আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে যে কাজটি সবচেয়ে বেশি মানুষ করে থাকে করে যেটা বেশি আনন্দ পায় সেটা হচ্ছে পরনিন্দা। একজন মানুষ অন্য আরেকজন মানুষকে নিয়ে এমন ভাবে নিন্দা এবং কটুক্তিতে মেতে থাকে মনে হয় এটি একটি মজার ব্যাপার। কিন্তু যে ব্যক্তিকে নিয়ে পরনিন্দা করা হয় তার জন্য সম্মানহানি কর। তাই এটি খুবই জঘন্য একটি কাজ এবং অপরাধ।
বর্তমানে অনলাইন অফলাইন দুই জায়গাতেই পরনিন্দা করা হয়। অফলাইনে হল কোন একজন ব্যক্তির অগোচরে একাধিক ব্যক্তি যখন তার দোষ গুলোকে না করা হয় তখন সেটা পরনিন্দা। আর অনলাইনে তো মানুষকে নিয়ে নানান ধরনের পোস্ট এবং ছবি শেয়ার করার মাধ্যমে সোশ্যাল মিডিয়া গুলোতে ছোট করা হয় এবং কটুক্তি মূলক ব্যাপার গুলো শেয়ার করা হয়। অফলাইন অনলাইন যেখানেই মানুষকে নিয়ে পরনিন্দা করা হবে সেটাই নিন্দনীয়।
একজন মানুষ মানুষ যখন পরনিন্দা শিকার হয় তখন তার সম্মান সবার কাছে কষ্ট হয়। মানুষ এখন এই ধরনের কাজগুলো বেশি করছে কারণ একজন আরেকজনের প্রতি নানা ধরনের বিদ্বেষ মূলক উদ্দেশ্য নিয়ে এ ধরনের কাজগুলো করছে। দেখা যায় আপনার পরিচিত একজন মানুষ আপনাকে নিয়ে নানান ধরনের কটুক্তি করছে। হয়তো আপনি সেই ব্যাপারটি বুঝতে পারছেন না যে সে আপনাকে নিয়ে কটুক্তি করছে কিন্তু এ কাজগুলো কিছু তো মানুষ দ্বারাই বেশি করা হয় বর্তমানে।
আমরা যারা পরনিন্দায় লিপ্ত থাকি তাদের উচিত নিজের দোষগুলোকে সংশোধন করা মানুষকে নিয়ে সমালোচনায় মেতে না থাকা। কোন একজন মানুষের দোষ থাকলে সেটা তাকে সামনাসামনি বলার কিন্তু অন্য কোন মানুষের সামনে তার নিন্দা করা বা তাকে ছোট করার খুবই খারাপ একটি কাজ। সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন।
ধন্যবাদ।
ভালো একটা টপিক তুলে ধরেছেন হ্যাঁ বর্তমানে অনলাইনেও যদি কেউ কারো সাথে কথা বলে সেখানে পর নিন্দার বিষয়টি লক্ষ্য করা যায়। এই বিষয়গুলো থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে পরনিন্দা করা মহাপাপ। কে অপরাধ করলেও সেই নিয়ে আলোচনা সমালোচনা করাটা ঠিক নয়। কিন্তু দেখা যায় অনেক মানুষ এমনিতেই মানুষের নামে মিথ্যা গীবত করতে থাকে নিন্দা করতে থাকে। এতে অন্যের চোখে নিজের কালার হওয়া হয় আর ফ্যাসাদ সৃষ্টি হয়। আশা করা যায় এই থেকে আমরা বিরত থাকবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit