হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি।"কাল সব ভালো হবে" এই ছোট্ট কথাটিতে রয়েছে জীবনের প্রতি অসীম আশাবাদ ও ভরসা। প্রতিটি মানুষই জীবনের বিভিন্ন পর্যায়ে হতাশা, দুঃখ, কষ্ট কিংবা অন্ধকারময় মুহূর্তের মুখোমুখি হয়। এমন সময়ে সামনে এগিয়ে চলার উৎসাহ ও প্রেরণা দিতে পারে একটি সহজ কিন্তু শক্তিশালী আশা। যার মাধ্যমে তারা একটু শান্ত হতে পারে। আগামীকাল সবকিছু ভালো হয়ে যাবে। এই আশা শুধু একজনকে জীবনের সমস্যার মোকাবিলা করতে সাহায্যই করে না, বরং তাকে সামনে এগিয়ে চলার শক্তি ও বল যোগায়। জীবনে এমন কিছু পর্যায়ে গেলে এই একটি মাত্র আশা ছাড়া অন্য কিছুই আর চিন্তা করতে ইচ্ছা করে না, যদি সে পজেটিভ মানুষ হয় তাহলে।
অনেক সময়ে আমরা জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমরা ভেঙে পড়ি। মনে করি, এই পরিস্থিতি কখনোই পাল্টাবে না। আমাদের চিন্তাগুলো অন্ধকারে ডুবে যেতে পারে। এসময়ে বাচার ইচ্ছে হয়ে দাঁড়ায় অগ্রিম আশা ও প্রত্যাশা। কাল সব ভালো হবে, এই আশার বাণী আমাদের মনে করিয়ে দেয় যে, প্রতিটি খারাপ মুহূর্তের পরে ভালো সময় আসতে বাধ্য।এবং সবার সাথেই এমনটা হচ্ছে আমি তো আমি তো ব্যতিক্রম নই। তাই আমাকেও পরবর্তী জীবনের জন্য পরিশ্রম করে যাওয়া উচিত।জীবন চক্রের মতোই ওঠা নামা থাকে এবং আমাদের শুধু সেই ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এক না এক সময় আমাদের ভালো সময় আসবেই। সময়ের পরিবর্তনের সাথেই জীবনের পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনই আশার এক মাত্র প্রতীক।
অন্ধকার রাতের পরে যেমন নতুন দিনের সূর্যোদয় হয়, তেমনি আমাদের জীবনের সমস্যা বা চ্যালেঞ্জগুলোরও একটি সমাধান আছে তবে প্রত্যেকটি মানুষের সমস্যার জন্য আলাদা আলাদা সমাধান দরকার, যদি আমরা একই সমাধান সব জায়গায় এপ্লাই করি তাহলে সেটা কার্যকর থাকে না। এর জন্য প্রয়োজন ধৈর্য, আশাবাদ এবং আত্মবিশ্বাস। আশা সেই মশাল যা অন্ধকারে পথ দেখায়। এটা একটি অন্তরের শান্তি। যদিও আমরা জানি না আগামীকাল কী ঘটবে, তবু কাল সব ভালো হবে এই বিশ্বাস আমাদের মনকে শান্ত ও স্থির রাখতে সাহায্য করে।
বিশ্বাসের শক্তি অসীম। কাল সব ভালো হবে কথাটি শুধুমাত্র নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে না, বরং এটি আমাদের চিন্তা ও আচরণকেও প্রভাবিত করে। যখন আমরা আশা রাখি, তখন আমরা আমাদের চারপাশের পরিবেশকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু করি, তখন যেন সব কিছুই ভালো লাগে। এমনকি কঠিন মুহূর্তেও আমাদের কাজ ও প্রচেষ্টা ফলপ্রসূ হতে শুরু করে, কারণ আমরা আশার আলোকে দেখতে শিখি। আপনি যদি আপনার দৈনন্দিন কাজগুলো সফলভাবে পালন করতে পারেন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন সেটাই আপনার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ভূমিকা পালন করবেন। এছাড়াও এই যাত্রা পথে আপনার সহায়ক ভূমিকা থাকবে আশা।
এই আশা আমাদের জীবনে একটি উদ্দেশ্য দেয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে যতই সমস্যা আসুক না কেন, সেটি অস্থায়ী আবার আমাদের এটাও মনে রাখতে হবে সফলতা কিংবা ব্যর্থতা কোনটাই চিরস্থায়ী নয়। তাই সেভাবে করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তের কষ্ট আমাদের চিরদিনের জন্য নয়। আমাদের শুধু সামনে এগিয়ে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে সেই দিনটির জন্য। যেদিন সব ঠিক হয়ে যাবে। জীবনের প্রতিটি অধ্যায় আমাদের কিছু না কিছু শেখায়। এবং সেই শেখাগুলোর মাধ্যমে আমরা আরও শক্তিশালী ও অভিজ্ঞ হয়ে উঠি। তাই সব সময় চেষ্টা করতে হবে নতুন কিছু শেখার জন্য নতুন কিছু আহরণ করার জন্য।
জীবন যতই কঠিন হোক না কেন আমাদের মনে রাখতে হবে, যে সবকিছুর শেষ নেই। প্রতিটি খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। এই বিশ্বাসেই বেঁচে থাকা উচিত, কারণ আশা ছাড়া জীবন সত্যিই অনেক কঠিন। কাল সব ভালো হবে এই আশাবাদী মনোভাব নিয়ে আমরা আমাদের প্রতিটি দিনকে আরও অর্থপূর্ণ ও সুন্দর করে তুলতে পারি। আজকের আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে? তা মন্তব্যে অবশ্যই জানাতে পারেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: "কাল সব ভালো হবে"
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
চমৎকার একটা বিষয় নিয়ে লিখেছেন। আগামীকালের আশা আছে বলেই আমরা "খারাপ আজ" কে নিয়েই রাত্রে ঘুমাতে যেতে পারি।
ভাল থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাল সব ভালো হবে কিংবা সামনে সবকিছু ঠিক হয়ে যাবে, এই কথাগুলো ছোট হলেও,এগুলোর গভীরতা অনেক। আসলে এই কথা গুলো আমাদেরকে সব ধরনের বাঁধা বিপত্তি অতিক্রম করার সাহস জোগায় এবং নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা জোগায়। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা ঠিক বলেছেন ভাই। কোনকিছুই স্থায়ী হয় না। খারাপ সময় গিয়ে ভালো সময় আসবেই। এইরকম আশা প্রত্যাশা নিয়েই আমরা বেঁচে থাকি। তবে এটা সত্যি এমন মনোভাব আমাদের বিশ্বাস কিছুটা দৃঢ় করে এই যা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন কিছুই স্থায়ী নয়৷ এটাই সময়, এটাই ঘূর্ণাবর্ত৷ খুব ভালো লিখেছ৷ পজিটিভ মাইন্ডের মানুষরা কখনও হেরে যায় না। সত্যিই তো রাত ফুরোলেই দিন আসে৷ রাত এলো বলে কি আর দিন আসবে না? আমার মা একটা কথা বলতেন রাত্রি যতই গাঢ়, দিনের আলো ততই মধুর৷ জীবন মানেই ওঠা নামা ভালো মন্দ সব কিছুর মিশ্রণ। সবই মেনে চলতে হবে৷
শুধু লড়াই করার ক্ষমতা ও আত্মবিশ্বাসটা বজায় রাখতে হবে৷ খুব ভালো লিখেছ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit