আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা সবাই৷ একটি ব্যাপারে একমত হবো যে পিতা-মাতার থেকে সবচাইতে আপন এ পৃথিবীতে কেউ নেই। তারা আমাদেরকে ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করেছেন এবং আমাদের যত বরণপোষণের দায়িত্ব তারা নিয়েছেন। প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনে পিতা-মাতার অবদান এত গুরুত্বপূর্ণ যে যা অস্বীকার করার মত কারো ক্ষমতা নেই। সবাই এই ব্যাপারটি নিয়ে আমরা একমত হবো এবং এটা নিয়ে কোন সমালোচনা বা দ্বিমত হবে না।
আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে নিজের মা-বাবা থেকে আরও বেশি কিছু পাবার আশা করা। আমাদের পিতা-মাতা ছোট থেকে বড় করা পর্যন্ত যে পরিমাণ কষ্ট আমাদের জন্য করে থাকেন তারপরও অনেকে আমাদের মধ্যে আছেন যারা অনেক বেশি পিতা মাতার থেকে আশা করে। আমরা অনেক কিছু পাওয়ার পরও যখন অনেক বেশি আশা করব এটা আমাদেরকে অকৃতজ্ঞ প্রকাশ বাবা মায়ের জন্য।
আমাদের অনেকের এমন চিন্তাভাবনা যে যদি তাদের আয় আরেকটু বেশি হতো হয়তো আমার জীবন এমন হতো না আমি আরো বেশি সুখী হতাম। এই চিন্তা ভাবনার মানুষ তাদের পিতা-মাতাকে কখনোই সম্মান করে না। তারা সবসময় এটা বলে যে আমার পিতা মাতা থেকে আমি তেমন কিছু পাইনি জীবনে। তারা আমাকে এই দিতে পারেনি ওটা দিতে পারিনি। এই নিয়ে অনেক বেশি আক্ষেপ তাদের মধ্যে। আক্ষেপের যেন তাদের শেষ নেই।
শুনুন এবার আপনার পালা তাদের ঋণ শোধ করার। তাদের প্রতি আপনার দায়িত্বও পালন করার সময় এসেছে। তারা আমাদেন জন্য যত পরিমান খরচ করেছেন এটা যদি না করতো তাহলে তাদের জীবনে আরও আরাম আয়েশ করে বেঁচে থাকতে পারতেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং তাদেরকে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা খুশি রাখার। তাহলে প্রকৃতপক্ষে আমরা তাদের ঋণ শোধ করতে পারব। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ
বাবা, মা সন্তানের ভালোর জন্য সন্তানকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায়।যে বাবার যেমন শক্তি সে সেভাবেই চেষ্টা চালায়।কিন্তুু সন্তানদের এমন চাওয়া বোকামি ও সার্থপরতা ছারা কিচ্ছু নয়।বাবা,মা সন্তানদের জন্য যা করেন তাতেই সন্তুষ্ট থাকা দরকার এবং সন্তানদের উচিস বাবা মাকে সর্বস্ব দিয়ে ভালো রাখার চেষ্টা করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit