস্ট করবো। ভালো থাকবেন সবাই,আমার জন্য দোয়া করবেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে

@alomgirkabir

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

IMG-20211119-WA0001.jpg

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি অলমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা আমার কাছে বেশি ভালো লেগেছে ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন

  • বাহ, আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ওয়ালমেট টিতে রঙ্গিন কাগজ ব্যবহার করাতে বেশ চমকপ্রদ লাগছে। মাত্র পাঁচটি ধাপে অসাধারণভাবে আপনি ওয়ালমেট তৈরির প্রসেস টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর এবং সৃষ্টিশীল মনোভাবের কাজ ছিল এটি ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনার ফুলের ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে । আপনি খুব চমৎকার করে ওয়ালমেটটি বানিয়েছেন। ফুলের কালার গুলো খুব সুন্দর সিলেক্ট করেছেন। যার ফলে এটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। কিন্তু একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে শেষের দিকে আপনি আরো দুই একটা ছবি যোগ করলে আরো সুন্দর হতো আপনার পোস্টটি। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ প্রিয় আপু

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট দারুন হয়েছে ভাইয়া। আপনার দক্ষতার প্রশংসা করতেই হবে। আপনি অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধর্য সহকারে রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করেছি মাত্র।

এটা অনেক সুন্দর প্রতিভা। আসলে আমাদের কমিউনিটি তে এত সুন্দর সুন্দর প্রতিবার লোক আছে সেগুলো হয়তো আমরা অনেকেই জানিনা।

রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় এটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। অনেক চমৎকার কালার এবং পর্যায়গুলো চমৎকার ছিল। যা আমার কাছে খুবই ভালো লেগেছে।

ধন্যবাদ সৃজনশীলতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

ভাই আপনার প্রশংসায় আমি ফিদা। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।।

  ·  3 years ago (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। এই ফুলটি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

আপনি আপনার কাজের মধ্যে সত্যিই খুব সৃজনশীল এটা এত নিখুঁত দেখাচ্ছে আপনি যা করেন তাতে আমি অবাক হয়েছি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি টি আমার কাছে খুবই ভালো লেগেছে ।আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন টি দারুন ছিল। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং ধাপ গুলোর সহজ ভাবে বর্ণনা করেছেন ।যা বুঝতে আমাদের অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনার কাগজের ফুল ওয়ালমেটটা অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন কালার ব্যবহার করায় দেখতে অনেক সুন্দর লাগছে। এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনি ফুলের ওয়ালমেট টি খুবি সুন্দর করে তৈরি করেছেন। আমার কাছে ভালোই লেগেছে আপনার তৈরি ওয়ালমেট। উপস্থাপনাটা বেশ ভালো ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।