আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। মানুষ সামাজিক জীব। মানুষ সবার সাথে মিলেমিশে বাস করে। মানুষ কখনোই একা থাকতে পছন্দ করে না বা একা বাস করা তার পক্ষে সম্ভব নয়। আমাদের চলাফেরার জন্য অবশ্যই বন্ধু প্রিয় মানুষ আপনজন থাকে। তাদের সাথে আমরা আমাদের বেশিরভাগ সময়ে কাটাই। যেহেতু তারা আমাদের জীবনের একটা অংশ তাহলে অবশ্যই সে মানুষদের বাছাই করে নিতে হবে, যে কারো সাথে চলাফেরা করলে আপনার বিপদ আসতে পারে। আজকে আমি আপনাদের সাথে কিছু মানুষদের কথা উল্লেখ করবো যাদের সাথে চলা উচিত নয়।
আমাদের সমাজ একটি কথা আছে অতি ভক্তি চোরের লক্ষণ। অনেকে অতি মিশুক, অতি চঞ্চল, অতি স্থির, অতি বাচাল, অতি ভাল মানুষ, অতি পরোপকারী, অতি চরিত্রবান এরকম অতি ভাল মানুষ থেকে দূরে থাকাই ভালো। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অতি ভালো হতে গিয়ে মিষ্টি কথার মাধ্যমে মানুষদের সাথে প্রতারণা করা হয়। তাই অতি ভালদের থেকে দূরে থাকাই ভালো।
আমাদের মধ্যে অনেক বন্ধু-বান্ধব আছে যারা নিজের গুন নিজে যাহির করে ও নিজের ঢোল নিজেই পেটায়। নিজেকে বড় জাহির করে সবার সামনে শো অফ করতে পছন্দ করে। এই সকল মানুষদের থেকে দূরে থাকাই ভালো। যারা নিজের কে বড় জাহির করে বেড়ায় তাদের মধ্যে অহংকার কাজ করে আর অহংকারীদের সাথে না মেশাই ভালো।
লোভী মানুষদের থেকে দূরে থাকা ভালো। লোভী মানুষরা লোভের বশবর্তি হয়ে যেকোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে। যার প্রভাব আপনার উপরও পড়তে পারে। তাদের মনে সব সময় লোভ কাজ করে। অন্যের কোন একটা ভালো দেখলে সেটা তার নিজের করে পেতে চাইবে। লোভ মানুষকে ধ্বংস করে এবং লোভী মানুষদের সাথে চলাফেরাও ধ্বংসের কারণ হতে পারে।
অহংকারী মানুষদের থেকে দূরে থাকাই ভালো। কারণ অহংকারীরা সবার সাথে মিশতে পারে না এবং অনেক সময় মানুষদের সাথে খারাপ আচরণ করে। আপনি তার সাথে থাকলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। এই সকল মানুষ শুধুমাত্র তাদের সাথেই ভালো আচরণ করে কথা বলে যাদের অনেক অর্থ টাকা এবং যারা অনেক ভালো অবস্থানে আছে। তারা বড়দের সম্মান করতে জানে না এবং ছোটদের ভালবাসতে জানেনা সবার সাথে খারাপ আচরণ করে।
যারা মিথ্যা কথা বলে তাদের সাথে চলা উচিত নয়। কারণ যে কোনো সময়ে আপনাকে মিথ্যা কথার ছলে ফেলে বিপদে ফেলতে পারে। মিথ্যা কথা হল সকল খারাপ কাজের মূল। যে মিথ্যা কথা বলতে পারে সে সকল খারাপ কাজ করার ক্ষমতা রাখে। কারণ খারাপ কাজ করার জন্য অবশ্যই মিথ্যা বলা লাগে। সত্যি কথা বলে কেউ খারাপ কাজে লিপ্ত হতে পারে না।
আমাদের উচিত বন্ধু এবং যাদের সাথে আমরা চলাফেরা করি তাদের অবশ্যই ভালো মন্দ বিচার করে তাদের সাথে চলা উচিত। না হলে এই সকল মানুষদের সাথে চলাফেরার কারণে আপনিও বিপদে পড়তে পারেন। কারণ একটি কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস। তাই এ কথাটি মাথায় রেখে আমাদের সঙ্গী নির্বাচন করে চলাফেরা করতে হবে।
ধন্যবাদ।
একদম ঠিক বলছেন অতি ভক্তি চোরের লক্ষণ।হ্যাঁ সমাজে অনেই নিজের ঢোল নিজে পেটায়।লোভী, অহংকারী, মিথ্যাবাদীদেরকে নিয়ে খুব সুন্দর কথা বলেছেন আপনি।খুব সুন্দর পোষ্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit