শীতের মাঝে জনপ্রিয় এক খেলা (10% payout for shy-fox)

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেব সবাই? আশা করি মহান রাব্বুল আল-আমীন এর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের মৌসুম মানেই একটা অন্য রকম অনুভূতি,শীতের মৌসুম মানেই মনে পড়ে যায় হাজারো বিষন্নতার স্মৃতিকাতর সবসময়, শীতের রাত মানেই একটি মজার খেলা,সবাই জানে-ব্যাডমিন্টন। আমি আমার কিছু কথা আর এই পছন্দের খেলা নিয়ে কিছু কথা বলতে চাই। এই কথা বলার অনেক কারন আছে, আর তাই তো চলে আসলাম আজকে শীতের মৌসুম নিয়ে কিছু কথা বলতে

শীতের মাঝে জনপ্রিয় এক খেলা

salman-hossain-saif-n3HjfZPuT5w-unsplash.jpg
Image Source by Unplash
শীতের এই মৌসুমে কার না মন চায় একটু ব্যাডমিন্টন খেলতে? আমার তো মনে হয় কমবেশি সবাই এই খেলা পছন্দ করে। আমি আবার ছোটবেলা থেকেই ব্যাডমিন্টন এর প্রতি অনেক আসক্তি ছিলাম। খুব ভালো লাগে, যদিও খেলা হয়তো বা খুব কম খেলেছি বা কম পারি। হেমন্তকাল শেষ করে যখন শীতকালের আবাস এসে পৌছায় আমাদের গাঁয়ে-অঞ্চলে,সেই সময়টায় তখন মনে করিয়ে দেয় যে সামনে শীত আসছে। সবকিছু সবকিছুর মতো থাকলেও মন টা কেমন জানি উতলা হয়ে থাকে,কি জানি একটা বিষয় নিয়ে ভাল্লাগে,কোন বিষয় সেইটা জানি না।আমার মনে হয় মনের এই অবস্থাকেই উদাসীনতা বলে, হ্যা আমি শীতের শুরুতে অনেক উদাসীন হয়ে পড়ি। হটাত করে মনে পড়ে যায়-এই শীতকালে আমরা ব্যাডমিন্টন খেলতাম জমজমাট আকারে। আর তাই তো আজকে সুযোগ পেয়ে আমিও খেল্লাম কিছু সময়, খুবই ভালো লাগতেছিলো। শীতের কুয়াশা ঢাকা গ্রামের জমিতে বৈদ্যতিক আলো দিয়ে খেলা, এ এক অন্যরকম অনুভূতি,অন্য রকম ভালো লাগা। ভালোই লাগতেছিলো কারন আমি প্রায় ১ বছর পরই খেলছি।

শীতের রাতে জমিতে ব্যাডমিন্টন খেলছিলাম

261831526_1255114881655346_7044930259425924054_n.jpg

লোকেশনঃমোবাইল ফোন ক্যামেরাঃ Oppo F1

ব্যাডমিন্টন নিয়ে আমার এক স্মৃতিচারন।

সেদিন ছিলো বুধবার,আমাদের এলাকার ন\বাজারে হাটের দিন। আমি তখন ক্লাস সেভেন এ পড়ি। গ্রামে থাকি,অনেক বন্ধুবান্ধব,বড়ভাই সবাই মিলে শীতের এক রাতে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছিলো। আমার খুব মন খারাপ হয়েছিলো সেদিন,কারন আমি ছোট বলে আমাকে খেলতে নিবে না। পরে খেলতে নিতে রাজী হইলো সবাই কিন্ত আমার কোনো ব্যাট নাই আবার, কি দিয়ে খেলবো আমি। হাটের দিন ছিলো পরের দিন ওই যে বলাম, বাবার সাথে জিদ ধরেছিলাম যেন আমাকে ব্যাডমিন্টন এর ব্যাট কিনে দেয়। সারদিন কান্নাকাটির পর কিনে দিয়েছিলো। তারপর রাতে আমাদের বাড়ির পাশেই খেলা হতো,গেলাম সেখানে। খেলা পারি না তবুএ আমাকে সবাই খেলতে নিলো,কারন তারা আগে থেকেই জানতো অনেক কান্নাকাটি করে এই ব্যাট কিনে নিয়েছি আমি। ঐ যে সেদিন থেকে শুরু হয়েছে আজ অব্দি সেই ছেলেমি যায়নি আমার। আজও আমাদের বাড়ির পাশেই খেলা হয়। আমিও বগুড়া থেকে একদিনের জন্য বাড়িতে চলে আসছি কাজে, রাতে দেখি খেলার আয়োজন। নেমে পড়লাম,আর লোভ সামলাইতে পারলাম না।

আজ রাতে খেলতে গিয়ে

258899548_3071928703063615_8464580624515830162_n.jpg

লোকেশনঃমোবাইল ফোন ক্যামেরাঃ Oppo F1

শীতকালের কিছু অনুভূতি

খুব মনে পড়ে সেই সময়কার কথা যখন শীতকালে নির্দিষ্ট একটা দিনে সকল আত্মীয় আমাদের বারিতে আসতো, আমরা ছোট বাচ্চারা ঘুমায় যেতাম অনেক আগেই,খুব গভীর রাত হইতো না। শেষ রাতে/ভোর সকালে আমাদের ডেকে যখন একটু একটু করে আকাশ ফর্সা হয়ে অন্ধকার কেটে যেতে শুরু করে। চোখ মুছতে মুছতে হাত মুখ ধুয়ে এসে দেখি ভাপা পিঠার আয়োজন করা হয়েছে বড়সর আকারে। বাড়ির সবাই আছে,আত্মীয়স্বজন সবাই আছে। গরম গরম ভাপা পিঠা,আর শীতের হালকা বাতাস,চাদরে মুরি দিয়ে ইচ্ছে মত মজা করে ভাপা পিঠা খেতাম,কিন্ত সেই সময়গুলো এখন এসে সময়ের পরিক্রমায় এক রকম হারিয়ে গেছে। সময়গুলো এখন কেমন জানি সাদা কালো হয়ে গেছে। আগের মতো আর কোনোকিছুতেই কোনোকিছু হয়ে উঠে না।
এখন আমার শীতের সকালে ভোর হইয় এক কাপ চা দিয়ে...

drew-taylor-7liDpl93wt4-unsplash.jpg
Image Source by Unplash

হয় না আর, ফিরে আসে না সেই সময়। দেখতে পাই শুধু স্মৃতির দেয়ালে সেই সোনালী অতীত। এক কাপ চায়ে সবকিছু খুজে নিতে হয় এখন,মানে চা হাতে ভাবি সবকিছু। এই শীতের সময়ে আমার বিষন্নতার কারন এইটাই। আমি কেন ফিরে পাই না সেই শীতকালের আমেজ,কেন ফিরে পাই না খুব দ্রুত অতীত হয়ে যাওয়া সময়গুলো, কেন ফিরে পাই না সেই সময়-এমন হাজারো প্রশ্ন মনের ভেতর। কিন্ত কিইবা আর করার।কিছুই করার নেই।জীবনে কিছু করতে হলে নাকি অনেক কিছু ত্যাগ করতে হয়, আমার কাছে মনে হয় এটাই বুঝি আমার কাছে সবচেয়ে বড় ত্যাগ।

আজকে আমি শীতের সময়ের সেই কথাগুলো শুধুমাত্র শেয়ার করলাম,আর এর মুল আকর্ষনই ছিলো ব্যাডমিন্টন। শীতের এই জনপ্রিয় খেলাটি ছোটবেলা থেকেই আমি দেখে আসতেছি,সুযোগ পেলেই খেলি।

আমার আজকের পোস্ট কেমন লেগেছে সবার অবশ্যই জানাবেন, আমি আসলে কাজ করার অনেকটা উদ্যম পাই আপনাদের উৎসাহমূলক বিভিন্ন মন্তব্যের মাধ্যমে। আর হ্যা আমি সবচেয়ে উপকারী হবো যদি আমার ভুলত্রুটিগুলো ধরিয়ে দেন,কারন এখন ভুল করলে যদি জানতে পারি,পরের বার অন্তত সেই ভুল আর হবে না

ধন্যবাদ আপনাদের সবাইকে

alomogir


💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

IMG-20211119-WA0001.jpg

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খেলাধুলার মধ্যে ব্যাডমিন্টন আমার সবথেকে প্রিয় খেলা। আমি প্রতিদিন ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি। ব্যাডমিন্টন খেলার মাধ্যমে শরীর চর্চা অনেক বেশি হয়। ছোটবেলা থেকেই এই খেলাটা অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত ভালো আলোচনা করার জন্য।

শুধু শীতের সময় এই খেলাটায় আমার খুব প্রিয় খেলা ভাই। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শীত মানেই ব্যাডমিন্টন এড় ধুম পরে যায় চারিদিকে সপ্তাহ খানেক হলো নিয়মিত খেলা শুরু করেছি এই খেলাকে এতো ভালবাসি কি বলবো অপেক্ষায় থাকি শীতের।অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন।শুভ কামনা।

বাহ! খুবই ভালো লাগলো যে আপনিও খেলা শুরু করেছেন ভাই। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আসলেই ভাই ব্যাডমিন্টন খেলা শীতের দিনে সবচাইতে জনপ্রিয় খেলা। এই খেলাটি প্রতিটা এলাকায় শীতের সময় খেলতে দেখা যায়। আমরাও গতকাল খেলেছি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে এই ব্যাডমিন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুবই ভালো করেছে, খেলাধুলা আমাদের শরীর ভালো রাখে। ধন্যবাদ আপনাকে ভাই।

শীতকাল আসলেই মনের ভিতর উত্তেজনা কাজ করে। আসলেই ব্যাডমিন্টন খেলতে আমার খুবই ভালো লাগে। এখন আর খেলা হয় না তেমন।। আসলে যখন বড়রা খেলে না এটা স্বীকার আমরাও হয় তখন ছোট বলে খেলতে নেয় না।এটা খুবই দুঃখজনক

ভাই আবার খেলা শুরু করে দেন। ব্যস্ততা আমাদের জীবনের একটি অংশ মাত্র। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলা লক্ষ করা যায়। শহরাঞ্চলে রাস্তার অলিতে-গলিতে আর গ্রাম অঞ্চলে বিভিন্ন স্কুল মাঠে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলা দেখা যায়। আমি নিজেও ব্যাডমিন্টন খেলতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। সুন্দর পোষ্ট শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

শীতকালে রাতে খেলা মানে অন্য রকম অনুভূতি।শরীর গরম রাখার উত্তম উপায়।তাছাড়া এই খেলাগুলো শীতকালেই বেশি জমে উঠে।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

লেখার হাত ভাল আছে। নিজেই ছবি তুলে পোস্ট করার অভ্যাস করুন। ভাল করতে পারবেন।

পরবর্তীতে চেষ্টা করব ভাই , ধন্যবাদ।