আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। পৃথিবীতে আমার কাছে মনে হয় সবচাইতে মহৎ কাজ হচ্ছে মানুষের উপকারী নিজেকে বিলিয়ে দেওয়া। একজন অসহায় মানুষের পাশে যদি আপনি নিজেকে কারী হিসেবে করাতে পারেন সেটি সবচাইতে ভালো কাজ। পৃথিবীতে অনেক ভালো কাজ আছে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত ভাল কাজ আর একটিও নেই। মানুষের মনুষ্যত্ব ফুটে ওঠে আরেকজন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারলে।
একজন অসহায় মানুষ যখন সাহায্যের প্রয়োজন হয় তখন সে সবচাইতে দুর্বল অবস্থায় থাকে। ওই সময় যদি কোন একজন মানুষ তার পাশে দাঁড়ায় এবং তাকে সাহায্য করার চেষ্টা করে তাহলে সে মানুষটি অনেক ভরসা পায় এবং বেঁচে থাকার মাধ্যম খুঁজে পায়। অনেক সময় মানুষ মন খুব বেশি অসহায় হয়ে পড়ে। তখন একজন মানুষের সাহায্যের প্রয়োজন হয়। ওই সময়টির মধ্যে কেউ যদি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন সেটা হয় পৃথিবীর সবচাইতে ভালো কাজ।
অনেক সময় আমাদের চারি পাশে এরকম মানুষ দেখা যায় বাড়িতে অসুস্থ হয়ে পড়ে থাকে। সে মানুষদের চিকিৎসা খরচ চালানোর মতো ক্ষমতা থাকেনা। এই সকল মানুষদের পাশে ধারনা আমাদের একান্ত দায়িত্ব। প্রতিটা এলাকাতেই খুঁজলে এই ধরনের মানুষ পাওয়া যাবে। এটা খুবই ভালো একটি কাজ এবং পৃথিবীর সবচাইতে মহৎ কাজ।
তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামর্থ্য অনুযায়ী। কোন একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাকে খাবার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা। মোট কথা হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা সম্ভব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের যত বকে সাহায্য সহযোগিতা দরকার করার চেষ্টা করা। তাহলে আমরা মানুষ হিসেবে নিজেকে পরিচয় করে দিতে পারব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ