Hello,
@bmarbanglablog-এর বন্ধুগণ
সবার উপর শান্তি বর্ষিত হোক। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি মুরগির রেসিপি নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি।
স্পেশাল মুরগির মাংসের রেসিপিঃ
শুরু এখন থেকেঃ উপকরণ
উপকরণ | পরিমান |
---|---|
মরগি | ১কেজি |
আলু | ২৫০গ্রাম |
পিয়াজ | ৫০০গ্রাম |
লবণ | পরিমান মত |
কাচা মরিচ | ৬/৭টি |
গুড়া মরিচ | পরিমান মত |
হলুদ | পরিমান মত |
গরম মসলা | ৫০গ্রাম |
আদা+রসুন | ৫০ গ্রাম |
মুরগির মসলা | ১ প্যাকেট |
তেল | ৫০০গ্রাম |
প্রথম ধাপঃ
প্রথম ধাপে পিয়াজ, আদা, রসুনের ছোবলা ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়ে একটি পরিষ্কার প্লেটে নিয়েছি। এবং মুরগির মাংসের মসলা নিয়েছি।
দ্বিতীয় ধাপঃ
এই ধাপে পিয়াজ, আদা, রসু ও মসলা পিশিয়ে নিয়েছি। পিশিয়ে নেওয়ার পরে একটি পরিষ্কার প্লেটে রেখে দিয়েছি।
তৃতীয় ধাপঃ
২কেজি মাংস বাজার থেকে কিনে কেটে নিয়ে এসেছি কারণ আজকের রান্না করতেছি মেসে। আমি মেসেই থাকি রান্নার যদিও তেমন সুযোগ মেলে না। পড়া শুনার ফাকে আজকে রান্নার সুযোগ করে নিয়েছি। এই ধাপে মাংস বেশ কয়েক বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
যদিও মুরগির মাংসে অনেকেই আলু দেয় না কিন্তু আমি কিছু আলু কেটে নিয়েছি মাংসের মাঝে দেওয়ার জন্য। বাংলাদেশর রন্ধনপ্রণালীর মাঝে আলু থাকবেই। আলু ছাড়া কোন রান্না প্রায় হয় না।
পঞ্চম ধাপঃ
এই ধাপে প্রয়োজনীয় সব উপদান ধুয়ে নিয়ে এক জায়গায় প্রদর্শন করিয়েছি। এখনে দেখতে পাচ্ছেন কিছু মরিচ নিয়েছি। গুলো না কেটে অমন এ বোটা ছারিয়ে ধুয়ে নিয়েছি।
সষ্ঠ ধাপঃ
এক কেজি পরিমান চাল নিয়েছি ভাত রান্না করার জন্য। মুরগির মাংসের তরকারি দিয়ে ভাত আমাকে ভালো লাগে তাই ভাত রান্না করবো মুরগির তরকারির সাথে।
সপ্তম ধাপঃ
যেহেতু অনেকেই আলু দেয় না মুরগির মাংসের মাঝে তাই আমি আলু আগে তেল দিয়ে কাড়ায়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিলে স্বাদের কোন
সমস্যা হবে না বরং স্পেশাল স্বাদ পাওয়া জবে।
অষ্টম ধাপঃ
আলু ভেজে নেওয়া শেষ হইলে আলু কাড়ায় থেকে নামিয়ে একটা প্রিজে রেখে দিয়েছি এবং পিয়াজ আলাদা করে তেল দিয়ে ভাজিয়ে নিয়েছি। পিয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন সকল ধরনের মসলা কাড়ায়ে দিয়ে পরিমান মত তেল দিয়ে কিছুক্ষণ ভাজিয়ে নিতে হবে। এই ধাপেই লবণ এবং হলুদ দিতে হবে। ভাজা হয়ে গেলে নিচের ধাপ অনুসরণ করুন↓
নবম ধাপঃ
এখন কাড়ায়ের মাঝে মাংস ঢেলে দিতে হবে এবং কিছুক্ষন মাংস ভাজিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমানে পানি দিয়ে ঢেকে রাখতে হবে।
দশম ধাপঃ
এই ধাপের কিছু কথা পূর্বের↑ ধাপে বলেছি। মাংস ভাজিয়ে নেওয়ার পরে কিছুক্ষন ঢেকে রেখেছি।
একাদশ ধাপঃ
কিছুক্ষন পরে ঢাকনা খুলে মাংস আবার কিছুক্ষন নাড়িয়ে নিতে হবে।যখন মাংস শুকিয়ে ভাজার মত হবে তখন পরিমান মত পানি দিতে হবে। তবে পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কি পরিমানে ঝোল রাখবেন সে ভাবে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আবার কিছুক্ষন ঢাকিয়ে রাখতে হবে।↓
দ্বাদশ ধাপঃ
ঝোলের পানি দিয়ে মাংস ঢাকিয়ে রেখেছি।
ত্রয়োদশ ধাপঃ
এই ধাপে দেখিয়েছি ঝোলের পানি দেওয়ার পর ঢাকিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষন পরে ঢাকনা খুলে মাংস আবার কিছুক্ষন নাড়িয়ে নিয়েছি এবং আবার ঢাকিয়ে দিয়েছি।
শেষ ধাপঃ
শেষ ধাপে ঢাকনা খুলিয়ে ২/১ বার নাড়িয়ে স্টভ অফ করে রেখে দিয়েছি।
এই ছিলো আমার আজকের মুরগির মাংসের স্পেশাল রেসিপি। সবার দাওয়াত রইলো বাসায় রান্না করে খাওয়ার জন্য😏
আমি মোঃ আলমগীর কবির। আমি @amarbanglablog এর একজন নিয়মিত লেখক,কবি এবং সাহিত্যেক। সত্যি কথা বলতে এইসব হওয়া আমার ইচ্ছা। আপনারা দোয়া করবেন আমি যেন হইতে পারি। সর্ব শেষ আমি সততা নিয়ে জীবন জাপন সব চেয়ে বেশি ভালোবাসি। |
---|
জি ভাইয়া স্পেশাল মুরগির মাংসের রেসিপি টি আসলেই স্পেশাল হয়েছে, দেখতে লোভনীয় লাগছে। তবে ভাইয়া কিছু বানান ভুল রয়েছে এবং ছবি গুলো আরেকটু ক্লিয়ার হলে পোস্ট টি কিন্তু দূর্দান্ত হবে👌। অসংখ্য ধন্যবাদ এতো মজার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু রান্নাটি রাতে লরার কারণে ছবি ক্লিয়ার হয়নি তেমন। বানান ঠিক করেছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ। শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা খুব সুস্বাদু, আমার বন্ধু, আপনি আমাকে খুব ভাল রান্না করতে দেখিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে স্বাগতম.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুরগির মাংসের রেসিপি আমার খুবই প্রিয়। অন্যান্য মাংসের চেয়ে মুরগির মাংসের স্বাদ টা একটু আলাদা। আপনার রেসিপিতে আলু দিয়ে সুন্দরভাবে মুরগির মাংস রান্না করেছেন। মুরগির মাংসের সাথে আলুর টেস্ট সুন্দরভাবে ম্যাচিং হয়। দেখে মনে হচ্ছে রেসিপিটা খুবই লোভনীয়। লোভনীয় এই রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া উপভোগের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। দেখে জিভে জল চলে এল আমার। মনে হচ্ছে আপনি মুরগির মাংস ভুনা করে রান্না করেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুরগির মাংস রেসিপি টা দেখতে অনেক লোভনীয় হয়েছে ভাই। খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। প্রত্যেকটি দাপ পরিপাটি এবং গুছিয়ে লিখেছেন শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার রান্নাটি বেশ মজার হয়েছে। তবে পোস্টে বানান এখনো কয়েকটি ভুল আছে। খুব বেশিনা তবে বানান ভুলের সংখ্যা একেবারে শূন্যের ঘরে নিয়ে আসলে পোস্ট পড়তে সবার ভালো লাগবে। আর রেসিপি পোস্ট সুন্দর করতে রান্না শেষে তৈরি করা খাবারটি বাটিতে নিয়ে ছবি তুলবেন।এটা কোনো রুলস নয় তবে আপনার পোস্টের মান উন্নয়নের জন্যই এই সাজেশন টি।আর পোস্টের কভার ফটো দিবেন রেসিপির ফাইনাল লুকের ছবি। তাহলে দেখতে ভালো লাগবে।কারণ পোস্টের ঢুকার আগে কভার এর ছবিটাই সবার সামনে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু বুঝতে পেরেছি। ইনশাল্লাহ চেষ্টায় আছি আমার জন্য শুভকামনা এবং দোয়া রাখবেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মুরগির মাংস রান্না টা সত্যিই স্পেশাল হয়েছে। রান্নার কালার খুবই দারুন। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভাবে মুরগির মাংস রান্নার পদ্ধতি উপস্থাপন করেছেন। আপনার পোষ্টের মার্ক ডাউন এর ব্যবহার অনেক সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্য একটা পরামর্শ। এরপর থেকে রেসিপি পোস্ট করলে চেষ্টা করবেন যে খাবারটা রান্না করবেন। সেটা কোন একটা পাত্রে ঢেলে কিছু উপকরণ দিয়ে গার্নিশ করে। তারপর সেটার ছবি তুলে। সেই ছবিটা প্রথম ছবি হিসেবে ব্যবহার করতে। তাহলে আপনার পোস্টটি দেখতে আরো আকর্ষণীয় হবে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ঠিক আছে তাই করবো। আপনার পরামর্শ কাজা লাগাবো ভাই। ধন্যবাদ আপনার সুন্দর একটা পরামর্শের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit