DIY-এসো নিজে করি সুন্দর ওয়ালমেট (১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য)

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। কেমন আছেন সবাই? আশা করি উপর ওয়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা সুন্দর ওয়ালমেট বানানোর প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কতটা ভালো লাগছে বোঝাতে পারবো না, আসলে আমি এমন প্ল্যাটফর্ম আগে কখনো দেখিনি-যেখানে নিজের সব ধরনের সৃজনশীলতাকে প্রাধান্য দেয়া হয়। এই প্রথম আমি দেখলাম "আমার বাংলা ব্লগ" এর মতো একটা প্ল্যাটফর্ম যেখানে সকল বাংলা ভাষাভাষি মানুষ নিজের ব্যাক্তিত্ব,ক্যারিয়ার,গল্প,আবৃত্তি,রচনা,গান, সৃজনশীলতা ইত্যাদি শেয়ার করতে পারবে সবার সাথে। আমি আসলে খুবই গর্ববোধ করি যে আমি আমার বাংলা ব্লগ এর মতো একটা কমিউনিটিউতে কাজ করি। স্যালুট রইলো বাংলা ব্লগ এর পছনে পরিশ্রম করা দাদা কে। যাই হোক, আজকে আমি একটা ওয়ালমেট নিয়ে এসেছি, চলুন শুরু করা যাক

কাগজের তৈরী ওয়ালমেট

260829727_763383131729709_1411348124433790048_n.jpg

লোকেশনঃমোবাইল ক্যামেরাঃ Oppo F1

উপকরণ

262119750_1092844498131005_1014930303137878292_n.jpg

লোকেশনঃমোবাইল ক্যামেরাঃ Oppo F1

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল

ধাপ-১

প্রথমেই দুটি কাগজ কেটে নিলাম বৃত্ত আকারে,মূলত শাড়ির কুচির মতো একটা শেপ করে নিবো সেই জন্য। এই কালারের সাথে অন্য কালারে ও দুটি কুচি(অনবরত ভাঁজ) করে নিলাম।

259238589_1099428810800233_1462363611095894549_n.jpg

লোকেশনঃমোবাইল ক্যামেরাঃ Oppo F1

ধাপ-২

এরপর কেটে নেয়া কাগজ এভাবে ভাজ করে নিলাম।

261191372_314496666976609_2838140404153133941_n.jpg

অন্য রঙ এর কাগজ একই ভাবে কেটে ভাজ করে নলাম

259977906_722508972043530_4961268678531398421_n.jpg

লোকেশনঃমোবাইল ক্যামেরাঃ Oppo F1

ধাপ-৩

এবার দুই কাগজ একসাথে জুরে এভাবে প্রজাপতির আকৃতি দিতে হবে।

261021695_1482399835477546_4110431945222463424_n.jpg

লোকেশনঃমোবাইল ক্যামেরাঃ Oppo F1

ধাপ-৪

এই ধাপে দুই রঙ এর ৪ টি কাগজ দুটি দুটি করে একসাথে আঠা দিয়ে জুরে দিয়ে প্রজাপতির বানিয়ে নিতে হবে।

261021461_624778285380747_3204907991592595265_n.jpg

একইভাবে ভিন্ন রঙ এর টা দিয়েও প্রজাপতি বানিয়ে নিলাম

261781433_3175562182732856_8257133318167371113_n.jpg

লোকেশনঃমোবাইল ক্যামেরাঃ Oppo F1

ধাপ-৫

এইবার বানিয়ে নেয়া দুই প্রজাপতি একটা রঙিন কাগজ ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে তার উপর আঠা দিয়ে বসিয়ে দিতে হবে।
এভাবে......

261071326_452796129567635_2685933376193940649_n.jpg

লোকেশনঃমোবাইল ক্যামেরাঃ Oppo F1

সর্বশেষ ধাপ

আমি আগের টাতে একটা প্রজাপতি বেশি বানিয়ে নিয়েছিলাম,তিনটি প্রজাপতি বানিয়ে আঠা দিয়ে জুরে দেয়ার পর দুই কর্নারে বসিয়ে দিতে হবে-আমার আগের থেকে কাগজ কেটে লাভ বানিয়ে রাখা তার উপরে পুথি বসানো।
এভাবে...

261746647_443908650632085_79273160969520135_n.jpg

লোকেশনঃমোবাইল ক্যামেরাঃ Oppo F1

কিছু কথাঃ

আমি অনেক আগ্রহ নিয়ে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টা বানিয়েছি। আমি আগে কখনো এমন আগ্রহ উৎসাহ পাইনি এসব বানানোর জন্য। আসলে আমি কখনো ভাবিওনি যে "আমার বাংলা ব্লগ" এর মতো একটা কমিউনিটি পাবো যেখানে আমার নিজের সৃজনশীলতা তুলে ধরতে পারবো। আপনারা শুধু আমাকে একটু উৎসাহ দিয়ে যাবেন যেন আমি পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি।আর আজকের রঙিন কাগিজ দিয়ে বানানো আমার ওয়ালমেট টি কেমন হয়েছে তা জানাবেন আশা করি। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে

@alomgirkabir

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

IMG-20211119-WA0001.jpg

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালেট তৈরি করেছেন। এই আমার অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

কাগজ দিয়ে প্রজাপতির ওয়ালমেটটি কি সুন্দর ভাবে তৈরি করেছেন।যেমন সুন্দর ভাবে বানিয়েয়েছেন,তেমন সুন্দর ভাবে কাটিং করেছেন। পুরো উপস্থাপনাটাই খুব সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য ।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনার ওয়ালমেটটি তো খুব সুন্দর হয়েছে। আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেটটির প্রজাপতিগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তাছাড়া আপনি এটি তৈরির পদ্ধতি গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। যা দেখে সহজেই কেউ এটি বানাতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটু ওয়ালমেট তৈরি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে এভাবে উৎসাহ দেয়ার জন্য।

এখানে আমাদের সাথে আপনার কারুশিল্প ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ, এটি তৈরি করতে আমাদের এটি অনুকরণ করা উচিত।
এবং আমিও খুব কৃতজ্ঞ, আপনি দেখিয়েছেন কিভাবে এটি তৈরি করতে হয়।

জি ভাই চেষ্টা করেছি নিজের ক্রিয়েটিভিটি আপনাদের মাঝে তুলে ধরার এই আর কি।

ভাই আপনার ওয়ালমার্ট বেশ আবেদনময়ী। আপনি রঙিন কাগজ থেকে একটি আশ্চর্যজনক রঙিন ওয়ালমার্ট তৈরি করেছেন।

আপনার ওয়ালমার্টের প্রজাপতিগুলি অত্যাশ্চর্য। প্রাণঢালা শুভেচ্ছা এবং শুভকামনা। |

আহা! ভাই আবেদনময়ী তাই না?? অনেক মজার মানষ ভাই আপনি💗💗💗💗

কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ।যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যার জন্য আপনার পোস্ট আরও অনেক বেশি সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এমনভাবে উৎসাহ দেয়ার জন্য।

বাহ! ভাই আপনার ওয়ালম্যাটটি তো দারুন হয়েছে।প্রজাপতি ওয়ালম্যাটটি আমার কাছে খুব সুন্দর লাগছে দেখতে। ওয়ালমেট তৈরি করার পদ্ধতি ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার কাঙ্ক্ষিত মন্তব্যের জন্য। ভালোবাসা অবিরাম ভাই।

ভাই কাগজের তৈরি প্রজাপতি তার সাথে লাভ দিয়ে খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন । আর আপনার উপস্থাপনা সুন্দর ছিল । যার জন্য সহজেই যে কেউ ওয়ালমেটটি তৈরি করতে পারবে ।

কম্বিনেশন করেছি লাভের সাথে ভাই। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

গোলাপি , নীল এবং হলুদ দিয়ে অনেক সুন্দর তিনটা প্রজাপতি তৈরি করে নিয়েছে। প্রজাপতি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। প্রজাপতিটি এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আসলে দেখার মত ছিল। প্রজাপতি গুলোর সাথে অনেক সুন্দরভাবে দুটো লাভ দিয়েছেন তার উপরে ছোট ছোট পুতি দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করে নিয়েছেন। এক কথায় অসাধারণ ওয়ালমেট হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে

আপনার অনেক।সুন্দর মন্তব্যের জন্য আমি অনেক আনন্দিত। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

সত্যি ভাইয়া আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়েছেন সাথে ওয়ালমেট তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া। এক কথায় অসাধারণ

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।