কালী পূজা, শ্যামা পূজা বা মহানীষা পূজা (১০% শিয়াল মামার জন্য)

in hive-129948 •  3 years ago  (edited)

Hello,

বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সময়ের প্রেক্ষাপটে আজকে আমিও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখব। বাংলাদেশের উৎসব গুলো কিভাবে পালিত হয় এ বিষয়ে বিশদ আলোচনা করব। আজকে আমার আলোচনার টপিক কালীপূজা নিয়ে।
০৫-১১-২০২১ রোজ বৃহস্পতিবার

উৎসবের নাম:

কালী পূজা, শ্যামা পূজা বা মহানীষা পূজা নামেও পরিচিত ।

IMG20211105220503.jpg

IMG20211105220500.jpg

পূজায় এসে আমাকে অনেক ভালো লেগেছিল। এখানে আমার একজন বন্ধু ছিল সে আমাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছিল। শুধু আমি নয় মুসলিম ধর্মাবলম্বী অনেক ভাই গিয়েছিল পূজা উৎসব দেখতে তাদের সবাইকেই বসার জন্য চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিল। দৃশ্যটি দেখে আমাকে খুবই ভালো লেগেছিল, যাইহোক আমরা দুটি ধর্মের মানুষ হতে পারি কিন্তু আমাদের রক্তের রং একি। বাংলাদেশ মুসলিম সম্প্রদায়ের আধিক্যের দেশ, তাই আমাদের উচিত অন্য ধর্মালম্বী মানুষদের উৎসব উদযাপনের বিঘ্ন সৃষ্টি না করা ।বরং তাদের উৎসব উদযাপনের সুন্দর ব্যবস্থা তৈরি করে দেওয়াই উত্তম বলে আমি মনে করি। যাই হোক তাদের আপ্যায়নে আমি অত্যন্ত খুশি। তারা যে আমার ভাই আমি প্রমাণ পেয়েছি।

IMG20211105220412.jpg

পূজামণ্ডপে আসার পথে তারা তাদের সাধ্যমতো ঝাড়বাতি দিয়ে সাজিয়ে ছিল। তবে পূজা খুব একটা ব্যয়বহুল ছিল না। বিষয়টি আমাকে অনেক ভালো লেগেছে।

IMG20211105220407.jpg

IMG20211105220403.jpg
পূজা মন্ডপের পাশে কিছু অস্থায়ী দোকানপাট বসেছিল। এবং নাগরদোলা স্থাপন করা হয়েছিল, আমরা রাতে যাওয়ার কারণেই নগরদোলার দোলন ইনজয় করতে পারিনি।

উৎসবে আমি যা যা করেছি:

IMG20211105223601.jpg

IMG20211105222619.jpg

IMG20211105222456.jpg
ছোটবেলায় যখন পূজা দেখতে যেতাম তখন 10 থেকে 20 টাকা নিয়ে যেতাম এবং সেই টাকা দিয়ে মাটির ব্যাংক কিনে আনতাম তাতে টাকা রাখার জন্য ।কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে চাহিদাগুলোর পরিবর্তন হয়েছে। এইবার পুজোয় গিয়ে বন্দুক দিয়ে বেলুন কে তা করেছি। দশটি গুলি 10tk আমি দশটি বেলুনের মাঝে দশটি তাক করতে পেরেছিলাম।
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

IMG20211105224316.jpg

IMG20211105221711.jpg
পূজা পরিদর্শন এবং গোড়া অবধি পরে আমরা একটি হোটেলে বসে খাওয়া দাওয়া করলাম।
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

IMG20211105220507.jpg
এটা পূজামণ্ডপের সামনের অংশ এখানে আমাদের বসার ব্যবস্থা করেছিলেন তারা। সব মিলিয়ে খুব সুন্দর ইনজয় করেছিলাম দিনটি।
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

পূজা নিয়ে কিছু অনুভূতির কথা:

০৫-১১-২০২১ তারে কি আমি শ্যামা দেখতে গিয়েছিলাম আমার বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে। যখন আরো ছোট ছিলাম তখন গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে খুব আনন্দের সহিত পূজা-পার্বণ অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের গ্রামের চারপাশে বেশ কিছু হিন্দু ধর্মালম্বী বন্ধু-বান্ধবদের বাড়ি রয়েছে। তাদের সঙ্গে খুবই আন্তরিকতার সহিত আমরা চলাফেরা করি। বলতে গেলে আমরা একই থালায় এবং একই ক্লাশে পানি খাই। ছোট থেকে আমার মাঝে ছিল পজিটিভিটি এই পজিটিভিটি থাকার কারনে আমি একটি আলাদা মানুষ। আমি ভাবতাম যার ধর্ম তার কাছে উত্তম তবে মানুষ হিসেবে আমরা সবাই সবার ভাই ভাই ,তাই আমার মাঝে কোনো ধর্মীয় বিদ্বেষ বা গোঁড়ামি কাজ করে না।


IMG20211015212050.jpg


আমি @alomgirkabir66- জীবনের কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করব এবং একজন লেখকের লিখায় তান আনার চেষ্টা করব তার জন্য আপনাদের অনুপ্রেরণা কাম্য। আমাকে ফলো এবং কমেন্ট করে অনুপ্রাণিত করবেন, যারা আমাকে ফলো দিবেন আমিই সাথে সাথে ফলো ব্যাক দিবো ইনশাআল্লাহ। সকলের প্রতি অঘাত সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতেছি।

ধন্যবাদ আপনাদের সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো হয়েছে😊
তবে লেখার মাঝে মাত্রাতিরিক্ত বানান ভুল এবং কাল বাচক বাক্যের ভুল ও বিরামচিহ্ন সংক্রান্ত কিছু ভুল রয়েছে।এরপর থেকে শুধরে নেয়ার চেষ্টা করবেন আশা করি🥰
শুভ কামনা রইলো ❣️

অসংখ্য ধন্যবাদ ভুলে যাওয়ার জন্য। পরবর্তী পৃষ্ঠা করব।