রেসিপিঃ শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রান্না (১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য)

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। কেমন আছেন সবাই? আশা করি উপর ওয়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম-সেটি হলো, শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রান্না। এই রেসিপি টা আমি খুব সাধারণভাবে করেছি কারন সবজির আসল স্বাদ টা নিবো বলে। অতিরিক্ত মসলা ব্যবহার করলে সবজির মুল স্বাদ পাওয়া যায় না, আর অতিরিক্ত মসলা দেয়া সবসময়ই খেয়ে থাকি সেই জায়গা থেকে ভাবলাম একটু নরমাল খাবার এর প্রয়োজন আছে। চলুন শুরু করা যাক-

শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রান্না

শুরু এখন থেকেঃ উপকরণ

উপকরণপরিমান
মাছকয়েক পিস
আলু২৫০গ্রাম
নতুন পেঁয়াজ২৫০গ্রাম
লবণপরিমান মত
কাচা মরিচ৬/৭টি
গুড়া মরিচপরিমান মত
হলুদপরিমান মত
তেল২৫০গ্রাম

20211130_225011.jpg

ধাপ-১

প্রথমে আমি বাজারে গেলাম। টাটকা রুই মাছ খুজে বের করলাম। কাচা সবজি আমার বাসায় ছিলোই। আমি জানি টাটকা মাছ ছাড়া এই রেসিপি ভালো লাগবে না,সেই অনুযায়ী টাটকা মাছ খুজে বের করলাম।

20211201_193518.jpg

ধাপ-২

এইবার মাছ কেটে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ লবন দিয়ে মাছ ভাজার জন্য প্রস্তত করলাম।

20211129_221137.jpg

ধাপ-৩

চুলা মাঝারি করে জালিয়ে নিয়ে তেল গরম করে নিয়ে মাছ ছেড়ে দিলাম। মাছগুলো সুন্দরভাবে সময় নিয়ে ভাজতে হবে তা না হলে পুরে যাবে তাড়াতাড়ি।
20211129_222257.jpg

মাছ ভেজে নেয়ার পর

20211129_224455.jpg

ধাপ-৪

এবার আমি আমার পছন্দের নতুন পেঁয়াজ কেটে নিবো। সাথে আমি কয়েকটা পেঁয়াজ গাছসহ কেটেছিলাম।আমার খুবই ভালো লাগে গাছসহ নতুন পেঁয়াজ।

20211129_223422.jpg

ধাপ-৫

এবার আমি কাচা সবজিকেটে নিলাম। আমার খুব পছন্দের ফুলকপি,বেগুন এবং আলু কেটে নিলাম আলু কেটে নিলাম। সবকিছু প্রস্তত করে নিলাম রান্না করে নেয়ার জন্য।

20211129_224541.jpg

ধাপ-৬

চুলা মাঝারি তাপে রেখে মাছ ভেজে নেয়া ঐ তেল এর মাঝেই পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষন ভেজে নিলাম। পেঁয়াজ আর কাঁচা মরিচ এমনভাবে ভাজতে হবে যেন পেয়াজের হালকা বাদামী রঙ চলে আসে।

20211129_225505.jpg

ধাপ-৭

এবার এর মাঝে কেটে রাখা সবজি ডেলে দিয়ে কিছুক্ষন কশিয়ে নিতে হবে। আর এর মধ্যেই পরিমানমতো লবন দিয়ে দিতে হবে। আমি আগেই বলেছি এই রান্না হবে এক্সট্রা কোনো মসলা ছাড়া।

20211129_230021.jpg

.........

১৫ মিনিট অপেক্ষা

...

এরপর আমি পরিমান মতো পানি দিয়ে রান্না শেষের ১০ মিনিট আগে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম।
এবং

অবশেষে আমি ঢাকনা খুলে দিলাম। খাবারের জন্য পারফেক্ট

20211130_225017.jpg

আমার আজকের শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রান্না কেমন লেগেছে অবশ্যই জানাবেন মন্তব্যের মাধ্যমে। আমার সামনে পরীক্ষা বলে খুব অল্প পরিসরে আয়োজন করে সাধ্যের মধ্যে শখ পূরন করলাম। আমার বাংলা ব্লগ এর মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি কাজ করছি ভেবেই ভালো লাগে।আর তাই তো এত ব্যস্ততার মাঝেও আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ভুলিনি। দোয়া রাখবেন সবাই আমার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মতো আসি,আগামীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসবো।

ধন্যবাদ আপনাদের সবাইকে

@alomgirkabir

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

IMG-20211119-WA0001.jpg

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীত কালিন সবজি দিয়ে রুই মাছের খুব দারুন একটি রেসিপি করেছেন।এই রেসিপি আমি খেয়ে ছি অসাধারান লাগে।ধন্যবাদ শেয়ার করার জন্য।ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

ধন্যবাদ ভাইয়া আপনার কাঙ্ক্ষিত মন্তব্যের জন্য।

শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রেসিপি খুব অসাধারণ হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে। রুই মাছ আমার খুব প্রিয় ।এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

ভালোবাসা অবিরাম প্রিয় আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অনেক সুন্দর হয়েছে আপনার পুরো রেসিপি টা। মাছ ফুলকপি আর সিম দিয়ে অনেক সুন্দর করে নিয়েছেন। আপনার পুরো রেসিপিটা এক কথায় অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেওয়ার জন্য

আপু অতোটাও ভালো রান্না করতে পারিনি। আপনার সুন্দর মন্তব্যের বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে।

সবজি রেসিপি খুবই মজাদার হয়। আপনি সবজি দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার জন্য শুভকামনা রইল।

জি ভাই মজাদার হয়েছিলো অবস্য তবে ত্রিপ্তিসকারে খাইতে পারিনি। আপনারা সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

ফুল কপির সাথে রুই মাছের রেসিপি খেয়েছি,এটি অনেক মজাদার একটি রেসিপি। শীতকালে নতুন নতুন সবজির স্বাদ টেষ্ট করা যায়। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

ধন্যবাদ ভাইয়া

শীতকালীন যেকোনো সবজি ই আমার অনেক পছন্দের। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে।আর সবজির সাথে রুই মাছ অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত মজাদার রেসিপি আমাদের সাথে এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

শীতকালে সব ধরনের সবজি ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

শীতকাল মানেই সবজির সমাহার। এত সবজি পাওয়া যায় যা দিয়ে যে কোন তরকারি রান্না করলে খুব মজা লাগে। আপনার সবজি দিয়ে রুই মাছ রান্না টা দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে এত মজাদার রুই মাছের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু। আর সবজি আমার তো খুব প্রিয় খাবার

শীতকালীন সবজি দিয়ে আপনি অনেক সুন্দরভাবে রুই মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রুই মাছ রান্নার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সেই সাথে অনেক লোভনীয় বটে,সত্যি বলতে শীতকালে আমার সবথেকে প্রিয় একটি সবজি হচ্ছে ফুলকপি, ফুলকপি দিয়ে কোন মাছ রান্না করলে এটা আমার কাছে খুবই সুস্বাদু লাগে। তাছাড়া রুই মাছ আমার অনেক প্রিয় কয়েক টি মাসের মধ্যে একটি। এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🤟🤟

ধন্যবাদ ভাইয়া

আলমগীর ভাইয়া শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দর করে রুই মাছের রেসিপি টা রান্না করেছেন ফুলকপির তরকারি আমার অনেক ভালো লাগে শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।