যুদ্ধ নয় শান্তি চাইsteemCreated with Sketch.

in hive-129948 •  last year 

apocalypse-2459465_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে সকাল বেলা ঘুম থেকে উঠার পর হঠাৎ একটি নিউজ দেখে অনেক মন খারাপ হয়ে যায়। গত কিছুদিন পূর্বে ইসরাইল এবং প্যালেস্টাইন একটি যুদ্ধ সংঘটিত হয়। আপনারা সবাই হয়তো এই ব্যাপারটি অবগত আছেন। সকালে যখন আমি ফেসবুকে ঢুকলাম হঠাৎ করেই একটি নিউজ আমার চোখে সামনে আসলো সেটা হলো ইসরাইল একটি প্যালেস্টাইনের হসপিটালে বোমা হামলা করে যার ফলে সাথে সাথে ৫০০ জন নিরব মানুষ মারা যায়। যা আমার মনকে খুবই ব্যথিত করে।

এই নিউজটি দেখার পর আমি আরো বেশি শিউর হওয়ার জন্য অনেকগুলো নিউজ পোর্টালের মধ্যে ঘাটাঘাটি করি দেখি যে আসলেই এই নিউজটি সত্যি কিনা তারপর অনেকগুলো ভিডিও আমার সামনে আসে যা দেখে আমার কলিজা আতকে উঠে। এই হামলা তে অসংখ্য শিশুসহ বৃদ্ধ সকল বয়সের হাজার হাজার মানুষ আহত ও নিহত হয় যা খুবই হৃদয়বিদারক এবং মর্মান্তিক একটা ঘটনা।

পৃথিবীতে পূর্বে ও অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছে এবং বর্তমানে চলমান আছে। যুদ্ধ কখনো মানুষের মধ্যে শান্তি বয়ে আনতে পারে না। যুদ্ধ সবসময়ই মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এই যুদ্ধের মধ্যে অনেক বেসামরিক মানুষ মারা যায় এবং অনেক শিশুও মারা যায়। যাদের কোন অপরাধই থাকে না। পৃথিবীতে যত যুদ্ধ হয় বেশিরভাগ যুদ্ধই সমানে সমানে হয় না। কোন এক পক্ষ অনেক শক্তিশালী থাকে কোন এক পক্ষ নীরহ থাকে যার ফলে অধিক পরিমাণ মানুষ মারা যায়।

যদি পৃথিবীতে যুদ্ধ না থাকতো তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো। যুদ্ধের মাধ্যমে মানুষের মধ্যে হানাহানি মারামারি আরো কত কি ঘটনা ঘটে যা মানুষের সুখ-শান্তিকে কেড়ে নেয়। যুদ্ধ কখনই মানুষকে সুখ-শান্তি দিতে পারেনা। যুদ্ধের মাধ্যমে মানুষের অশান্তির কারন তৈরি হয়। তাই প্রতিটি মানুষের উচিত যুদ্ধের মন-মানসিকতা পরিহার করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা স্থাপন করা।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে যুদ্ধ আমাদের কারো কাম্য নয়। যুদ্ধ মানেই ধ্বংস অসংখ্য মানুষের প্রাণহানি। প্যালেস্টাইনের হসপিটালে বোমা হামলা এটা আসলে কল্পনা করা যায় না। এত মানুষ মারা গেছে এটা সত্যি বেশ দুঃখজনক।