হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তা-আলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এক আনন্দঘন মুহূর্ত শেয়ার করব বলে।
নতুন বছরের প্রথম দিনের বই উৎসব।
2021 সালের 31 শে ডিসেম্বর দিন পেরিয়ে যখন রাত শুরু হলো সবাই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা নিয়ে অনেক উদ্বিগ্ন। কেননা এই রাতটি সবার জন্যই অনেক আনন্দময় একটি রাত। সবার মতোই আমারও এ রাতটি উদযাপন করা নিয়ে অন্যরকম একটি অনুভূতি থাকার কথা ছিল। কিন্তু মনের অজানা কিছু বিষাদময় স্মৃতি থাকার কারণে এই রাতটাকে অন্য সবার মত করে আমি বরণ করে নিতে পারিনি। যখন সবাই এ রাতটি উদযাপন করা নিয়ে ব্যস্ত তার ঠিক উল্টোদিকে মনের কোনে একরাশ অভিমান নিয়ে চার দেয়ালের মধ্যে নিজের মনের সাথে হাজার প্রশ্নের সাথে বোঝাপড়া করছিলাম। যাই হোক সেই রাতটি অনেক অভিমান এবং দুঃখ ভরা মন নিয়ে কাটিয়ে দিলাম। রাত পেরিয়ে যখন ভোর হলো তখন মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছিল কিভাবে মনটাকে ভালো করা যায়।
অবশ্য আমার একটা অনেক পুরনো অভ্যাস আছে , আমার মন যতই খারাপ থাকুক না কেন আমি যদি কোন একটা ভালো কাজ করতে পারি অথবা কোন একটা ভালো কাজের সাক্ষী হয়ে থাকতে পারি তাহলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তখন বারবার চিন্তা করতেছিলাম কি করা যায় কি করা যায়। হঠাৎ মনে পড়ল আজ বছরের প্রথম দিন জানুয়ারি মাসের এক তারিখ। ছোটবেলা থেকে এই দিনে একটা মজার স্মৃতি সবার কমবেশি আছে।বিশেষ করে যারা পড়াশোনার মধ্যে আছে অর্থাৎ ছাত্র-ছাত্রী সবারি দিনটা একটি আনন্দের দিন। এই দিনে তারা নতুন একটি শ্রেণীতে ওঠে এবং নতুন নতুন বই হাতে পায়।
আরেকটা কথা আমি কিন্তু আগের পোস্টে আপনাদের বলেছিলাম আমার একটা কোচিং সেন্টার ছিল। ওখানে আমি মোটামুটি ভালো সময় কাটিয়েছি। আরো কথা ছিল যে প্রতিটা শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাকে অনেক ভালোবাসতেন এবং মায়া মমতায় আগলে রাখতেন। শিক্ষকবৃন্দের মধ্যে আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন, তারও আবার একটি প্রাইভেট স্কুল ছিল। এখানে আমার রোজ রোজ যাওয়া হয়ে ওঠেনি তবে আমি মাঝে-মধ্যে গিয়ে সেখানে শ্রেণীতে পাঠ দান করতাম। বিশেষ করে যখন আমার মন খারাপ থাকতো সেই দিনগুলোতে আমি বেশি স্কুলে যাইতাম। কেননা সেখানে বাচ্চাদের সঙ্গে মিশতে পারলে আমিও যেন ছোট বাচ্চাদের মত শৈশবে ফিরে যাই এবং আমার মন খারাপের কারণ গুলো ভুলে যাই। বন্ধুরা সেইদিন মন খারাপ ছিল বলে আমার মাথায় ছোট বাচ্চাদের চিন্তা চলে আসলো, মনে পড়ল আজ তো তারা নতুন বই পাবে এবং তারা বই উৎসব করবে। তখনই আমার প্লান সেট করে ফেললাম আজ আমি স্কুলে যাব এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাবো।আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি এবং আমার পুরো দিনটি অনেক ভাল কাটিয়েছে।
তারা অনেক দিন পর আমাকে পেয়ে অন্যরকম এক আনন্দে আনন্দিত হয়েছিল। আমার প্রতি তাঁদের এই ভালোবাসা দেখে আমিও যেন নিমিষেই তাদের সঙ্গে মিশে ছোট বাচ্চা হয়ে গেছি। তারা আমাকে এত ভালোভাবে মনে রেখেছে যে গত দিনগুলোতে তাদের সঙ্গে যে দুষ্টু মিষ্টি স্মৃতি গুলো ছিল একে একে তারা সব মনে করে দিচ্ছিল। তারা আমাকে কাছে পেয়ে এত ব্যস্ত হয়ে গেছে যেনো আমি কাকে ছেড়ে কাকে সময় দেবো দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে গেছিলাম। পুরো স্কুল জুড়ে স্যার স্যার শব্দটি শুনতে অন্যরকম এক অনুভূতি চলে আসে আমার মধ্যে। একটি ক্লাস রুমে ঢুকলে অন্য একটি ক্লাস রুম থেকে তাদের চিৎকারে স্যার আমাদের রুমে আসেন কতদিন হয় আপনার সঙ্গে মজা করা হয় না। আমিও তাদের কাছে নিজেকে একজন শিক্ষক হিসেবে কখনোই প্রমাণ করার চেষ্টা করেনি। একজন বন্ধু আর একজন বন্ধুর সঙ্গে যেমন প্রাণ খুলে কথা বলতে পারে আমিও তাদের সঙ্গে এমনই ছিলাম। তারা আমার সঙ্গে এতটাই ফ্রী ছিল যে তাদের ঘটে যাওয়া সকল কথায় নির্দ্বিধায় আমার সঙ্গে শেয়ার করত।
আগের রাতে সকল মন খারাপ যেন নিমিষেই শেষ। পরের দিনটা এত ভালো কাটবে আমি কখনো চিন্তা করিনি। তাদের সঙ্গে মিশে যাবার পর আগের স্মৃতি এবং গত রাতের মন খারাপের কথা যেনো আমি নিমিষেই ভুলে গেছিলাম। তো বন্ধুরা আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন একজন ভালো মানুষ হতে পারি। এবং সেইসাথে এই ছোট বাচ্চাদের জন্য আপনারা দোয়া রাখবেন তারা যেন এক আলোকিত ভবিষ্যৎ পায়। কোনো বাধা-বিপত্তি যেন তাদের ভবিষ্যতে দাগ না ফেলতে পারে। সেদিনটা অনেক ভালো কেটেছে অবশেষে আমার জীবনের সাথে জড়িয়ে থাকা সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের অনুভূতির কথা এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Join the Discord Server for more Details
আপনার বই উৎসবের ছবি দেখে ছোট বেলার স্মৃতি
মনে পড়ে গেলো। দারুন আনন্দের সময় কাটিয়েছেন মন ভালো হয়ে গেলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন বছরে নতুন বই পাওয়ার যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না।ছোটবেলায় অনেক নতুন বই পেয়েছি। অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো তখন। ওই দিন টা অনেকটা উৎসবের মতন ছিল। খুব মিস করি সেই দিনগুলো এখনো। ধন্যবাদ ভালো একটি পোষ্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বই পেয়েই মনে হয় আজকেজ সব বই শেষ দিবো🤣🤣 অনেক অনেক ফিলিংস। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit