আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে মানুষ ধর্মীয় এবং জাতিগত বিভেদ সৃষ্টি করার জন্য অনেক ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভিডিও শেয়ার করে থাকে। এই সকল পোস্টগুলোর কারণে একটি দেশের এবং অন্য দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়। এই বিবেক গুলো মূলত ধর্মীয় নানান ধরনের উস্কানিমূলক পোস্ট এবং ভিডিও শেয়ার করার মাধ্যমে করে থাকে। যা খুবই জঘন্য এবং খুবই বিপদজনক কাজ।
মানুষের মধ্যে বিভেদ তৈরি করা জঘন্য কাজ কেন বললাম কারণ একজন মানুষ অন্যজন মানুষকে সম্মানের সহিত দেখবে এটাই স্বাভাবিক। কিন্তু এ ধরনের বিভেদের কারণে এক ধর্মের মানুষ অন্য ধরনের মানুষকে গালিগালাজ করে। এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে কটুক্তি মূলক কথা বলে। যা মোটেও কাম্য নয়।
কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে সকল পোস্টগুলো ভাইরাল করা হয় বা ভিডিওগুলো ভাইরাল করা হয় সেগুলো সম্পর্কে সঠিক ধারণা মানুষ হয়তো জানে না। এগুলো মূলত কোন একটি দলের বা ব্যক্তি স্বার্থের জন্য এই ধরনের কার্যক্রম গুলো করা হয়। ভুল তথ্য ছড়িয়ে বা উস্কানিমূলক কথাবার্তা বলে নির্দিষ্ট ব্যক্তিদের স্বার্থ উদ্ধারের জন্য এই ধরনের কার্যক্রম গুলো চালানো হয়।
তাই আমাদের উচিত কখনো ধর্মীয় ব্যাপারে অথবা জাতিগত কোনো ব্যাপারে কেউ কোন পোস্ট করলে সেগুলোতে বিভেদ না করে আগে যাচাই করা তারপর মতামত প্রদান করা। কখনোই একজন ব্যক্তির বা দলের জন্য একটি দেশের প্রত্যেকটা মানুষ খারাপ নয়। তাই এই ব্যাপারগুলোতে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন।
ধন্যবাদ।
মূলত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এই ধরনের পোস্টগুলো কিছু ব্যক্তির স্বার্থ হাসিল হয়। তা ছাড়া কিছুই নয়। তাই স্বাভাবিকভাবেই আমাদের সবার একটি বিষয় মাথায় রাখতে হবে উস্কানিমূলক কোন পোস্ট দেখে হুট করে কোন কিছু করা যাবে না প্রথমে বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit