আমার পরিচয়
আমার পরিচয়
বিনম্র শ্রদ্ধা ও সম্মান @amarbanglablog- এর প্রতি এবং সকল মোডারেটর এবং এডমিন ভাইদের প্রতি। "আমার বাংলা ব্লগ" সারা বিশ্বের বাংলা ভাষা ভাষি মানুষদের জন্য। |
---|
আমার পরিচয় এবং কিছু কথাঃ
আমি মোঃ আলমগীর কবির। বাবা-মায়ের ৭ম তম সন্তান। পারিবারিক স্বচ্ছলতা ছিলো না, তাই বড় ২ভাই এবং বড় এক বোন পড়াশোনার সুযোগ পায়নি। বাবা এখনো পরিশ্রম করে যাচ্ছে একজন যোদ্ধার মতো। ভাইয়েরা সকলেই বিয়ে করে আলাদা সংসার পেতেছে। আমি ছোট থেকেই সবার থেকে আলাদা ছিলাম, বাড়ির সবাই বলে আমি নাকি বাবার মতো হয়েছি! আমার বাবাও একজন ভালো ছাত্র ছিলেন কিন্ত তিনিও পারিবারিক অস্বচ্ছলতার কারণে পড়াশুনা চালিয়ে যেতে পারেনি, যখন ২/৩ টাকায় চাল পাওয়া যেতো তখন বাবা এস এস সি পাশ করে কিন্তু তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। আমার দাদার ৪জন মেয়ে এবং একজন সন্তান আমার বাবা। তখন আমার বাবাকেই পরিবার সামলেতে হইয়েছিলো,কারণ দাদা ছিলেন একজন আরাম প্রিয় মানুষ তাই বাবা চেয়েও সে সময় চাকরি করতে পারেনি। তখন স্কুলের শিক্ষকদের যে বেতন দিতো সেটা দিয়ে সংসার চলায় হিমসিম খেতে হতো। খুবই দুঃখের মধ্যদিয়ে বাবা দিন কাটিয়েছে এবং আমাদের পড়াশুনার করিয়েছেন। আমি যখন অষ্টম শ্রেনীতে পড়াশোনা করি তখন থেকেই আমি টিউশন করিয়ে পড়াশোনার ব্যয়ভার চালিয়েছি। এস এস সি পরিক্ষার পরে চোখের সামনে বড় একটা স্বপ্ন এসে হাজির হলো, বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, বি সি এস ক্যাডার হইতে হবে! হাজারো স্বপ্ন যখন চোখে তখন চিন্তা করালাম গ্রাম ছেড়ে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে শহরের বুকে পাড়ি দিতে হবে কিন্তু অর্থনৈতিক চিন্তা করলে সকল স্বপ্ন মনে হয় আবছা ছায়া! তবুও মনের জোর এবং স্বপ্ন নিয়ে শহরের কলেজগুলো চয়েচ দিলাম আর আমার ভাগ্যে জুটলো বেসরকারি একটা কলেজ। আমার কলেজের নাম আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এবং কলেজ। এখানেই পড়াশোনা করতেছি ইন্টার ২য় বর্স। বগুড়া ভর্তি হওয়ার পরে মাথায় টেনশন এসে জমা। কি করবো ভেবে উঠতে পারছিলাম না।
আমি @alomgirkabir
জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা৷ খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
@amarbanglablog-এ আমার একটি Steemit ID ছিলো নিয়মিত লেখা-লেখিও করতাম কিন্তু খুবই দুক্ষের বিষয় একটা জটিলতার কারনে হঠাৎ করেই ID টি হারিয়ে ফেলি। তবুও আমি অনেক বার চেষ্টা করেছি "আমার বাংলা ব্লগে" আমার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কিন্তু পারিনি। একটা নতুন ID খুলেছি । আমি আমার সব ধরনের ডকুমেন্টস এখানে শেয়ার করতেছি আশা করি @amarbanglablog-এর সম্মানিত মোডারেটর ভাইয়েরা আমার সব কিছু যাচায় করে আমাকে আমার কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিবে। আমার ফেইসবুক ও ইউটিউব এবং কিছু ভিডিও শেয়ার করতেছি। আমার এইসবের মাঝে যদি বিন্দুমাত্র কোন ত্রুটি থাকে তাহলে আমাকে অনুমতি দিবেন না, তাতে আমার কোন আফসোস থাকেবে না। কিন্তু আমার সব কিছু ঠিকঠাক থাকার পরেও যদি অনুমতি না দেওয়া হয় তাহলে একটি খারাপ লাগা কাজ করবে আমার মাঝে। সত্যি বলতেছি @amarbanglablog-এর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে তাই বার বার ফিরে আসার চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম এবং চেষ্টা চালিয়ে গিয়েছি আমার বাংলা ব্লগে ফিরে আসার জন্য তাই আমি প্রতিদিন ব্লগের পোস্ট পড়তাম এবং মার্কডাউন গুলো শিখে নিয়েছিলাম,তবে দুঃখের বিষয় আমাকে @Google-থেকে সার্স দিয়ে দেখতে হয়েছিলো।
আমার কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল &কলেজঃ
আমার বাংলা ব্লগের ফেস্টুন নিয়ে একটি ছবিঃ
আমার স্থানীয় ঠিকানাঃ
আমার নামঃ | মোঃআলমগীর কবির |
---|---|
বয়স | ২০ বছর |
পিতাঃ | মোঃ আবু বক্কর ছিদ্দিক |
মাতাঃ | মোছাঃ আনোয়ারা বেগম |
থানাঃ | গোবিন্দগঞ্জ |
জেলাঃ | গাইবান্ধা |
বিভাগঃ | রংপুর |
জাতীয়তা | বাংলাদেশী |
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
আমি @alomgirkabir
জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা৷ খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
ফেইসবুক লিংকঃ
https://www.facebook.com/profile.php?id=100008075823363
ইইউটিউব লিংকঃ
https://youtube.com/channel/UC9wuROp1_YTUl_MbZCF4বভগ
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পরিচয় জানতে পেরে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার পরিচয় পর্ব। শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit