Target December POWER UP ( Achieve 1123 SP) 🏆 টার্গেট ডিসেম্বর পাওয়ার বৃদ্ধি🎉 Week-8

in hive-129948 •  3 years ago 

20210907_142258_0000.jpg


আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটর বৃন্দকে তারা, এত সুন্দর একটি পরিকল্পনা নিয়েছে। এত সুন্দর একটি ইভেন্ট চালু করার জন্য @rex-sumon সুমন ভাইকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাই। টার্গেট ডিসেম্বর পরিকল্পনার বর্তমানে অষ্টম সপ্তাহ চলছে তাই , আমি এই অষ্টম সপ্তাহের অংশগ্রহণের জন্য চলে আসলাম। আমি বিশ্বাস করি এই ছোট ছোট পাওয়ার আপ করে আমি একদিন এই প্লাটফর্ম থেকে সাফল্য অর্জন করতে পারব। আমি মনে করি, পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি এবং আমাদের সকলের পাওয়ার আপ করা দরকার কারণ অদূর ভবিষ্যতে এটি আমাদের একটি সম্বল হয়ে দাঁড়াবে এবং আমাদেরকে নিজের পায়ে দ্বারাতে সাহায্য করবে। তাই আসুন আমরা বেশি বেশি করে পাওয়ার আপ করি। 10% Beneficiaries @shy-fox.


এই সপ্তাহে আমি ১০০ Steem ( POWER UP) পাওয়ার আপ করলাম। আমার টার্গেট ছিল ডিসেম্বর পর্যন্ত যেতে যেতে আমি যেন ২০০০ SP করতে পারি কিন্তু আমি সেই টার্গেট থেকে আরও বাড়িয়ে দিলাম,, ডিসেম্বর অবধি আমি যেন ৩০০০ SP করতে পারি। এটাই আমার টার্গেট।


  • প্রথম সপ্তাহেই আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
  • দ্বিতীয় সপ্তাহে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
  • তৃতীয় সপ্তাহে আমি ৪০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
  • চতুর্থ সপ্তাহে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
  • পঞ্চম সপ্তাহে আমি ৩০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
  • ষষ্ঠ সপ্তাহে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
  • সপ্তম সপ্তাহে আমি ১৩৫ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
  • অষ্টম সপ্তাহে আমি ১০০ স্টিম পাওয়ার আপ করলাম।

siam,.png

পাওয়ার আপ ( POWER UP 100 Steem )


  • পাওয়ার আপের আগে ১০২৩ স্টিম পাওয়ার ছিলো। ( Before the power up there was 1123 Steem Power.)

1631013477171.jpg


  • আরো ১০০ স্টিম পাওয়ার আপ করলাম। 100 Steem Power UP.

1631013477163.jpg


  • পাওয়ার আপের পর মোট স্টিম পাওয়ার ১১২৩ SPTotal Steam Power is 1123 SP

1631013477151.jpg

1631013477138.jpg


পাওয়ার আপ করতে আমি সবসময় ভালবাসি। টার্গেট ডিসেম্বর পাওয়ার বৃদ্ধি 🏆 এই পরিকল্পনায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। #targetdecember #welovepowerups #puc


1st Week POWER UP
2nd Week POWER UP
3rd Week POWER UP
4th Week POWER UP
5th Week POWER UP
6th Week POWER UP
7th Week POWER UP


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: টার্গেট ডিসেম্বর পাওয়ার বৃদ্ধি POWER UP 🏆

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা দেখে আমি অত্যান্ত আনন্দিত ভাই। দোয়া করি যাতে, আপনে খুব তারাতারি আপনার লক্ষ্য পৌঁছতে পারেন। আমাদের সবার উচিত বেশি বেশি পাওয়ার আপ করা। কিন্তু কিছু অসাধু লোক আছে, যারা পাওয়ার আপের বদলে পাওয়ার ডাউন দিয়ে থাকে। তাদেরকে আমরা ধিক্কার জানাই। আপনার জন্য সব সময় ভালোবাসা এবং শুভ কামনা রইল।

আমাদের সকলকে নিজস্ব পাওয়ার বৃদ্ধি করতে হবে তাহলেই সফলতা আসবে।

আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রয়েছে।আমি আপনার পাওয়ার আপ কে অনেক ভালোবাসি। #welovepowerups

আপনার জন্য শুভ কামনা রইলো ভাই।ইনশাআল্লাহ আপনার টার্গেট পূরণ হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে টার্গেট ডিসেম্বর ইভেন্টটি কমপ্লিট করব।

খুবই ভালো লাগলো ভাই, আপনার ধারাবাহিক অংশগ্রহন দেখে। সত্যিই আপনি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন সক্ষমতার সাথে। আপনার জন্য অনেক শুভ কামনা রইল ভাই।

যারা যারা এই বিষয়টি বুঝেছে, তারা সবাই পাওয়ার আপ করে এবং যারা বোঝে না তারাই শুধুমাত্র পাওয়ার ডাউন দেয়। আমি অনেক দুঃখ সাথে বলছি অনেক মানুষ এই, এটি বোঝে না,,,, বোঝে না নিজের সক্ষমতা বৃদ্ধির উপকারিতা কি কি...... আমাদের সবাই কে পাওয়ার আপ করা উচিৎ।

ভাই আমাদের একটাই সোলগান আমরা পাওয়ার আপ ভালবাসি৷ আপনি আস্তে আস্তে আপনার টার্গেট দিকে এগিয়ে ভাই ৷ আপনার জন্য দোয়া ব়ইল৷ ভালোবাসা অবিরাম৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা সবাই মিলে এই ইভেন্ট কমপ্লিট করব ইনশাল্লাহ।।

পাওয়ার বৃদ্ধি মানে সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবাই একসঙ্গে টার্গেট ডিসেম্বর ইভেন্ট সফল করব এবং আপনার থ‍্যাম্বেনিলটা খুব ভালো লাগছে।

ধন্যবাদ, থ‍্যাম্বেনিলটা ক্যনভা দিয়ে তৈরি।

ধন্যবাদ ভাই জানানোর জন্য।

প্রথম সপ্তাহেই আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
দ্বিতীয় সপ্তাহে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
তৃতীয় সপ্তাহে আমি ৪০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
চতুর্থ সপ্তাহে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
পঞ্চম সপ্তাহে আমি ৩০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
ষষ্ঠ সপ্তাহে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
সপ্তম সপ্তাহে আমি ১৩৫ স্টিম পাওয়ার আপ করেছিলাম।
অষ্টম সপ্তাহে আমি ১০০ স্টিম পাওয়ার আপ করলাম।

আপনার পাওয়ার বৃদ্ধির সিরিয়াল দেখে সত্যি অসাধারণ লেগছে ভাইয়া....

শুভ কামনা রইল ভাইয়া ❤️🥰

আপনাকে ধন্যবাদ।। নিজস্ব পাওয়ার বাড়াতে হবে, তহলেই সফল হতে পারবেন।

পাওয়ার বৃদ্ধি মানে সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপের জন্য আপনাকে ধন্যবাদ। এভাবেই আপনার টার্গেট ডিসেম্বর পাওয়ার আপ লক্ষ্য পৌছাতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

ধন্যবাদ আপনাকে।

আপনি যে টার্গেটের দিকে একেবারে দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছেন তা বুঝাই যাচ্ছে।খুব খুব দোয়া করি যেনো আপনি আপনার টার্গেট ডিসেম্বর এর আগেই পূরণ করে ফেলতে পারেন।আশা করি সফলতা আসবেই।

ধন্যবাদ আপনাকে।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.