প্রতিদিন এই ছোট ছোট ভালো কাজগুলো করার চেষ্টা করুন

in hive-129948 •  last year 

sunset-1807524_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকদিন কোন না কোন ভাল কাজ করা অবশ্যই উচিত। আপনার চারপাশে অনেকের অনেক ধরনের সাহায্যের প্রয়োজন হয় যেগুলো চাইলেই আপনি করতে পারেন। এই ভাল কাজ করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন নেই বা আপনাকে অনেক বেশি দানশীল হতে হবে না। এই ছোট ছোট সাহায্য গুলো অনেকের কাছে অনেক বড় সাহায্য। আজকে আমি আপনাদের সাথে কিছু ভালো কাজের বর্ণনা করবো যেগুলো আমরা চাইলেই প্রতিদিন করতে পারি।

অনেক সময় রাস্তার পাশে কাপড় বিহীন বা উলঙ্গ অবস্থায় অনেক পাগল শুয়ে থাকে। আমরা চাইলে আমাদের বাসা থেকে কোন পুরাতন কাপড় নিয়ে তাদেরকে পরিয়ে দিতে পারে এটি খুবই ভালো একটি কাজ। কারণ তারা পাগল তাদের যে অবস্থা তারা সেটি বুঝতেছে না। কিন্তু অনেকের কাছে সেটা খুবই খারাপ লাগবে। তাই আমাদের উচিত তাদেরকে নতুন পুরাতন যাই পারি না কেন কাপড় পরিয়ে দেওয়া।

অনেক সময় রাস্তার পাশে অনেক মানসিক ভারসাম্যহীন লোক পড়ে থাকে। দেখা যায় কোন মানুষ তাদের প্রতি কেয়ার করে না। তাদের জেনো দেখেও সবাই না দেখার মতো চলে যায়। আমাদের উচিত তাদেরকে ভালো কিছু খাবার কিনে দিয়ে তাদের পাশে রেখে আসা। কারণ তাদের হয়তো ক্ষুধা লাগলেও চেয়ে খেতে পারেনা বা বলতে পারেন। সম্ভব হলে তাদেরকে খাইয়ে দেওয়া। এটি খুবই মহৎ একটি কাজ।

অনেক সময় রাস্তায় ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় দেখা যায় কিন্তু বৃদ্ধ মানুষ হয়তো উঠতে পারতেছে না উঁচু হওয়ার কারণে। তাদেরকে আপনি চাইলেই হাত ধরে উঠেয়ে দিতে পারেন বা তাদেরকে ফুটওভারব্রিজটি পার করে দিতে পারেন। তাহলে সে খুব সহজেই উঠতে পারবে এবং হয়তো তার কষ্টটা কিছুটা কম হবে।

রাস্তা পারাপারের সময় অনেক সময় অল্পবয়সী বাচ্চা অথবা বৃদ্ধ মানুষ থাকে। যাদেরকে আমরা যদি চাই রাস্তা পার করে দিতে পারি। কারণ তাদের রাস্তা পারার সময়ের এক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আমাদের দেশে এমনিতেই ট্রাফিক অনেক বেশি যার কারণে রাস্তা পারাপার হওয়া অনেক রিস্কি একটি ব্যাপার। হয়তো আপনার সময় দুই মিনিট বেশি লাগবে কিন্তু আপনি চাইলেই এই কাজটি করতে পারেন খুবই ভালো একটি কাজ।

তাছাড়াও অনেক ধরনের ছোট ছোট ভালো কাজ আছে যেগুলো আমরা চাইলেই প্রতিদিন করতে পারি। এ কাজগুলোর মাধ্যমে আমরা মানসিকভাবে একটি পরিতৃপ্তি পাব যেটি অন্য কোন কাজে আপনি পাবেন না। মানুষের প্রতি সহনশীলতা এবং মানুষকে সম্মান করার মাধ্যমে নিজের মধ্যে আত্ম তৃপ্তি পাওয়া যায়। আমরা নিজেরাও ভালো থাকি এবং সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে ভালো কাজ করা মানেই মহত্বের লক্ষণ। আমরা চাইলে দৈনন্দিন জীবনের চলাফেরায় ও মানুষের উপকার করতে পারি। চাইলে চলাফেরার মাধ্যমেও ভালো কাজ করতে পারি। যেটা ধারা মানুষ অনেকে উপকৃত হবে। মূলত এটাই মহত্ব এটাই মানবতা। এই যে শীতকালে এখন দেখতে পাওয়া যায় অসংখ্য লোকের জামা কাপড় নেই, শীতকে অতিবাহিত করার জন্য। আমরা চাইলে তাদেরকে নতুন কিছু কিনে না দিতে পারলেও, নিজেদের কিছু জামা কাপড় অবশিষ্ট থেকেই যায় সেগুলো দিয়ে হলো সাহায্য সহযোগিতা করতে পারি। এরকম অসংখ্য কাজ রয়েছে যেগুলো ছোট ছোট ভাবে সবার উপকারে আসা সম্ভব হয়। তবে এজন্য নিজের মন মানসিকতারও প্রয়োজন রয়েছে। ধন্যবাদ ভালো একটি বিষয় শেয়ার করার জন্য।

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই পোস্ট পড়ে আমার খুবই ভালো লাগলো। আসলেই আমরা চাইলেই এরকম ছোট ছোট কাজ করতে পারি কিন্তু আমরা কেউই নিজে থেকে এই কাজগুলো করতে চাই না। বর্তমানে যেহেতু প্রচুর শীত পড়ছে আমাদের সকলেরই উচিত একটু সদয় হওয়া সেই সাথে আরো কিছু কাজের কথা আপনি উল্লেখ করেছেন যেগুলো আসলেই আমাদের সকলের করা উচিত। ধন্যবাদ চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile