হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি মোটিভেশন এর বিষয় নিয়ে কথা বলব আশা করছি এই মোটিভেশনাল বিষয়গুলো আপনাদের ভালো লাগবে, তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আত্মবিশ্বাসী হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কারণ আপনি যদি নিজের কাছেই আত্মবিশ্বাস ধরে রাখতে না পারেন তাহলে আপনি অন্যের হয়ে কিভাবে কাজ করবেন অর্থাৎ বিভিন্ন চাকরির কথা বলছি। কারণ বর্তমানে চাকরির বাজারে খুব একটা বেশি ভালো নয়। প্রত্যেকটি মানুষের আত্মবিশ্বাসী হওয়া খুব গুরুত্বপূর্ণ তবে সেটা যেন অহংকারে পরিণত না হয় সেই বিষয়টিও আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি জানেন কি, অহংকার এবং আত্মবিশ্বাসের খুব বেশি একটি পার্থক্য নেই। শুধুমাত্র একটি বিষয়ে পার্থক্য রয়েছে। আত্মবিশ্বাস- এই কাজটি আমি সঠিকভাবে করতে পারব। অহংকার- এই কাজটি শুধুমাত্র আমি সঠিকভাবে করতে পারবো।
বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা চলছে, এই বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই। তবে বর্তমানে একটি বিষয় আপনারা কি ভেবে দেখেছেন আমাদের পাঠ্য পুস্তকের বাইরে অনেকগুলো স্কিল ডেভেলপ করতে হচ্ছে। সেই স্কিলগুলো ছাড়া হয়তো আপনি কোন ভালো পর্যায়ে যেতে পারবেন না। তবে নতুন কারিকুলামে কয়েকটি বিষয় অ্যাড করা হলেও সেই আদিকাল থেকে কম্পিউটার সাবজেক্টটি কিন্তু আমাদের সিলেবাস এর মধ্যেই রয়েছে। তবে আমাদের স্কুল কলেজে কম্পিউটার ল্যাবের যা অবস্থা সেই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। কম্পিউটার চালু করতে করতেই সেমিস্টার শেষ হয়ে যায়।
শিক্ষা প্রতিষ্ঠানের যদি বেহালদশা হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার শিক্ষার্থীর কি অবস্থা হবে? সেই বিষয়টি একবার কল্পনা করে দেখুন এবং সেই জায়গা থেকে আত্মবিশ্বাসী হওয়াটা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে ওঠে। তবে জীবন যেহেতু আপনার তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জীবনে কি করতে চান এবং সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই আপনাকে এগিয়ে যেতে হবে। এর জন্য যা যা স্কিলের প্রয়োজন সেগুলো আপনাকে অ্যাচিভ করতে হবে, নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলার জন্য।
জীবনে প্রতিষ্ঠিত হতে গেলেই কিছু কিছু গুণাবলী সবার মাঝে কম বেশি বিদ্যমান থাকা জরুরী। তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মবিশ্বাস। এছাড়াও রয়েছে সাহসিকতা, রিস্ক নিতে পারা, আপনার চলাফেরার ধরন, আপনার কথা বলার ধরন এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আপনাকে যা যা প্রয়োজন তাই তাই করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বিষয়গুলো আমরা বারবার ভুলে যাই। আমরা সিদ্ধান্ত নেই ঠিকই, আজ থেকে কোন খারাপ কাজ করবো না কিন্তু পরবর্তীতে দেখা যায় কয়েকদিন যাওয়ার পরে আবারও কেন জানি আমরা আগের মত হয়ে যাই। এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে একটি Why Sheet তৈরি করতে হবে অর্থাৎ সেই বিষয়টি আপনি কেন করবেন।
মনে করুন মিথ্যা বলা মহাপাপ, সেই মিথ্যা বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি লিখে রাখেন। এই মিথ্যার জন্য আপনার ভবিষ্যতে কি কি পরিনাম হতে পারে। যখনই আপনার মনে হবে যে, আমি আবার আগের মত হয়ে গেছি তখন সেই শিট বের করে সে বিষয়গুলো একবার পড়ে নেবেন। দেখবেন, এই বিষয়টি করলে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস আস্তে আস্তে বেড়ে যাবে।
আত্মবিশ্বাসী হওয়া ভালো তবে একটি বিষয় মাথায় রাখতে হবে মাত্রা অতিরিক্ত কোন কিছু ভালো না। মনে করুন আপনি একটি বিষয়ে সম্পূর্ণ অনুজ্ঞ অর্থাৎ কোন জ্ঞান রাখেন না কিন্তু সেই বিষয়ে যদি আপনি আত্মবিশ্বাসী দেখান তাহলে কিন্তু আপনি বিপদে পরতে পারেন। তাই আপনি যেই কাজটি পারেন সেই কাজে আত্মবিশেষ হওয়াটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং যেই কাজটি পারেন না সেই কাজ শেখার জন্য সব সময় আগ্রহী হতে হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: হ য ব র ল জীবনের গল্প || আত্মবিশ্বাস
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
এটা ঠিক বলেছেন ভাইয়া আত্মবিশ্বাসী হতে গিয়ে যেন অহংকারী না হই সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার আজকের লেখাগুলো পড়ে ভালো লাগলো। সফল হওয়ার জন্য যে গুণাবলী গুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে এই আত্মবিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস না থাকলে আমরা কখনোই নিজেকে সবার সামনে উপস্থাপন করতে পারব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাফল্যের অন্যতম বিষয়গুলোর মধ্যে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।আর আত্মবিশ্বাসই হওয়া উচিত সঠিক কাজের জন্য।
আত্মবিশ্বাস নিয়ে চমৎকার একটি পোস্ট যেটা অনেক তথ্যবহুল।তোমার এই ধরনের পোস্টগুলো আমার কাছে দারুন লাগে।এবং নিজের কনফিডেন্স লেভেল টাকে আরো বেশি বাড়ানো যায়। ধন্যবাদ এত চমৎকার একটি পোস্ট করে অনেকের উপকার করার জন্য।অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলো তোমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্কুল কলেজের ল্যাব বলতে মনে পড়লো। আমাদের স্কুলের কম্পিউটার ডিজিটাল ল্যাবে ১০০ জন ছাএের জন্য দুইটা কম্পিউটার বরাদ্দ। তাও সেটাও প্রায়ই খারাপ থাকত। তাহলে ভাবুন ওখান থেকে আমরা কী শিখব। আত্মবিশ্বাস এবং অহংকার খুবই স্পর্শকাতর একটা বিষয়। একটার সাথে আরেকটা চলে আসে অনেক সময়। আমাদের শিক্ষাক্রম এর কথা আর বলি এককথায় শোচনীয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সবসময় এটা বিশ্বাস করি যে,কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স থাকা কখনোই ভালো নয়। কারণ তখন হিতে বিপরীত হয়ে যেতে পারে। বর্তমান যুগে শুধুমাত্র পাঠ্য পুস্তকের বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। বরং পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। কারণ সব জায়গায় শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে, বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করার কোনো বিকল্প নেই। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি পড়ে আসলেই খুব ভালো লাগলো। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit