আল সারজিল সিয়াম
পথ দেখালে যাকে তুমি
সেই'ই বলে অন্ধ,
কু-রুচির এই মানুষ গুলো
সমাজে ছড়ায় গন্ধ।
মুখে ওদের সারাটিক্ষন
অভিযোগের বুলি,
যা দিয়েছো, যা করেছো
সব কিছু যায় ভুলি।!
নিজ সার্থের জন্য ওরা
করে তোমার ক্ষতি,
ছাড় দেয়না কোথাও তারা
নিভিয়ে দেয় জত্যি।
আলো টাকে কালো করতে
ভীষন ভালো জানে,
প্রয়োজনে প্রিয় হতে♥️♥️
সেটা বেশ মানে।
গুরুজনকে ফাঁদে ফেলে
দেয় অভিশাপ,
বিষ ধর সাপ ওরা
ওরে বাপরে বাপ।
সার্থসিদ্ধির জন্য ওরা
হাতে রাখ হাত,
প্রয়োজন ফুরিয়ে গেলে
পাচায় মারে লাথ।
বহু রুপি হয়যে তারা
রুপের নেইতো শেষ,
মিথ্যে টাকে সাজিয়ে গুছিয়ে
বলতে পারে বেশ।
মিথ্যেটাকে সত্য করে
মসজিদ ঘরে বসে,
অডিও -ভিডিও বার্তা পাঠায়
কেমনে অনায়য়শে???
এইতো মানুষ, আমরা ওরে
সৃষ্টির সেরা জীব,
সুযোগ পেলে মানুষ খাই
ভেবে চিকেন -বিফ্।।
প্রয়োজনে মাথায় তুলে
করবে তোমায় ভক্তি
সুকৌশলি হয় যা তারা
এটাই তাদের শক্তি।
পথ দেখিয়ে বেশ করেছো
করেছো ওদের লোভি,
বিনিময়ে পেয়েছোতো
অভিশাপের ছবি।।
বিষয়: কবিতা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖
বেশ সুন্দর হয়েছে কবিতাটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধনবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাল লিখেছেন এবং আমার ভালই লেগেছে কবিতাটি ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit