৩১ জৈষ্ঠ্য , ১৪২৯ খ্রিষ্টাব্দ
১৪ জুন,২০২২সাল
বন্ধুত্বের কোনো বৈষম্য হয়না
হ্যালো
আমাদের বন্ধুত্বের গল্প
![]() |
---|
প্রথমেই যেই বিষয় টা আপনাদের সাথে সেয়ার করে নিতে চাই সেটা হলো, সে আমার একজন ভালো বন্ধু। আজ কাল অনেকেই বলে থাকেন ছেলে মেয়ে আবার কিসের বন্ধুত্ব। ছেলে মেয়ে আবার বন্ধু হয় নাকি? ছেলে মেয়ে বন্ধুত্ব মানে শুধুই ভন্ডামি। আমি বলি কি যে ছেলে মেয়ে ভালো বন্ধুত্ব হতে পারে। ছেলে মেয়েতে ও অনেক ভালো বন্ধুত্ব হয়। তবে সেই বন্ধুত্বের ক্ষেত্রে অবশ্যই উদ্দেশ্য সৎ এবং সম্পর্কের মাঝে বিশ্বাস থাকতে হবে। সেটা আপনারা হয়তো নিশ্চয় আমাদের এই ছবি দেখে বুঝতে পারবেন। আমি বিষয়টাকে আর ও পরিষ্কার করে বলি....
আমার জীবনের এক বিভীষিকাময় ধূসর সময়ের কথা বলি। যেটা আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে খারাপ সময়ের মধ্যে একটি, তো চলুন আপনাদের বলা যাক সেই সময়ের কথা। এই সব খারাপ সময়ের কথা মনে পড়লে নিজের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে। একবার আমি ভীষন ভাবে অসুস্থ হয়ে পড়ি। এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমা মেডিক্যাল এ ভর্তি পর্যন্ত করতে হইছিলো। আমি এর আগেও আমার বেশ কয়েকটি পোষ্টে বলেছি আমি পড়াশুনার সুবাদে বাইরে থাকি,, আর বাইরে থাকতে হয় পরিবার আত্মীয় সোজন সবাইকে পর করে দিয়ে। তাদের থেকে অনেকটা দূরে থাকতে হয় আমাদের। এই জন্যই আমাদের এই বাইরে থাকতে গিয়ে যেই মানুষগুলোকে আমরা সর্বদা পাশে পাই তারা হলো আমাদের সেই বন্ধু। এ যেনো এক আত্তার বন্ধন, রক্তের বাইরেও রক্তের সম্পর্কেও হার মানায়।
![]() |
---|
তার সাথে আজকে দেখা করার ছোট্ট একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য টা হলো যে তার কোনো একটি বিশেষ জিনিস আমার কাছে আমানত ছিল। এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে তাকে সেটা ফেরত দেবার তারিখ ছিল, সেই কথা মত আজ আমি তার সাথে সাক্ষাৎ করি। সাক্ষাৎ করার জন্য তার সাথে একটা ডিল ছিল যে সে আমাকে ট্রিট দিবে বিনিময়ে আমি তার সেই আমানত ফেরত দিব। অতঃপর অতঃপর আমাদের পূর্ব প্লান অনুযায়ী আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় সাক্ষাৎ করলাম। সে আবার সে আবার ফুচকা খেতে অনেক পছন্দ করে ফুচকা তার অনেক প্রিয় একটি খাবার শুধু তার নয় আমার মনে হয় বেশিরভাগ মেয়েদের ই এই খাবার টি অনেক প্রিয়। অতঃপর আমরা রেস্তুরেন্ট এ বসলাম এবং ফুচকা অর্ডার করলাম। সে ছিল একটা ছোট্ট মাপের খাদক, আমিও অবশ্য কম না বেশ ভালই খাইতে পারি আমিও হাহা।
![]() |
---|
আমাদের খাওয়া-দাওয়া শেষ করার পর সেখানে বসে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিলাম। সে অনেক কথা আদান প্রদান হয় আমাদের মাঝে। আমিও যেনো তার সাথে অনেকদিন পর দেখা করতে পেরে বেশ আনন্দ উপভোগ করছিলাম। গল্প গুজব শেষ করার পর যে জার ঠিকানায় রওনা হলাম। তবে তার সাথে কাটানো অল্প সময়ের মহূর্ত টা দারুন ছিল। অনেক ভালো সময় কেটেছে তার সাথে। সময়টা দারুন ছিল। বন্ধুদের সাথে মাঝে মাঝে এমন সময় কাটলে বেশ ভালই লাগে। আমি আসলে বন্ধুদের সাথে ঘুরতে অনেক ভালবাসি। বলতে পারেন আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ।
তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
আসলেই বন্ধুত্বের কোন ক্যাপশন হয় না।আসলেই ছেলে মেয়ে বন্ধুদের মাঝে মহৎ উদ্দেশ্য থাকতে হয়।আর পরিবার ছাড়া বাহিরে থাকলে তখন সবচেয়ে কাছে বন্ধুরা।ভালোই মজা করেছেন মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই বন্ধুত্বের কোনো ক্যাপশন হয়না। যাক কিছু ফেরত দেওয়ার বদলে ট্রিট পেয়ে গেলেন। ফুচকার কিছু ছবি দিলে ভালো হতো। শুধু সেলফি হয়ে গেছে খালি। যাক ভাইয়া শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি কাজে ভালো ভাবে ফিরতে চাও , তাহলে ভালোভাবেই ফেরো । নতুবা ট্রেডিং এর দিকেও মনোযোগী হও । এখানে কাজ করতে হলে রেগুলার হতে হবে । এবং টাকা উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই আমাদের শেখানো ক্লাসের মাধ্যমে টাকা উত্তোলনের বৈধ পন্থা অবলম্বন করে টাকা উত্তোলন করতে হবে । এইসব নিয়ম-নীতি যদি মানতে পারো তাহলে এখানে কাজ করো অন্যথায় বিকল্প রাস্তা বা নিজের পথে হেঁটো । ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন বন্ধুত্বের বিচার কখনো ছেলে মেয়ে দিয়ে হয় না। বন্ধুত্ব বন্ধুত্ব সেটা ছেলে বা মেয়ে যেটাই হোক। আপনি তো খুব সুন্দর ভাবে টাইটেল দিয়েছেন ভাইয়া বন্ধুদের কোন ক্যাপশন হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বন্ধুত্ব নিয়ে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ঠিক বলেছেন আসলেই বন্ধুত্বের কোন ক্যাপশন হয় না। আসলে বন্ধুদের মাঝে থাকতেও ভাল লাগে। আপনি আপনার বন্ধুর সাথে ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে সেই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুত্ব যদি সেটা আত্মার বন্ধন থেকে হয় সেখানে সবকিছু সুন্দর হয়ে ওঠে। আপনাদের বন্ধুত্ব আজীবন থাকুক। আর দোয়া রইল দুজনের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বার থাকতে হলে
কমিউনিটির সকল নিয়ম মেনে ব্লগিং করতে হবে। কমিউনিটির প্রতিটি নিয়ম কমিউনিটির মডারেটর এবং এডমিনও ব্রেক করতে পারবে না। নিয়ম সবার জন্যই সমান।
আর সেটা আশা করি আপনি খুব ভালোভাবেই জানেন।
নেক্সট টাইম পোস্ট করার আগে, আপনারা সমস্যার সমাধান করে তারপর পোস্ট করবেন।
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই বন্ধুত্বের কোন ক্যাপশন হয় না। আপনাদের বন্ধুত্ব দেখে খুব ভালো লাগলো । নিশ্চয় রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার আর আলাপচারিতা সবমিলিয়ে খুব সুন্দর মুহূর্তে অতিবাহিত করেছে ।চমৎকার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit